নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

বাংলার ব্লগার- এক হও!!! দ্রোহের আগুন- ছড়িয়ে দাও!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০



আপডেটঃ আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।



অনেক হয়েছে , আর না। আর মানবো না। আর সহ্য করবো না। সময় এসেছে প্রতিহত করার। বাংলাদেশের সকল দেশপ্রেমিক ব্লগার এবার এক হও। ভুলে যাও মত পথের ভিন্নতা।







আমাদের পূর্বপুরুষরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য স্বাধীনতার সুর্যটিকে ছিনিয়ে এনেছিল। আমাদের সবচাইতে গৌরবের অর্জন আজ হারাতে বসেছি পরাজিত শত্রুর কাছে। স্বাধীন বাংলাদেশে দেশদ্রোহী জামাত শিবিরের সাহস আজ এমন পর্যায়ে - তারা বাংলার পথে ঘটে সাধারন মানুষকে রক্তাক্ত করছে, তান্ডব চালাচ্ছে দেশ জুড়ে, হুংকার ছাড়ছে ৭১ এর হায়েনাদের মত।



আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী মানসিকতা ও আচরনের জন্য আজো ওরা বাংলার মাটিতে বুক ফুলিয়ে হুংকার ছাড়ছে।



যুদ্ধাপরাধীদের বিচার চলমান। একটা রায় আমাদের সাধারন জনগনের প্রত্যাশা পূরণ করেনি বিধায় আমরা রাজপথে নেমেছিলাম। সরকারকে বাধ্য করেছি পূণঃবিচার করতে। কিন্তু জামাতে ইসলাম নামক ঘাতক জঙ্গি দল কিভাবে রাস্তায় নেমে এরকম অরাজকতা সৃষ্টি করার সাহস পায়?



ওদের কত বড় সাহস- আমাদের রক্তার্জিত পতাকা পোড়ায়!!!

ওদের কত বড় সাহস- শহীদ মিনার ভাঙ্গে!!!



আমাদের লজ্জা!!! লজ্জা !!! লজ্জা!!!

পরাজিত পক্ষের এমন আস্ফালন পৃথিবীর কেউ এর আগে দেখেনি!!!



শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন বাংলার ইতিহাসে অভূতপুর্ব গণজাগরণ হিসেবে লিপিবদ্ধ থাকবে। কিন্তু অদূরদর্শী ও অযোগ্য নেতৃত্ব, সমন্বয়হীনতা ,অনভিজ্ঞতা, বিতর্কিত লোকদের অনুপ্রবেশ প্রভৃতি কারনে এমন একটি জাগরণকে আমরা কাংখিত লক্ষ্যে নিয়ে যেতে পারি নি। আর এই সুযোগে পুরোনো ঘাতকেরা আবার মাথাচাড়া দিচ্ছে, খামচে ধরেছে আমাদের পতাকা, লুন্ঠন করছে আমাদের অর্জন।



৭১ এ বীর মুক্তিযোদ্ধারা যদি দেশকে স্বাধীন করতে শত্রুর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে তাহলে আজকে একটি স্বাধীন দেশে বসে আমরা কি দেশকে কলংকমুক্ত করতে রাজপথে নামতে পারি না???



আমার সামান্য জীবনের বিনিময়ে যদি আমার মাতৃভূমি তার ৪২ বছর ধরে বয়ে চলা কলংক থেকে মুক্ত করতে পারি তাহলে সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।



বন্ধুরা, এসো নিজের ভোতা চেতনাকে জাগিয়ে তুলি, কাকের মত মুখগুজে শিধুমাত্র আত্ম চিন্তায় মশগুল না থেকে পথে নামি- বাংলাদেশকে শত্রুমুক্ত করি।



এই মুহুর্তে আমাদের একটাই দাবী-

"জামাত শিবিরের রাজনীতি-৭দিনের মধ্যে গেজেট করে বন্ধ কর।"





এই দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই আন্দোলন "রাজপথে অবস্থান"।

আগামীকাল সকাল ৫ ঘটিকায় আমরা আবার জড়ো হব শাহবাগ প্রজন্ম চত্বরে। আমাদের দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে। সাধারন জনগনের শক্তি আজ প্রমানিত।



সারা দেশের বিভিন্ন জেলায় চলমান গণজাগরণ মঞ্চে থাকা ব্লগার ভাইদের অনুরোধ করছি আপনারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত রাখুন। শত্রুকে কঠোর হস্তে প্রতিহত করুন। আমরা সকল জেলা উপজেলা মঞ্চকে সমন্বয় করে এই আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে দিব। আপনারা আপনাদের যোগাযোগের মাধ্যম মন্তব্যের ঘরে উল্লেখ করুন।



ফেস বুকের এই গ্রুপে যোগ দিন- পরামর্শ ও তথ্য প্রমান উপস্থাপন করুন।https://www.facebook.com/groups/537141839641891



জামাত শিবির আজকে তাণ্ডব চালিয়ে প্রমাণ করে দিল তাদের নিষিদ্ধ করা দরকার



যদি বাংলার এক বিন্দু রক্ত তোর শরীরে থাকে তাহলে ওদের প্রতিহত কর। শহীদ মিনার ভাঙ্গার উচিত জবাব দে। পতাকা ছেঁড়ার উচিত জবাব দে, এখনই।



গনমানুষের পক্ষ থেকে জারজদের কাছে আমার প্রশ্ন।উত্তর না দিতে পারলে তোরা মেনে নিবি যে তোরা এক বাপের জন্ম না।পাকিস্তানের প্রেতাত্মা,ফাকিস্তান ফেরত যা।





জয় বাংলা!!!

জয় প্রজন্ম!!!

জয় তারুন্য!!!

জয় একাত্তর!!!

জয় বায়ান্ন!!!

জয় বাংলার জনতা!!!



মন্তব্য ১৬৫ টি রেটিং +২১/-১

মন্তব্য (১৬৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

যাযাবরমন বলেছেন: রাজাকারের ফাসি চাই,
ইসলাম বিরিধীদের রক্ষা নাই।
ইসলামের পক্ষে লিখলে যারা ছাগু বলে,
তারা সবাই অন্ধকারে।
অন্ধকার দুর কর,
নিজের ভিতরটা আলোকিত কর।
আদালত কেন স্ব-প্রনোদিত হয়ে স্বাধীনতা তথা বাংলাদেশ বিরোধী "জামায়াত-শিবিরের" রাজনীতি করা নিষিদ্ধ করছে না???

জাতীয় সংসদ ভবনের ছবি

তাকওয়া

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

শিপু ভাই বলেছেন:
নাস্তিকদের ব্যাপার পরে দেখা যাবে। অনলাইনে অথবা অফলাইনে আস্তিককরা এখনো সংখ্যাগুরু আর নাস্তিকরা অতি নগন্য। গোটা বিশেক নাস্তিক নিশ্চই ব্লগারদের প্রতিনিধীত্ব করে না।

এখন আমাদের দাবী একটাই- জামাত শিবিরের ব্যান চাই!!!


আমাদের এই আন্দোলনে ধর্মান্ধদের যেমন ঠাঁই নাই তেমনি ধর্মবিদ্বেষিদেরও ঠাই নাই।

বানলাদেশের মানুষ বিভিন্ন ধর্মের অনুসারি। ধর্ম ও ধর্মধারী লোকদের নোংরা আক্রমন করা মানে দেশকেই আক্রমন করা।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

চলতি নিয়ম বলেছেন: এই মুহুর্তে আমাদের একটাই দাবী-
"জামাত শিবিরের রাজনীতি-৭দিনের মধ্যে গেজেট করে বন্ধ কর।"
ধন্যবাদ শিপু ভাই।

পোস্ট টি স্টিকি করা হোক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

শিপু ভাই বলেছেন: আশেপাশের মানুষদের "ব্লগার" সম্পর্কে ধারনা দিন। আমাদের দাবী সম্পর্কে সচেতন করুন।

এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক জনতার।


তুমি কে? আমি কে?
-গারো চাকমা বাঙালি!!!
আমরা সবাই বাংলাদেশী!!!

ধর্ম যারা যার- রাষ্ট্র সবার!!!

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

আশিক মাসুম বলেছেন: :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

শিপু ভাই বলেছেন: ইনবক্স দেখুন

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

চলতি নিয়ম বলেছেন: ৬২, ১০৭, ১৪২, ১৬৩ আমেজিং!! সবাইকে ধন্যবাদ, যোগ দেয়ার জন্য। দ্রুত বাড়ছে সমর্থন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

শিপু ভাই বলেছেন:
বুকের ভিতর জ্বলছে আগুন!!!
সারা বাংলায় ছড়িয়ে দাও!!!


জয় বাংলা!!!


৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

নিম গাছ বলেছেন: :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শিপু ভাই বলেছেন:
কি হইছে!!!

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

মামুন হতভাগা বলেছেন: শিপু ভাই,কোন বিভ্রান্তির সুযোগ নাই,আমরা জেগে আছি।সারা দেশের নতুন প্রজন্ম এখন থেকে আবারও শপথ নিলাম আন্দোলন চালিয়ে যাবার।আমাদেরও দাবী একটাই-
"জামাত শিবিরের রাজনীতি-৭দিনের মধ্যে গেজেট করে বন্ধ কর।"

জয় বাংলা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শিপু ভাই বলেছেন:
আপনাকে রাজধানীতে আশা করছি।

জয় বাংলা!!!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলার জনতা- এক হও!!! দ্রোহের আগুন- ছড়িয়ে দাও!!!


জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

জয় বঙ্গবন্ধু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শিপু ভাই বলেছেন:
দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না!!!



দিয়েছিতো রক্ত!!!- প্রয়োজনে আরো দিব রক্ত!!!

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বাংলার ব্লগার- এক হও!!! দ্রোহের আগুন- ছড়িয়ে দাও!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শিপু ভাই বলেছেন:
জামাতে ইসলাম- মেড ইন ফাকিস্তান!!!

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন: +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

শিপু ভাই বলেছেন:
যারা সশরীরের আন্দোলনে অংশ নিতে পারবেন না তারা ভার্চুয়ালী এই আন্দলন ছড়িয়ে দিন বিশ্বজুড়ে, অনলাইনে যুদ্ধ চালিয়ে যান।


জলে স্থলে অন্তরিক্ষে বা অন্তর্জালে- জামাত শিবিরের রক্ষা নাই!!!

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন:
রাজপথ ছাড়িনি ।
ছাড়বে না তো কেউ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শিপু ভাই বলেছেন:
তোমরা সিলেটের আন্দোলনকে আরো বেগবান কর, জনসম্পৃক্ততা বাড়াও, বিভিন্ন আইডিয়া এপ্লাই কর, মেধাকে কাজে লাগাও।

ইনশাল্লাহ, বিজয় আমাদের হবেই!!!

জয় বাংলা!!!

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

একজন আরমান বলেছেন:
বাংলার ব্লগার- এক হও

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শিপু ভাই বলেছেন:
এক হও- লড়াই কর!!!
বাংলাদেশকে জামাত শিবির মুক্ত কর!!!

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

টুটুল২০০৮ বলেছেন: আশা করি বল্গার রা শেষ পর্যন্ত সফল হবে কিন্তু এটা করতে গিয়ে তার যেন ইসলাম বিদ্বেষী না হয়ে যায় । আর প্রতিটা কাজেই মেধাই সবথেকে বড় ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শিপু ভাই বলেছেন:
এটা জামাতে ইসলাম বিদ্বেষী আন্দোলন- ইসলাম বিদ্বেষী না!!!

ধর্ম নিয়ে প্রতারণা- চলবে না চলবে না।
ধর্ম নিয়ে বানিজ্য- বন্ধ কর- করতে হবে!!!


জামাতিরা মুসলমানদের শত্রু!!!

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

তাসজিদ বলেছেন: অনেক বড় একটি ভুল করেছি আমরা। কুত্তার সাথে মানুষের আচরণ করেছি। একারনে কুত্তা কামর দেয়ার সাহস পায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে- হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়!!!

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

তাসজিদ বলেছেন: কোন ভয় নেই। আল্লাহ আমাদের সাথে আছে। দোজকে যাবে জামাত শিবির।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শিপু ভাই বলেছেন:
ইনশাল্লাহ!!! আমরা সফল হবই।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

নাজনীন খলিল বলেছেন: ওরা শহীদ মিনার ভাংগছে। জাতীয় পতাকা পুড়াচ্ছে।ওদের আর ছাড় দেওয়া যায়না।

জয় বাংলা। জয় তারুন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

শিপু ভাই বলেছেন:
এবার ওদের ছাড় নাই!!!

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: দূরে থেকেও সাথে আছি।অন্তর্জালে ছাগু গদামের কাজটা আমরা করবো,আপনারা মাঠে চালিয়ে যান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

শিপু ভাই বলেছেন:
আমাদের সংগ্রাম- চলবে অবিরাম!!!

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শিপু ভাই বলেছেন:
জ্বালো জ্বালো
আগুন জ্বালো!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

শিপু ভাই বলেছেন:
জামাত শিবিরের রাজনীতি
অধ্যাদেশ জারি করে বন্ধ কর এক্ষুনি!!!

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সবুজায়ন ... বলেছেন: বাংলাদেশ চিরকাল ধর্মীয় সম্প্রীতির তীর্থস্থান হয়েই টিকে থাকবে ইনশাল্লাহ্।
বাংলাদেশকে ‘বর্তমান পাকিস্তান/ আফগানিস্তান’ এর মত দূরবস্থা বানানোর সব অপচেষ্টা রুখে দিতে হবে।

. . . . জয় বাংলা!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শিপু ভাই বলেছেন:
বাংলাদেশ চিরকাল ধর্মীয় সম্প্রীতির তীর্থস্থান হয়েই টিকে থাকবে ইনশাল্লাহ্।

++++++++++++

জয় বাংলা!!!

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

হারকিউলিস রিটার্নড বলেছেন: জয় বাংলা

++++++++++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

শিপু ভাই বলেছেন:
বীর বাঙ্গালীর হাতিয়ার
গর্জে উঠুক আরেকবার!!!

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

হারকিউলিস রিটার্নড বলেছেন:
স্টিকি করা হউক!

স্টিকি করা হউক!

স্টিকি করা হউক!

স্টিকি করা হউক!

স্টিকি করা হউক!

স্টিকি করা হউক!


স্টিকি করা হউক!


স্টিকি করা হউক!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শিপু ভাই বলেছেন:
জামাতের রাজনীতি - এক্ষুনি নিষিদ্ধ কর!!!

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সবুজায়ন ... বলেছেন: স্টিকি করা হউক!

স্টিকি করা হউক!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শিপু ভাই বলেছেন:
হাহাহাহ

কি যে বলছেন ভাই!!! স্টিকি দূর অস্ত- নির্বাচিত পাতাতেই যায় নাই!!!

হাহাহাহ


২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জামাত শিবিরের রাজনীতি আইন করে বন্ধ করা হোক

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

শিপু ভাই বলেছেন:
সিলেটে দূর্বার আন্দোলন গড়ে তুলুন ভাই!!!

এবার কোন ছাড় দেয়া চলবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

মামুন হতভাগা বলেছেন: জেগে আছি,থাকব।জামায়াত শিবিরের রাজনীতি আইন করে বন্ধ না করা পর্যন্ত ঘরে ফিরব না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

শিপু ভাই বলেছেন:
এটা প্রজন্মের প্রতিজ্ঞা!!!
এটা তারুন্যের শপথ!!!

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

এ হেলাল খান বলেছেন: স্বশরীরে উপস্থিত হতে পারছিনা তবে অনলাইনে ছাগুদের গদাম চলবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

শিপু ভাই বলেছেন:
যেখানেই ছাগু- সেখানেই গদাম!!!
আমাদের সংগ্রাম- চলবে অবিরাম!!!

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

ফিরেদেখা বলেছেন: সকল সুন্দর ও সত্যের সাথে আছি, সাথে থাকবো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

আমাদের দাবী- মানতে হবে!!!

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

একজনা বলেছেন: শয়তানগুলারে ধইরা ধইরা বড়ই ভর্তা বানানোর সময় হয়ে গেছে। জামাত শিবিরের রাজনীতি আইন করে বন্ধ করা হোক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

শিপু ভাই বলেছেন:
এবং তা অতি দ্রুতই করতে হবে। কারণ ওরা বুঝতে পেরেছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই মরণ ছোবল হানছে!!!


ওদের ধারালো নখদন্ত উপড়ে ফেলার এখনি সময়!!!

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

ইলুসন বলেছেন: সবাই রাস্তায় নামার সময় হইছে এখন। কত বড় সাহস আমি অবাক হয়ে যাই যখন দেখি স্বাধীন বাংলাদেশে ওরা জাতীয় পতাকা পুড়ায়, ওরা শহীদ মিনারে আগুন দেয়। এটা বাংলাদেশ। এটা পাকিস্তান বা আফগানিস্থান না যে ছাগুরা এটাকে তালেবানি রাষ্ট্র বানাবে।


জয় বাংলা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

শিপু ভাই বলেছেন:
পরাজিত পক্ষের এমন আস্ফালন পৃথিবীর কেউ এর আগে দেখেনি!!!

আমরা দুর্ভাগা জাতি। রাজনৈতিক হীন স্বার্থের কারণে শত্রুকেও বুকে টেনে নেই। কিন্তু ভুলে যাই এই শত্রুই আবার আমার বুকে ছুড়ি বসাবে!!!


এখনি সময় প্রতিরোধের!!! এখনি সময় পালটা আঘাত হানার!!!
জয় বাংলা!!!




অঃটঃ শাহবাগে ভাবছিলাম আপনার সাথে দেখা হবে। ইনকগনিটো ভাইয়ের সাথে কথা হয়েছিল। আবার দেখা হবে আশা করি।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ইখতামিন বলেছেন:
১২তম +++++++++++++

জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!


আর কোনও ছাড় দেওয়া হবে না.

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

শিপু ভাই বলেছেন: সংগ্রাম চলবে!!!


রাজপথ ছাড়বো না!!!

জয় বাংলা!!!

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

বোকামন বলেছেন: বাংলার সাধারন জনগণ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয় । আশা করি তারা ধর্ম ব্যবসায়ীদের রুখে দিবে আবার........

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় জনতা......

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!
জয় বঙ্গবন্ধু!!!
জয় সংগ্রামী জনতা!!!

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

রুদ্র মানব বলেছেন: জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ দেখতে চাই ,
রাজাকারদের ফাসি চাই ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

শিপু ভাই বলেছেন:
এই দাবী আজ বাংলার প্রতিটি সচেতন দেশপ্রেমিক জনতার!!!

৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

জীবন্মৃত০১ বলেছেন: একাত্তরে যুদ্ধ করার সুযোগ পাইনি কারণ তখন জন্ম হয়নি। ২০১৩ তে সেই রাজাকারদের বিরুদ্ধে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। যতক্ষণ না জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত রাজপথে আছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

শিপু ভাই বলেছেন:
একাত্তরে ছিলাম না
এবার ওদের ছাড়বো না!!!

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট স্টিকি চাই!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই ধর্মীয় গোরামি বন্ধ হোক.....জামাত রাজনীতি ব্যান খাক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শিপু ভাই বলেছেন:
বজ্র কন্ঠে আওয়াজ তুলুন সেলিম ভাই!!!

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

শান্তা273 বলেছেন: জামাত শিবির রাজাকার
এই মূহুর্তে বাংলা ছাড়।

জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শিপু ভাই বলেছেন:
এই প্রজন্মের বাংলায়
জামাত শিবিরের ঠাঁই নাই!!!

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
মুল পোস্টে যুক্ত করে দিলাম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

বাংলার হাসান বলেছেন: কন্ডম উড়িয়ে আন্দোলন করলে এমনই হবে।


আমাদের দাবীঃ

দফাঃ ১, সকল যুদ্বাপরাধী ও রাজাকারদের বিচারের আওতায় আনতে হবে। দেশের প্রতিটি জেলায় সরকারী ভাবে যুদ্ধাপরাধী ও রাজাকারদের লিষ্ট তৈরী করতে হবে। সরকারী প্রজ্ঞাপন জারীর মাধ্যমে রাজাকারদের সামাজিক ভাবে বয়কট ও তাদের প্রতিষ্ঠান সমূহ জাতীয় করন করতে হবে। যদি কোন ব্যক্তি বা মহল তাদের সাথে কোন প্রকার সামজিক সম্পর্ক ও লেন-দেন করে তবে উক্ত ব্যক্তি বা মহলকেও একই পরিনতি ভোগ করতে হবে। ৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি জামাতসহ যে সকল দল হানাদারদের সহযোগীতা করেছে , সে সকল রাজনৈতিক দল গুলোকেও ৭১ এর হানাদারদের সহযোগীতার অপরাধে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

দফাঃ ২, যুদ্ধাপরাধী, রাজাকারদের সর্বচ্চ শাস্তি নিশ্চত করনের জন্য ৭১ এ শহীদ ও নির্যাতিত পরিবার গুলোকে বিচার কার্যের সাথে সম্পৃক্ত করে তাদের পূর্ব পুরুষদের রক্তের ঋন শোধ করার সুযোগ দিতে হবে।

দফাঃ ৩, জার্মানির ফ্যাসিস্ট পার্টিকে যেমন যুদ্ধাপরাধের দায়ে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা হয়েছিল তেমনি পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী জামাত , ছাত্র সংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার দল হিসাবে প্রতিষঠানিক ভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হোক

দফাঃ ৪, দেশের খ্যাতিমান আইন বিদগনকে বিচার কাজে সহযোগিতা করার জন্য আহবান করতে হবে। যাতে করে দেশের সাধারন জনগনের কাছে পরিস্কার হয়ে যায় কারা যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচারের বিপক্ষে।

দফাঃ ৫, আমাদের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিলঃ

(ক) একটি স্বাধীন সার্বভৌম ভুখন্ড, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।

(খ) কমিটমেন্ট ছিল সকল শ্রেনী পেশার জনগনের অধিকার ও কর্তৃত্ব, অর্থনৈতিক মুক্তি, শোষনহীন সমাজ ব্যবস্থা, সাম্প্রদায়ীক চেতনা ও সুস্থ-সন্ত্রাসমুক্ত দেশ।

প্রথমটি অর্জিত হলেও দ্বিতীয়টি অসমাপ্তই রয়ে গেছে। যুদ্ধাপরাধী ও রাজাকার বান্ধব বিভিন্ন মহল প্রচার-প্রচারনা চালাচ্ছে দেশ ও বিদেশে এই বলে যে, স্বাধীনতা প্রজন্ম চত্বরে ঢল নামা লক্ষ জনতার জড়ো হওয়াটা সরকারের একটি মহলের কাজ। অতএব অবিলম্বে দ্বিতীয় কমিটমেন্টটি বাস্তবায়নের মাধ্যমে সরকারকে তারুন্যের এই গন জাগরনকে সন্মান প্রদর্শন করতে হবে।

দফাঃ ৬, অবিলম্বে দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ৭১ এর শহীদের তালিকা তৈরী করে গ্রাম ভিত্তিক শহীদের নামের তালিকা সহ একটি ফলক তৈরী করতে হবে। যাতে করে দেশের সকল মানুষ তাদের জন্য কোন বিশেষ দিনে শ্রদ্ধা না দেখিয়ে বরং প্রতিনিয়ত শ্রদ্ধা দেখানোর সুযোগ পায়। এবং সেই সাথে গ্রাম ভিত্তিক রাজাকারদের তালিকা প্রনয়ন করতে হবে যাতে করে বাংলার মানুষ ৭১ এ তাদের কৃত কর্মের জন্য সামাজিক ভাবে বয়কট ও ঘৃনা প্রকাশ করতে পারে। এবং এই লিষ্ট তৈরীতে স্থানীয় সাধারন মানুষকে সম্পৃক্ত করতে হবে।

দফাঃ ৭, চলমান আইন সংশোধন করে নিশ্চিত করতে হবে , মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ ধারা মোতাবেক 'রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার' "( Article-49, Prerogative of mercy)" আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃক সাজা প্রাপ্তদের জন্য প্রয়োগ করতে পারবেন না

দফাঃ ৮, উপরে উল্লেখিত ৭ দফা যদি সরকার পূরন না করে তবে বর্তমান আন্দোলনকে বিস্তৃতিরত করে এবং দলীয়করন যেন না হয় সে জন্য সারা দেশে বিগ্রেড গঠন করা হবে সে লক্ষ্যে দেশের সর্বত্র গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রমিকপ্রতিষ্ঠান, কর্মচারীপ্রতিষ্ঠান, ব্যবসায়ীপ্রতিষ্ঠান সহ সকল স্তরে এবং সকল পর্যায়ে অতি দ্রুত ব্রিগেড গঠন করা হবে। ব্রিগেড গঠনের কাজটি সারা দেশে এবং সকল কর্ম ক্ষেত্র ব্যাপী হবে। এক একটি গ্রামে, এক একটি ইউনিয়নে, এক একটি শিল্প এলাকায়, এক একটি শিক্ষাপ্রতিষ্ঠানে, এক একটি ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক ব্রিগেড গঠন করা হবে এবং এই ভাবে সারা দেশে কয়েক হাজার , এমনকি কয়েক লক্ষ ব্রিগেড সদস্য থাকবে যতদিন না আমাদের দাবী মানা হবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

শিপু ভাই বলেছেন:
দারুন !!!++++++++++++++++++


আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

গ্যাম্বলার বলেছেন: জাতির পতাকা খামছে ধরেছে পুরানো শকুন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

দরিদ্র তারা বলেছেন: কথা ছাড়া বন্ধ চাই
এটা ছাড়া দাবি নাই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

শিপু ভাই বলেছেন:
আকাশ বাতাস কাপিয়ে আওয়াজ তুলুন!!!

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: কালকে থেকে নিয়মিত আছি প্রজন্ম চত্বরে।

আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

হাবিব০৪২০০২ বলেছেন: আজই দাবি তুলুন ৭১ এ মুক্তিযুদ্ধের সময় যে ১৯টা জেলা ছিল ঐগুলির নামে পৃথক পৃথক ট্রাইবুনাল গঠন করা হোক। আর সাক্ষী প্রমাণ নিয়ে অত গবেষণার কিছু নাই, কেননা দেশে এমন ইউনিয়ন খুব কমই আছে যেখানে কমপক্ষে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। রণাঙ্গনের মুক্তিসেনারাই সবচেয়ে বড় সাক্ষী। অবশ্য হাতে সীলমোহর লাগানো সার্টিফিকেট থাকলেই তাকে মুক্তিযোদ্ধা বলা যাবে না কেননা মন্ত্রণালয়ের লিস্টে এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এক সময় ছিল ১ লক্ষের উপরে পরে সেটা হয়েছে আড়াই লক্ষ; লিস্টে থাকা কারো কারো নাম আবার বাদও পড়েছে। সে যাই হোক রণাঙ্গনের মুক্তিসেনারা যেমন জানেন তেমনি মুক্তিযোদ্ধাদের যারা একবেলা খাওয়াইছে কিংবা একরাত থাকতে দিছে তারাও ভাল করেই জানে কারা ৭১ এ পাক হানাদারদের সহযোগিতা করেছিল।

সত্যিকার বিচারের উদ্দেশ্যে ট্রাইবুনাল সংশ্লিষ্ট জেলাগুলিতে গিয়ে বিশেষ আদালত বসিয়ে প্রত্যেকটা ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা এবং তাদের সহযোগিদের ডাক দিবে, তারাই সাক্ষী দিবে যুদ্ধকালীন সময় তাদের এলাকায় কারা কারা মানুষরুপী পশু ছিল। এরপর উনাদের সাক্ষীর ভিত্তিতে রাজাকারদের গ্রেফতার অভিযান শুরু করেন। আইনের মারপ্যাঁচের কথা কইয়া শুধু শুধু তেনা প্যাঁচানোর কিছু নাই। কালকেই এইটা শুরু করেন দেখবেন ৩ মাসের মধ্যে ফায়সালা হয়ে গেছে। আর যদি ঘুটুর মুটুর করতে থাকেন তাহলে বলতে হয় প্রত্যক্ষ সাক্ষীদের বয়স তো আর থেমে নাই অলরেডি এই ৪২ বছরে অধিকাংশ সাক্ষীই মরে গেছেন। আরও যদি সময়ক্ষেপন করেন তাহলে ভবিষ্যতে সাক্ষীদের জবানবন্দী হবে এরকম আমি আমার দাদা, তালই কিংবা অমুক পাড়ার অমুকের কাছে শুনছি অমুক নাকি রাজাকার ছিল !!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

শিপু ভাই বলেছেন:
ভাল বলেছেন হাবিব ভাই।


তবে এই মুহুর্তে প্রায়োরিটি পালের গোদাগুলোকে শাস্তি দেয়া ও ওদের সাংগঠনিক ভিত্তি গুড়িয়ে দেয়া!!!

৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

ফজলে রাব্বি চৌধুরী বলেছেন:
সময় এসেছে প্রতিরোধের । এখনই সময় মুখোমুখি প্রতিবাদের,সময় এখন প্রতিরোধের। জয় জয় , জয় বাংলা।
জয় হবেই জনতার ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

শিপু ভাই বলেছেন:
এখনি সময়!!!


আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

সাউন্ডবক্স বলেছেন: রাজাকার রা সব নিপাত যাক

বোকামন, জয় বঙ্গবন্ধু এই খানে বলছেন ভাল কথা। শাবাগ এ এইটা বইলেন না। পাবলিক খুব খারাপ ভাবে নেয়।

জয় জাহানারা ইমাম বলে। আপত্তি নাই :| :| :|

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

শিপু ভাই বলেছেন:
শাহবাগে বললেও ক্ষতি কি?

যে মানুষ এই বাংলাদেশের স্বাধীনতার রুপকার, যার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি , যিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির জনক- তাকে ভুলে যেতে বলছেন??!!!??

তবে এটা ঠিক- আওয়ামীলীগের কিছু অদূরদর্শী কাজের জন্য "জয় বাংলা- জয় বঙ্গবন্ধু" শ্লোগানটিকে দলীয় শ্লোগান হিসেবে দেখে।

এক্ষেত্রে আমার কথা হল- যার ইচ্ছা বলবে।

৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

হাঁড় = ঘাঁড় বলেছেন: ওদের কত বড় সাহস- আমাদের রক্তার্জিত পতাকা পোড়ায়!!!
ওদের কত বড় সাহস- শহীদ মিনার ভাঙ্গে!!!

আমাদের লজ্জা!!! লজ্জা !!! লজ্জা!!!
পরাজিত পক্ষের এমন আস্ফালন পৃথিবীর কেউ এর আগে দেখেনি!!!


জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: জাশি'র রাজনীতি এই মুহূর্তে নিষীদ্ধ হোক।

আগুন ঝরা লেখায় প্রতিটি বাক্যে সহমত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

শিপু ভাই বলেছেন:
দলমত নির্বিশেষে আমাদের এই দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে হবে!!!

৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

মঈনউদ্দিন বলেছেন: জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৪৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

রাফা বলেছেন: অসাধারন লেখা, শিপু ভাই।

দ্রোহের আগুন জ্বালাতে হবে বুকের মধ্যে।মিন মিন করে দাবী আদায় হয় না।কর্মসূচি ঘোষণা করলেই শেষ হয় না,সঠিক রুপরেখা দিতে হবে।

ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

শিপু ভাই বলেছেন:
আগামী কাল হরতাল ডেকেছে জামাতিরা। এই হরতাল ডাকার কথা ছিল আমাদের।


মিনমিন করে দাবী আদায় হয় না। সরকারকে বাধ্য করতে হবে!!!

৪৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

নেকড়ে বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

শিপু ভাই বলেছেন:
আজ বিকাল ৫ টায় সামুর ব্লগাররা ছবির হাটে একত্রিত হব। তারপর সবাই মিলে মূল মঞ্চে যোগ দিব।

৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

৫০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

বাংলার হাসান বলেছেন: এই তান্ডব জামাত শিবির ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়। কেননা জামাত দেশে যত রকম নৈরাজ্য সৃষ্টি করবে তা আওয়ামী লীগের রাজনৈতিক পালে হাওয়া দিবে। ইতিহাস কিন্তু সে কথাই বলে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

শিপু ভাই বলেছেন:
একমত নই!!!

জামাতের শততানী বুদ্ধির কাছে আর সবাই শিশু!!!

৫১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: + + ... ভাইয়া কেমন আছেন ??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

শিপু ভাই বলেছেন:
ভাল আছি!!! :)

আপনি কেমন আছেন???

৫২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

আমি তুমি আমরা বলেছেন: জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!


সংগ্রাম- চলবে!!!

৫৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

ওই চোরা বলেছেন: জয় বাংলা


রাজাকারের নিস্তার নেই
নাস্তিকদের উপর আস্তা নেই




শাহবাগের প্রজন্ম চত্বরের কিছু আবাল মার্কা কুকুরের কারণে আজ শাহবাগ কলঙ্খিত হচ্ছে। তাই সেই সব কুকুরদের সেখান থেকে সরে যাওয়াই উত্তম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

শিপু ভাই বলেছেন:
আশা করি তাদের বোধোদয় হবে এবং সুষ্ঠু আন্দোলনের স্বার্থে নিরাপদ দুরত্বে থাকবে।


এই আন্দোলন আপামর জনসাধারনের আন্দোলন।

৫৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: এখন সব ভুলে এক হতে হবে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

শিপু ভাই বলেছেন:
এই মুহুর্তে ঐক্যের কোন বিকল্প নাই।

তবে কোন বিতর্কিত কারো জন্য যাতে আন্দোলন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে!!!

৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মোঃমোজাম হক বলেছেন: এই মুহুর্তে আমাদের একটাই দাবী-"জামাত শিবিরের রাজনীতি-৭দিনের মধ্যে গেজেট করে বন্ধ কর।" বলেছেন শিপুভাই।


শিপু ভাই "একটাই দাবী রাজাকারদের ফাঁসি" শ্লোগানের কি হবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

শিপু ভাই বলেছেন:
ঐটাতো আছেই। ওটা সবসময়ের দাবী। আর এটা এই মুহুর্তের দাবী।
ওটা চলমান প্রকৃয়া।

কিন্তু জামাত শিবির যা করছে তাতে এক্ষুনি ওদের ব্যবস্থা না নিলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

ওরা সাধারন মানুষের সেন্টিমেন্ট কিভাবে অপব্যবহার করে তাতো দেখলেনই মোজাম ভাই।


৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: ফাঁসির দাবী সবার আগে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

শিপু ভাই বলেছেন:
"যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই"- এই দাবী থেকে কি আমরা সরে এসেছি?!!!??- না।

কিন্তু জামাত শিবির যে তান্ডব শুরু করেছে দেশ জুড়ে তার জন্য ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখনি সময়।

৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: তবে কোন বিতর্কিত কারো জন্য যাতে আন্দোলন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে!!!

আপনি নিজেই বিতর্কিত :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

শিপু ভাই বলেছেন:
আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন তোমার আসল চেহারাটা দেখাও!!!
এখন বল- আমি কেন বিতর্কিত???



গর্দভ, আমি এই আন্দোলনে মাতব্বরি করতে যাই নাই।
তবুও আমার জন্য অন্তত ২০ জন ব্লগার সশরিরে এই আন্দোলনে যোগ দিছে।

৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

নিশাচর ভবঘুরে বলেছেন: আন্দোলনের শুরু থেকে ছিলাম। মাঝে কিছুদিন কিছু লোকের কামড়াকামড়ি দেখে একা একা ঘুরি। কারো সাথে যোগ দেইনা। একা একা শাহবাগে থাকি। ভালো লাগে। দেখা হবে, শাহবাগে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

শিপু ভাই বলেছেন:
কামড়া কামড়ি আপাতত স্থগিত রেখে একসাথে আমাদের দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে ভ্রাতা!!!

৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

বোকামন বলেছেন:









আপাতত আন্দোলনের সফলতার স্বার্থে ছোটখাটো বিষয়গুলো নিয়ে দ্বিমত প্রকাশ না করে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিত । আমরা অনেকেই ভুলে যাচ্ছি রাজাকারদের বিচারের বিষয়টি কোন সাধারণ বিষয় নয় ! দেশের অস্তিত্বের প্রশ্নে দ্বিধাবিভক্ত থাকলে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয় না....

দয়া করে সবাই অপপ্রচারে সাহায্য না করে অপপ্রচার বন্ধে কাজ করুন.....

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় জনতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

শিপু ভাই বলেছেন:
কলংকমুক্ত বাংলায় আমরা গলা ছেড়ে কাঁদতে কাঁদতে "জয় বাংলা" বলবো!!!

৬০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: মামা কেমন আছে? ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

শিপু ভাই বলেছেন:
ভাল আছে!!!

৬১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

সুমন জেবা বলেছেন: "বন্ধুরা, এসো নিজের ভোতা চেতনাকে জাগিয়ে তুলি, কাকের মত মুখগুজে শিধুমাত্র আত্ম চিন্তায় মশগুল না থেকে পথে নামি- বাংলাদেশকে শত্রুমুক্ত করি "
জয় বায়ান্ন!!!
জয় একাত্তর!!!
জয় তারুন্য!!!
জয় ২০১৩ !!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

৬২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

পাব্লিক বলেছেন: ধর্ম বিদ্বেসী আর গালিবাজ ব্লগার ছাড়া আমরা সবাই একত্রিত থাকব।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শিপু ভাই বলেছেন:
জামাতি শুয়োর আর ইসলাম বিদ্বেষী শুয়োর ছাড়া সবাই আমরা একত্রিত থাকবো!!!

৬৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

এম হুসাইন বলেছেন: জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শিপু ভাই বলেছেন:
আমাদের সংগ্রাম- চলছে চলবে!!!

৬৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা !
জয় প্রজন্ম '১৩ !




ভীষণ ব্যস্ত তাই আস্তে পারিনি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

শিপু ভাই বলেছেন:
ওকে!!!

৬৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: বোকামন বলেছেন: বাংলার সাধারন জনগণ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয় ।

সহমত।

পোস্টে ++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শিপু ভাই বলেছেন:
আমিও সহমত!!!

৬৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

মাহফুজশান্ত বলেছেন:
জামাতি শুয়োর আর ইসলাম বিদ্বেষী শুয়োর ছাড়া সবাই আমরা একত্রিত থাকবো- ১০০% সহমত

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।

অনেকদিন পর দেখলাম আপনাকে!!! :)

৬৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শের শায়রী বলেছেন: এই বাংলায় কতিপয় জামাত শিবির ছাড়া সবাই আমার ভাই বোন। সবাই ঐক্যবদ্ধ থাকি। অনেক ধন্যবাদ ব্রো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

শিপু ভাই বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

অনলাইনে আপনার সরব উপস্থিতি আমাদের অনুপ্রানীত করছে!!!

৬৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মাহফুজশান্ত বলেছেন: জী ভাই, আপনি তো ভুলেই গেছেন---
জানি শাহবাগ চত্বর নিয়ে আপনি খুবই ব্যস্ত আছেন।
তারপরও এ অধমের সাথে দেখা করার ইচ্ছা না থাকলে দেখা হবে কেমনে?
মাঝে মাঝে এ পথে পা রাখলে খুশি হব-

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শিপু ভাই বলেছেন:
আপনার লাস্ট পোস্টটা পড়লাম এবং খুবই দুঃখিত ও হতাশ হলাম। :(

আপনার কাছ থেকে আরো যৌক্তিক কথাবার্তা আশা করি।


৬৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

htusar বলেছেন: জয় বাংলা!!!
জয় প্রজন্ম!!!
জয় তারুন্য!!!
জয় একাত্তর!!!
জয় বায়ান্ন!!!
জয় বাংলার জনতা!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

৭০| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

একাকী আমি বলেছেন: গুড পোস্ট

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

৭১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বাংলার ব্লগার- এক হও!!! দ্রোহের আগুন- ছড়িয়ে দাও

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

৭২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

ফারাহ দিবা জামান বলেছেন:

শিপু ভাই,
কি বলবো।
আপনি শুধু কমেন্ট গুলো পড়েন,
ব্লগে তো কারো সাথে কারর ভালো সম্পর্ক থাকেই পারে,
একটু না, অনেক ভালো।
নিলঞ্জন আমার পারিবারিক বন্ধু,
আমরা এঁকে অন্যের কবিতা নিয়ে অনেক গবেষণা করেছি। কবিতাও লিখেছি।
বেশ কিছুদিন জাবত ব্লগে এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়া উঠছিল।
নিলঞ্জন সেটা পরিস্কার করে বলার জন্য একটা পোস্ট দিল, একটু ব্যাঙ্গ করেই লিখেছিল।
সেখানে গিয়ে কি পরিমান বাজে কথা বলল কয়েকজন শুধু দেখেন, আবার সেই পোস্ট মুছেও ফেলা হল,
এমন আপত্তিকর কথা,
আমার পোস্টেই পড়েন না।

সবগুলো পরপর।
যেগুলো ড্রাফটে সেগুলো নরমাল পোস্ট।
পরলেই বুঝবেন।

আমার মন্তব্যটি এই পোস্টে অনাকাঙ্খিত, তাই মুছে দিবেনপ্লিজ।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

শিপু ভাই বলেছেন:
পোস্টতো নাই আপু!!! :(



যাইহোক, এসব ইগ্নোর করে যাবেন। পুতুপুতু কথায় কাজ হবে না। কষে ধমক দিবেন কেউ বেয়াদবি করলে।

৭৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

শিপু ভাই বলেছেন:
ব্যান মোবারক!!!

৭৪| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এই পোষ্টটি এত পরে দেখার জন্য লজ্জিত।
দ্রোহের আগুন- ছড়িয়ে পড়ুক সব খানে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

শিপু ভাই বলেছেন:
ঐদিন জামাত শিবির দেশজুড়ে তান্ডব শুরু করেছিল। তাই এই পোস্ট দিয়েছিলাম। কারন আমাদের আন্দোলনটা একটু ঝিমিয়ে পড়েছিল তখন।

লজ্জিত হওয়ার কোন কারণ নাই। আমাদের শাহবাগ আন্দোলনের অন্যতম সহযোদ্ধা আপনি। শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য!!!

৭৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই এই জাগরণ মনে হয় আমরা আরো কয়টা ইস্যুতে লাগাতে পারতাম।এই যে ধর্ষণকারীর শাস্তির ব্যাপারে তারপর সন্ব্রাস দুনীতি ইত্যাদি .....পোগ্রাম গুলোতে মানুষ পাওয়া যেত না..এই ফ্লোটা বোধ করি সেইসব ক্ষেত্রেও কাজে লাগানো যেত...ভাবেন তো একসঙ্গে লাখ জনতা ধর্ষণকারীর বিচার চাচ্ছে।কিংবা নারীর অধিকার নিয়ে কথা বলছে...অনেকেই অবশ্য বলতে পারে আমরা যুদ্ধাপরাধ ইস্যুর বাদেও অন্য কিছু ইনক্লোড করছি।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

শিপু ভাই বলেছেন:
আমার মনে হয় যুদ্ধাপরাধ ইস্যুটা শেষ হলে অন্য ইস্যু নিয়ে নামলে ভাল হয়। মিক্স আপ করলে লেজে গোবরে হওয়ার সম্ভাবনা।

আর তাছাড়া এই আন্দোলন তো আর জনম ভর চলবে না। আর মাত্র কয়টা দিন। সব কয়টা ঝুলবে। তখন আমরা কলংক মুক্ত বাংলাদেশে অন্য হারামীগুলারে ধরবো!!!

৭৬| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: jey jotla shuru hoyechhey.......khub ashonkito hoyey pori.....rajakar ra onek shokti sonchoi korechhey.........oder hat jothesto lomba...ar moddhey bnp gelo ultapothey.......othoch cricket khlay jitley 2 netri akshathey hashey...

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শিপু ভাই বলেছেন:
সিনেমায় দেখেন না যে ভিলেন সারা ছবিতে নায়করে ফাটাইয়া ফালায়। কিন্তু লাস্ট পর্যন্ত নায়কেরই জয় হয়।

এখন সিনেমার শেষ পর্যায় চলছে। শিঘ্রই নায়ক ভিলেনকে পরাজিত করে জয়ি হবে এবং সুখে শান্তিতে বসবাস করবে।


নায়কের জায়গায় পড়ুন "তরুন প্রজন্ম" আর ভিলেনের জায়গায় পড়ুন "জামাত শিবির"!!!

জয় বাংলা!!!

৭৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

হাসি .. বলেছেন: জয় বাংলা

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!

৭৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

এসএমফারুক৮৮ বলেছেন: জয় বাংলা, বাংলার জয়।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!
জয় বাংলাদেশ ক্রিকেট টিম!!!

৭৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

তামিম ইবনে আমান বলেছেন:
ভালাচেন?

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

শিপু ভাই বলেছেন:
ভালাছি!!! :)

৮০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দূর থেকে গিয়ে সশরীরে হাজিরা দিয়ে এসেচি । গন সাক্ষর বইয়ে সাক্ষর করে এসেছি ।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১

শিপু ভাই বলেছেন:
সালাম ভাই!!!

এটাই চেতনা!!! এটাই প্রজন্মের শক্তি!!!
অনেক ধন্যবাদ লিটন ভাই।


ম্যালা দিন পর আপ্নেরে দেইখা ভাল লাগছে!!!
শুভকামনা!!!

৮১| ২১ শে মে, ২০১৩ ভোর ৬:৫১

প্রভাতের পথিক বলেছেন: তুই যে কুত্তা লীগের পা চাটা এক গোলাম সেটা বুঝায়া দিলি।

কিছুই বলার নাই

২১ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯

শিপু ভাই বলেছেন:
তুই যে খোয়াড় থেকে বেরিয়ে আসা ছাগু তা বুঝাই দিলি!!!

নে কাঠাল পাতা খা!!! আর অন্যখানে গিয়া ল্যাদা!!! বাঞ্চোত!!!

৮২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দূর থেকেই শুভকামনা জানাচ্ছি,,,,,,,,যত সব অন্যায় --- ধুয়ে মুছে সাফ হোক,,,,,,

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩

শিপু ভাই বলেছেন:
ইনশাল্লাহ!!!

তরুনেরাই পারবে!!!

৮৩| ২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৩

প্রভাতের পথিক বলেছেন: নে কাঠাল পাতা খা!!! আর অন্যখানে গিয়া ল্যাদা!!! বাঞ্চোত!!

তোর শাহবাগীরা তো নিজেরাই কু্ত্তার মতো কামড়া কামড়ি করে। তোর অবস্থা কেমন জানাইস।।। তোরে আজ গালি দিলাম না্। কারন তোর মত গালি আমার জানা নাই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.