নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

নিজের পায়ে দাড়ান- ব্যবসা করুন- ১

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

ছোবা/স্ক্যাব/লাফা





লেখা পড়া শিখে আমরা প্রায় প্রত্যেকেই চাকরির সন্ধান করি। নিজের মেধা, শ্রম দিয়ে মাস শেষে একটা সীমিত বেতন পেলে তাতেই আমরা সন্তুষ্ট। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশংকাজনক। কেউ সাহস করে নিজের পাতে দাড়াতে চায় না। ব্যবসা করতে সবসময় বড় পুঁজির দরকার হয় না। দরকার হয়- মেধা, শ্রম, আইডিয়া, সততার।

যারা মার্কেটিং এ ভালো তাদের জন্য একটা বিজনেস আইডিয়া শেয়ার করলাম। কোন ফি দিতে হবে না। :P







"ধুন্দুল" একটা সবজি। পাকলে এর ভিতরের অংশটা "ছোবা"য় পরিনত হয় যা দিয়ে এখনো গ্রামাঞ্চলে গোছল করার সময় শরির পরিস্কার করা হয়। ঢাকায়ও খুব সীমিত কিছু জায়গায় এটা পাওয়া যায়। দাম ১৫-৩০টাকা।







আপনি জাস্ট এই জিনিসটাকে মান নিয়ন্ত্রন করে সুদৃশ্য মোরকজাত করবেন আর মার্কেটিং করবেন। ব্যাস।





এর ইংরেজি নাম "লাফা"।

*এটা সম্পূর্ণ প্রাকৃতিক।

*অর্গানিক

*২/৩ মাস ব্যবহার করা যায়

*শরিরের মৃত কোষ ও ময়লা পরিস্কার করে

*থালা বাসনও মাজা যায়।

*রং করার জন্য ব্রাশ হিসেবে ব্যবহার করলে সুন্দর টেক্সচার পাওয়া যায়।

*ইয়োরোপ আমেরিকায় ভালো চাহিদা।









গ্রামাঞ্চলে যারা ধুন্দুল চাষ করে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে হবে। সাইজ করে কেটে অপেক্ষাকৃত সাদা রং এর গুলো বাছাই করতে হবে। ১০ইঞ্চি সাইজ হলে ভাল হয়।





প্যাকেট করার পর নিশ্চিন্তে ২০-৩০টাকায় বিক্রি করা যাবে। আপনার উতপাদন ব্যয় ১০-১২টাকার বেশি হবে না।





আমেরিকায় প্রতি পিস লাফা ২/২.৫ ডলারে বিক্রি হয়।





করুন ব্যবসা। নিজেই অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। উতপাদনশীলতা ছাড়া দেশের উন্নতি সম্ভব না। নিজের শ্রম ও মেধা খাটিয়ে স্বনির্ভর হোন।



শুভকামনা!!!





(সামনে আরো কিছু ব্যবসার আইডিয়া শেয়ার করার ইচ্ছা আছে)

মন্তব্য ৩১৮ টি রেটিং +৬৭/-০

মন্তব্য (৩১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

আহলান বলেছেন: কোথায় ধুন্দল ফুন্দল খুজে বেড়াবো ভাই! আরো সহজ কোন আইডিয়া থাকলে বলেন ...

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

শিপু ভাই বলেছেন:
ধুন্দুল ফুন্দুল খুজতে আমি আপনাকে সাহায্য করবো।


এর চেয়ে সোহোজ আইডিয়া হইল- "ডেস্টিনি করেন"। :P

২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

নীরব দর্শক বলেছেন: চাকরীর পিছে না ছুটেও স্বাবলম্বী হওয়া যায়।

সুন্দর পোস্ট। আরও আইডিয়া শেয়ার করেন।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

শিপু ভাই বলেছেন:
এটা আমার নিজেরই করার ইচ্ছা ছিল। আলসেমি করে করা হয় না।

কেউ যদি করে তাহলে তৃপ্তি পাব!!!

৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

অথৈ সাগর বলেছেন: সুন্দর পোস্ট। :) :)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই।

আমার দেশের ছেলেরা স্বনির্ভর হোক।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

s r jony বলেছেন: ভালা পোস্ট

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ধুন্দল খাইতে বেশি সুবিধার নাহ ! /:)

ইউকে তে এইগুলি দুইটার দাম (দুইটায় এক প‌্যাকেট), ১.৪০ পাউন্ড (১৭৫ টাকা)
উইলকিনসন-এ দেখসিলাম প্রায় মাস দুয়েক আগে !

তবে ব্যাবসা আইডিয়াটা দারুণ!
+++++

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ রাজপুত্র!!!

ইউ এস এ তে ১০ টার এক প্যাকেট এর দাম ২৭ ডলার।

৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

লক্ষ্মীপেঁচা বলেছেন:
কার্জন হলের কয়েক জায়গায় এই ধুন্দুল গাছ দেখছিলাম /:) । গাছ ভরতি এই জিনিস। শুকায় ঝুলে আছে গাছে গাছে :-B :-B :-B । শুধু গাছ থেকে পাড়া আর প্যাকেট করা বাকি /:) /:) /:) । যাবো নাকি আজকে চিন্তা করতেছি । কিছু বাণিজ্য হোক :P

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

শিপু ভাই বলেছেন:
কাউরে কইয়েন না!!! তাত্তাড়ি যান!!! অনেকেই আগে আগে গিয়া পাইড়া ফেলতে পারে!!!



গাছে উঠতে পারেন তো???

৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

নােয়ফ চৌধুরী বলেছেন: ভালো আইডিয়া, বাকি গুলোর অপে....

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

শিপু ভাই বলেছেন:
এইটা কেউ এপ্লাই করলে তৃপ্তি পেতাম।

আরো আইডিয়া শেয়ার করবো ইনশাল্লাহ।

৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

মাগুর বলেছেন: ভালো লাগলো :)
পরবর্তী পোস্ট গুলোর অপেক্ষায় থাকলাম।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

শিপু ভাই বলেছেন:
মাস খানেক অপেক্ষা করতে হতে পারে। হাহাহা

৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

shfikul বলেছেন: সুন্দর পোস্ট।আইডিয়া বেশী দরকার নাই,করতে পারলে একটাই যথেস্ট।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

শিপু ভাই বলেছেন:
ঠিক বলেছেন মিয়া ভাই।
থ্যাঙ্কু!!!

১০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

অচিন.... বলেছেন: hehe nice idea :D

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

শিপু ভাই বলেছেন:
মাসে ১০ হাজার পিস সেল করতে পারলে আর প্রতি পিসে ৫ টাকা করে লাভ হলেও ৫০হাজার টাকা হয়।

মাসে ৫০ হাজার টাকা মন না কিন্তু!!!

১১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

ফেরদাউস দেশী বলেছেন: সরকারি দলের ফান্ড, স্থানীয় ক্যাডার, লাইসেন্স কতৃপক্ষ,পরিদর্শন কতৃপক্ষ ইত্যাদি ফি যোগানোর টাকা তো নাই, কেমনে ব্যবসায় শুরু করা যাবে।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

শিপু ভাই বলেছেন:
কিচ্ছু লাগবো না।

১২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভাল পোস্ট।প্রিয়তে

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপারটা মন্দ নয়। ব্যবসার মূল ভিত্তি হল সেলস বা বিক্রি। পন্য যদি বিক্রি করা যায় তাহলে যে কোন ব্যবসাই করা যায়।

আমি মনে করি, এই ব্যবসা চাইলে অনেকেই করতে পারেন। তবে তার পূর্বে কিছু মার্কেট এনালাইসিস করে নিলে ভালো। যেমন, কেমন চাহিদা, গড় দাম, কি ধরনের কোয়ালিটি বেশি চলে, নিত্যনতুন কি ভাবে ব্যবহার করা যায় ইত্যাদি। একটু প্রিপারেশন নিয়ে নামলে মাসে কমপক্ষে ২৫-৩০ হাজার টাকা নেট প্রেফিট করা সম্ভব। :)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

শিপু ভাই বলেছেন:
যে শুরু করবে সে কিছুদিন মনোপলি করতে পারবে। কারন সেই প্রথম ও একমাত্র হবে।

যে কোন ব্যবসার জন্যই প্রিপারেশন নিতে হয়।
যেহেতু এই প্রডাক্ট বাজারে নতুন তাই আগে পন্য বাজারে ছেড়ে তারপর এনালাইসিস করতে হবে।

অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: এ কিরাম ব্যবসা
লাভ যদি কিছু হয়
শিপু ব্যংকে যাবে
অর্ধেক সঞ্চয়

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২

শিপু ভাই বলেছেন:
মাসে ৩০-৫০ হাজার টাকা কামানোর ব্যবসা!!! মুহুহাহাহাহ!!!

১৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: অসাধারণ পোস্ট। পরের আইডিয়াগুলোর অপেক্ষায় থাকলাম...

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

শিপু ভাই বলেছেন:
স্বপ্নবাজ থেকে অর্থাৎ গ্রুপ ভিত্তিকও ব্যবসা করা যায়!!!

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

মেহ্‌রাব বলেছেন: শিপু ভাই। রাতের বেলা এতো আইডিয়া রাখেন কই??

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

শিপু ভাই বলেছেন:
রাইতে ঘুমাইতে পারি না!!! :P

১৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: 10th +

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ব্রো~

১৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ছোটকালে গ্রামে থাকতে এই জিনিস দিয়া আম্মায় মাঝে মাঝে সাবান দিত গায়ে। যতই ঘসিবে ততই ময়লা যাইবে :)

ধুন্দল খাইতেও ব্যাফক মজা রে ভাই :)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

শিপু ভাই বলেছেন:
যতই ঘসিবে ততই ময়লা যাইবে :)

হাহাহাহ

কথা ঠিক।


ধইন্যা!!!

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

লিংকন১১৫ বলেছেন: দেখি কিয়া করা জায়
আইডিয়াটা খারাপ না , ভালো লাগছে ,

আচ্ছা ভাই পাঁটের শুকনো পাতা গুরি কিন্তু অনেক দামি এটা সম্পর্কে কোন আইডিয়া আছে ?

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

শিপু ভাই বলেছেন:
পাটের শুকনো পাতা গুড়া সম্পর্কে আমিও শুনেছি বাট গবেষণা করি নাই। করতে হবে।

থ্যাঙ্কু!!!

২০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০

প্রাচীন মানব বলেছেন: দারুন। চালিয়ে যান, অপেক্ষায় থাকলাম।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ। নিজেও কোন আইডিয়া থাকলে সেটা কাজে লাগান।

২১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

শান্তা273 বলেছেন: আইডিয়াটা দারুন!
+++++++

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

২২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

মদন বলেছেন: সোজা প্রিয়তে

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

শিপু ভাই বলেছেন:
ধইন্যা!!!

২৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

নেক্সাস বলেছেন: শিপু ভাই গ্রেট আইডিয়া। লোফা বিদেশে ষ্টার হোটেল গুলোতে দেখেছি। খুব সুন্দরভাবে কাপড়ের প্যাডে মাঝুনি বানানো হয়।

এখন এটা ভাল ব্যাবসা হতে পারে যদি এক্সপোর্ট সুযোগ পা পার্টি পাওয়া যায়। আপনার কোন লিনক আছে কি?

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

শিপু ভাই বলেছেন:
আমিও চেষ্টা করবো বাইরে পাঠাতে!!!

আপনার কথায় ভরসা পাচ্ছি।

থ্যাঙ্কু!!!

২৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

শ।মসীর বলেছেন: না খাইয়া শুকাইয়া ফেলতে কইতেছেন :(

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

শিপু ভাই বলেছেন:
খাওয়ার চাহিদা পূরণের পরেও প্রচুর থাকে। সেগুও বেশিরভাগই গাছেই পেকে যায় ভাই। নু টেনশন!!! :)

২৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

বসন্তের ঝরা পাতা বলেছেন: ভাই রপ্তানিতে কি আপনার কিংবা কারোর হেল্প পাওয়া যাবে? আর আপনার ইমেল আইডিটা যদি পেতাম।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

শিপু ভাই বলেছেন:
চেষ্টা করবো হেল্প করার জন্য।

[email protected]

২৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

রাফীদ চৌধুরী বলেছেন: বাইরে কিভাবে রফতানি করা? /:)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

শিপু ভাই বলেছেন:
বাইরে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয়ের সহায়তা নিতে পারেন।

২৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

কালো যাদু বলেছেন: ভালা আইডিয়া শিপু ভাই ++++++++++++++

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু। এখন এই আইডিয়া কেউ বাস্তবায়ন করলেই হয়!!!

২৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

হাছুইন্যা বলেছেন: অন্য রকম ব্যবসা :D

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

শিপু ভাই বলেছেন:
ভালো না???

২৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

নেক্সাস বলেছেন: লিংক পাইলে জানাইয়েন। হয়তো জয়েন্ট শুরু করা যাবে। বাংলাদেশের মার্কেটে আছে এটা আইটেম হিসেবে।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

শিপু ভাই বলেছেন:
কোন মার্কেটে আছে???

আমি বায়তুল মোকারমের সামনে আর কিছু হার্ডওয়ারের দোকান ছাড়া এটা আর কোথাও দেখি নাই। কিছু ফেরিওয়ালা আছে অবশ্য!!!

৩০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

তামিম ইবনে আমান বলেছেন:
সেরকম!

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু

৩১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

ঢাকাবাসী বলেছেন: চমৎকার আইডিয়া, ধন্যবাদ আপনাকে এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য। আমাদের ছেলেরা মাস্টার্সটা শেষ করেই সিভি পাঠানো শুরু করে। আপনার আইডিয়াটা কেনার মত।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

শিপু ভাই বলেছেন:
আমার মতে ইন্টার পাশ করার পর থেকেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিত।

দেশের উন্নতি করতে হলে দেশে উতপাদন করতে হবে।


বাংলাদেশে সামান্য "সুঁই" তোইরি হয় না। এই দুঃখ কই রাখি।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!!!

৩২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

সানড্যান্স বলেছেন: শিপু ভাই ধুন্দুলের ব্যবসা শুরু কর্ছে!!!

শিপু ভাই একটা গলদ আছে, এই ছোবা দিয়ে ইউজুয়ালী গা পরিষ্কার করা হয়, আধুনিক ঢাকার অধিবাসীরা পোড়া মাটি ব্যবহার করে, ঝামা টাইপ নাম।

তরিতরকারীর হলুদ রঙ ওঠাতে ব্যবহার হয় এলুমিনিয়ামের গুনা, যাই হোক উতসাহী পোষ্ট!

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

শিপু ভাই বলেছেন:
গা পরিস্কারের জন্যই মূলত এটা। সিরামিক বা কাচের পাত্র পরিস্কার করতেও এটা লাগে।


উতসাহিত করার জন্যই এই প্রচেষ্টা!!!

৩৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

বিতর্কিত বিতার্কিক বলেছেন: তবে আমাদের সমস্যা হল ১০ লাখ টাকা ঘুষ দিয়ে পিয়নের চাকরি নিতে পারি, কিন্তু দোকানদারি ছাড়া ব্যবসার আর কোন উপায় চোখে সহজে পড়েনা।
চমৎকার আইডিয়া ভাই। আপনের আইডিয়া টা মনে ধরসে। দেখি, শুরু করতেও পারি।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

শিপু ভাই বলেছেন:
শুভকামনা থাকলো।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করো।

৩৪| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

স্বপ্নরাজ্য বলেছেন: কঠিন আইডিয়া ভাই। ++++

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

শিপু ভাই বলেছেন:
আইডিয়াটাকে বাস্তব করতে পারলে ভাল হয়!!!

থ্যাঙ্কু!!!

৩৫| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রস্তাবনাটা সুন্দর। ভাল আছেন আশা করি শিপু ভাই।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।
আলহামদুলিল্লাহ ভাল আছি!!!

৩৬| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

একজন নিশাচর বলেছেন: বেকার আম জনতা আরো আইডিয়া চায়।

দেখে শুনে একটা বেছে নেব।

ধন্যবাদ ১ম আইডিয়ার জন্য। আইডিয়া পছন্দ হইছে। (চলুক)

+++

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

শিপু ভাই বলেছেন:
নিজেরও মাথা খাটাতে হবে।
নিজেদের পন্য নিজেদেরই উতপাদন করতে হবে।
দেশকে স্বনির্ভর করতে হবে!!!


জয় বাংলা!!!
জয় তারুন্য!!!

৩৭| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
বিদেশে রপ্তানি করা যেতে পারে ! শুরুতে দেশের বিভিন্য শপিং মল বা বিউটি শপে এগুলোর মারকেটিং করা যেতে পারে । বেবসাটা ছোট হলেও এটাকে ছোট চোখে দেখে এড়িয়ে যাওয়া বোকামি হবে ।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

শিপু ভাই বলেছেন:
এখন যে শুরু করবে সে ই হবে পাইওনিয়ার!!!


সুপার শপ গুলোতে দেয়া যাবে।

৩৮| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর আইডিয়া। ভালোলাগা রইল।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!! :)

৩৯| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এর চেয়ে সহজ আইডিয়া 'ডেসটিনি'
:) :) :)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

শিপু ভাই বলেছেন:
হুম। পুটুমারা খাওয়ার!!! :P

৪০| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

নাহিদ তামিম বলেছেন: "লাফা" যেটা রপ্তানির কথা বললেন, বাইরে যেটা পাওয়া যায় দাম বেশি কিন্তু ওটার কোয়ালিটি আমাদের দেশের টা থেকে অনকে বেটার।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

শিপু ভাই বলেছেন:
আমরাও কোয়ালিটি মেইন্টেইন করবো। আপাতত দেশে করা যেতে পারে। রপ্তানীযোগ্য লাফার জন্য নিজ উদ্যোগে ধুন্দুলের চাষ করা যেতে পারে।


অনেক ধন্যবাদ!!!

৪১| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঢাকায় বিক্রি করার জন্য এইটা একটা ভালো ব্যবসা ।

সিলেটে প্রচুর ধুন্দল গাছ আছে এবং প্রায় প্রত্যেকটা বাসায়ই "লাফা" জিনিসটা থাকে । সিলেটের আঞ্চলিক ভাষায় একে 'পুড়োল' বলা হয় ।

গুড পোস্ট । ++++

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

যারা এই ব্যবসায় আগ্রহী তারা মাননীয় মন্ত্রী মহোদয়ের এই মন্তব্যের দিকে দৃষ্টি দিন।

৪২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

পেপার চেজ বলেছেন: দারুন আইডিয়া। ধন্যবাদ ভাই।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ!!!

৪৩| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

বোকামন বলেছেন:






সম্মানিত শিপু ভাই,

আপনার প্রস্তাবনা প্রশংসাযোগ্য । আশাকরি নতুন উদ্যোক্তারা বিষয়টি নিয়ে ভাববেন ....

আপনাকে অনেক ধন্যবাদ

(আপনার মন্তব্য কম পাচ্ছি, আপনি সুস্থ আছেন কি ?)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

শিপু ভাই বলেছেন:
সম্মানিত বোকামন ভাই, আপনাকেও ধন্যবাদ।


আমি সুস্থ্ আছি। আগেরমত ব্লগিং এ মজা পাই না।

৪৪| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

আমি ইহতিব বলেছেন: ভালো বুদ্ধি, বেকার যারা আছেন হন্যে হয়ে চাকরী না খুঁজে এমন সব অভিনব ব্যাবসার কথা ভেবে দেখতে পারেন।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাফ আপু। কেমন আছেন?


আমিও সেটাই বলতে চাই। লাফার ব্যবসাই যে করতে হবে তা না- যে কোন উতপাদনশীল ব্যবসা করা যায়।

৪৫| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

নেক্সাস বলেছেন: শিপু ভাই এটা নিয়ে আমি রেকটু এডভান্স ভেবে ফেলেছি। আইডিয়াটা সুন্দর কিন্তু শুরু করাটা ঝামেলা আছে। এটার মার্কেটিং প্লানও ঝামেলা আছে।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

শিপু ভাই বলেছেন:
কি রকম ঝামেলা আছে ভাই???

একটু বিস্তারিত বললে ভাল হয়!!!

আমারতো খুবই ইজি মনে হচ্ছে!!!

৪৬| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

বোকামন বলেছেন:





অঃটঃ জীবন-জীবিকার তাগিদে সদা ব্যস্ত থাকতে হয় । তারই ফাকে ফাকে চেষ্টা করে যাচ্ছি আপনাদের মূল্যবান মন্তব্যগুলোর উত্তর দেওয়ার জন্য ...

সাথেই থাকবেন ... বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী আন্তরিকভাবে

(মন্তব্য পড়ার পর মুছে দিবেন সম্মানিত শিপু ভাই)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

শিপু ভাই বলেছেন:
সম্মানিত বোকামন ভাই,
সেক্ষেত্রে ক্রমানুসারে রিপ্লাই দেয়াটা ভাল। স্কিপ করা ভাল দেখায় না।


আশা করি আমার মন্তব্যে দুঃখ পাবেন না।

৪৭| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

নেক্সাস বলেছেন: আপনি পরোডুচটিোন কিভাবে কোরবেন?

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

শিপু ভাই বলেছেন:
যারা এগুলো এখন বিক্রয় করছে তাদের সাথে যোগাযোগ করে এর উতপাদকদের সাথে যোগাযোগ করবো। পাইকারি হারে তাদের কাছ থেকে কিনে আনবো। নিজস্ব জায়গায় প্রসেসিং ও প্যাকিং করে বাজারজাত করবো।

ব্যবসা দাঁড়িয়ে গেলে নিজেই চাষ করবো বা করাবো।

৪৮| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

একজন আরমান বলেছেন:
দারুন আইডিয়া।

অনেক দিন পর শিপু ভাই।
ভাই লাগলো। :)

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু আরমান!!!

৪৯| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

নেক্সাস বলেছেন: শিপু ভাই ০১৯৩৮৪১৬৬৪৬ ফোনে দিয়েন

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

শিপু ভাই বলেছেন:
ওকে!!! অনেক ধন্যবাদ!!!


রাতে ফোন দিব। :)

৫০| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

যুবায়ের বলেছেন: চমৎকার আইডিয়া....
পরের পর্বে নতুন নতুনআইডিয়ার জন্য অপেক্ষায় রইলাম

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শিপু ভাই বলেছেন:
ধইন্যা যুবায়ের ভাই!!!

আপনিও কিছু আইডিয়া শেয়ার কইরেন!!!

৫১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দারুন লাগল। আমিতো ভাবছিলাম মজা করতাছেন। পরে কমেন্ট দেখে বুঝলাম সিরিয়াস। তয় শিপু ভাই কি এই ব্যবসায় নামতাছেন? তাইলে আমারেও সাথে রাইখেন। :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

শিপু ভাই বলেছেন:
মন্ত্রী ভাই কইলো সিলেটে নাকি প্রচুর পাওয়া যায়!!!

আমি আপনাকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো।

আপনি ১০০ পিস বাছাই করা ছোবা এস এ পরিবহনে পাঠাবেন। খেয়াল রাখবেন যাতে সেগুলো লম্বা, মোটা, পরিস্কার হয়।

আমি পরীক্ষামূলক ভাবে মার্কেটিং করবো। আপাতত হ্যান্ড মেইড প্যাকেট করে কম্পিউটার প্রিন্ট কাগজ ভরে বাজারে ছাড়বো।

সফল হলে ব্যাপক আকারে চালু করবো।

৫২| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মাক্স বলেছেন: আইডিয়া খারাপ না++++

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

শিপু ভাই বলেছেন:
বাস্তবায়ন হইলে আরো ভাল হইব!!!

৫৩| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

তাসজিদ বলেছেন: ছোটবেলায় এটি প্রচুর দেখতাম, এখন আর দেখি না।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

শিপু ভাই বলেছেন:
গ্রামাঞ্চলে এখনো এগুলো অনেক হয়!!! তবে ছোবার ব্যবহার কমে গেছে!!!

৫৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

মামুন হতভাগা বলেছেন: আমি তো গত বছর অনেক ধুন্দল গাছ লাগাইছিলাম,আমি আমার দাদার ভিটায় চলে আসার পর নিজে লাগানো সবজি আর পুকুরের মাছ,সব কিছু টাটকা খাচ্ছি।
এখন বর্ষার অপেক্ষায় আছি।প্রথম বৃষ্টির পর পর গ্রীষ্ম কালীন সবজি চাষ শুরু করব।
ব্যবসার আইডিয়া খারাপ না

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২

শিপু ভাই বলেছেন:
আপনার জায়গাটা অনেক সম্ভাবনাময়। আপনার কথা চিন্তা করলে মাঝে মাঝে হিংসা হয়। ইশ!!! আমিও যদি ওরকম নিভৃতে, চাষবাস করে থাকতে পারতাম!!!


৫৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল আইডিয়া। :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

এখন কেউ শুরু করলেই হয়!!!

৫৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

মিহির লাল সিংহ বলেছেন: Jonmer por thaika Aamma're eitar loge chai diya bason majhte dekhchi r Abbu eita diya amar gayer chamra tulche :( Toi ehon adhunik hoichen, Vim Bar r Still er Majuni!

Eto bochor bebohar koira kunudin business er chinta mathai aache nai... Thenku

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহ

আপনাকেও ধন্যবাদ!!!

৫৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

শিপু ভাই বলেছেন:
:)

৫৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিলেনতো ধুন্দুলের দাম বাড়াইয়া ;)



আসলেই কিছুই ফেলনা নয়। যদি আইডিয়া করে কাজে লাগানো যায়।

ধন্যবাদ ব্যতিক্রমি আইটেম লাইম লাইটে আনার জন্য।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ!!! :)

৫৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

মনে নাই বলেছেন: ভিন্নধর্মী ব্যাবসা!!!!
দেশে ফিরে আসলে ব্যাবসা-বানিজ্য নিয়ে চিন্তা করতে হবে।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৫

শিপু ভাই বলেছেন:
ওখান থেকেই ব্যবসার চিন্তা করেন। দেখেন যে বাংলাদেশ থেকে কি কি প্রোডাক্ট নেয়া যায়। আমরা দেশে থেকে সেগুলো পাঠাবো!!!

৬০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

আশিক মাসুম বলেছেন: কাল্কেই একটা কম্পানি খুলুম।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

শিপু ভাই বলেছেন:
আইচ্ছা। তয় আগে পিঠে ছালা বান্ধেন। আপ্নেরে টার্গেট কইরা আমরা টেনিস বল দিয়া বোম্বাস্টিং খেলুম।

কন তো ক্যান??? X( X( X((

৬১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo shipu vai.....gurottopurno post

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

শিপু ভাই বলেছেন:
কাজে লাগলে গুরুত্বপূর্ণ!!!


ধন্যবাদ সেলিম ভাই।

ঢাকা আসছেন কবে???

৬২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

প্রকৌশলী আতিক বলেছেন: চমৎকার আইডিয়া। এভাবে অনেকেই অনেক কিছু শুরু করতে পারে এটলিস্ট।

পোষ্টে প্লাস।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

শিপু ভাই বলেছেন:
এভাবে অনেকেই অনেক কিছু শুরু করতে পারে।

সহমত!!!

আমাদের দরকার উদ্যোক্তা!!!


ধন্যবাদ ভাই!!!

৬৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

জংলি মানব বলেছেন: আমেরিকায় প্রতি পিস লাফা ২/২.৫ ডলারে বিক্রি হয়। B:-) B:-)


বাংলাদেশ ইহা রপ্তানি করে তো পরচুর টেহা আয় করতে হারে..।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

শিপু ভাই বলেছেন:
অবশ্যই সম্ভব। ভারতের একটা প্রতিষ্ঠান এটা রপ্তানি করে।
তাহলে আমরা কেন পারবো না???

৬৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

মাহবু১৫৪ বলেছেন: ভাল আইডিয়া

প্রিয়তে নিলাম

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

আপ্নেরে ম্যালাদিন পর দেখলাম!!!

৬৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

জাওয়াদ তাহমিদ বলেছেন: আগে যখন ছুডু বেলায় এইডা দিয়া আম্মায় গোসল করায় দিত, তখন সমানে চিক্কুর পাড়তাম।


কারন জিনিসটা হেব্বি শক্ত। এক্কেরে গায়ের ছাল উঠার দশা।

:#) :#) :#) :#)

হেব্বি আইডিয়া দিছেন ভাই। অনেক অনেক অনেক ধইন্যা। বেকার পোলাপানগো খুব কামে লাগব।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

শিপু ভাই বলেছেন:
আমিও চিক্কুর পারতাম!!! হাহাহাহ


কারো কামে লাগলেই খুশি হব। আমার ম্যানেজারতো পারলে কালকেই শুরু করে দেয়!!!

৬৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
আইডিয়াটা অন্যরকম । ভাল লাগছে

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৬৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার ব্যাবসার আইডিয়া পছন্দ হয়েছে যদি করেন আমাকে সাথে রাখবেন আশা করি।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

শিপু ভাই বলেছেন:
আইচ্ছা মিয়া ভাই!!! সাহস পাইলাম!!!

৬৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

তুষার মানব বলেছেন: চরম আইডিয়াতো,প্রিয়তে নিলাম কামে লাগবো বইলা

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

শিপু ভাই বলেছেন:
কামে লাগলে খুব খুশি হমু।

কোন হেল্প লাগলে জানাইয়েন!!!

৬৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০

হা...হা...হা... বলেছেন: শেষ পর্যন্ত ধুন্দুল ব্যবসায় নামাইলেন। :(

১৫-৩০ টাকায় হবে না। বউ পোলা নিয়ে বাছতে হলে কমপক্ষে ৫০-১০০ টাকা লাভ হবে এমন কোন পণ্য থাকলে জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দেন। :)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

শিপু ভাই বলেছেন:
আমি রড় সিমেন্ট বিক্রি করি। ৬৬০০০টাকার রড বেচলে লাভ হয় ৭০০টাকা আর ৫০০টাকার সিমেন্ট বিক্রি করলে লাভ ৫-১০টাকা!!!


সেই তুলনায় ১০ টাকার প্রডাক্টে ৫ টাকা লাভ বিরাট ব্যাপার মিয়া ভাই!!!

৭০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

স্পেলবাইন্ডার বলেছেন: ভাল বুদ্ধি! চাকরি আর ভাল্লাগে না :(

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

শিপু ভাই বলেছেন:
চাকরি আমার কোন কালেই ভাল্লাগে না।

চাকরি করলে কি ১০ টায় ঘুম থেকে ওঠা যায়!!!

৭১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

নতুন বলেছেন: দারুন আইডিয়া.... +

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু নতুন ভাই!!!

৭২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

জাওয়াদ তাহমিদ বলেছেন: আগে যখন ছুডু বেলায় এইডা দিয়া আম্মায় গোসল করায় দিত, তখন সমানে চিক্কুর পাড়তাম।

আমিও :)


ব্যবসার আইডিয়া মারাত্মক !

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

শিপু ভাই বলেছেন:
কেউ শুরু করলে বোঝা যাবে কতটা মারাত্মক!!!

থ্যাঙ্কু!!!

৭৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

মোঃমোজাম হক বলেছেন:

এইরাম ডিজাইন করলে প্রতিটা ৫রিয়াল থেকে ১৫ রিয়াল পর্যন্ত দাম পাবেন।এখানেও প্রচুর চলে এগুলান

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

শিপু ভাই বলেছেন:
খামছা রিয়াল!!! খামছা রিয়াল!!! হাহাহাহ

অনেক কৃতজ্ঞতা ভাই এই ছবিটার জন্য।

দারুন প্রোডাক্ট!!!

৭৪| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০

বাংলার হাসান বলেছেন: চমৎকার পোষ্ট

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ব্রো~

৭৫| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২২

আবিদ ফয়সাল বলেছেন: আইডিয়া ভালোই ।

সততা , পরিশ্রম আর কাজের প্রতি একাত্বতা থাকলে এই আইডিয়াকে কাজে লাগিয়ে ও অনেক কিছু করা সম্ভব :)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

শিপু ভাই বলেছেন:
সহমত!!!

ধন্যবাদ!!!

৭৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

সুইট টর্চার বলেছেন: জব্বর এক খান পোস্ট। ভাদা হইলেও পোস্ট গুলো ভাল দেয় :#)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

শিপু ভাই বলেছেন:
একাত্তরে পাকি আর রাজাকাররা মুক্তিযোদ্ধাদের "ভাদা" বলতো!!!

আম্নে কি তাগোর বংশধর নাকি???

৭৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

সিদ্ধার্থ. বলেছেন: আপনার তৈরি মোল্লা টাওয়ার দেখেই বুঝেছিলাম আপনি মেধাবী ।আপনি এগিয়ে যান ।পোস্ট ভালো লাগলো ।+++

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ মহামতি সিদ্ধার্থ!!!

৭৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

চিরতার রস বলেছেন: গুড আইডিয়া। আপ্নের দোকানের খবর কি ? খাড়া হৈছে ?

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১ তলা পর্যন্ত কাজ শেষ।

৭৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো আইডিয়াটা ......

ধন্যবাদ... ভাল থাকবেন.... :)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

শিপু ভাই বলেছেন:
আপনার জন্যও শুভকামনা!!!

৮০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

অনির্বাণ তন্ময় বলেছেন: "লেখা পড়া শিখে আমরা প্রায় প্রত্যেকেই চাকরির সন্ধান করি। নিজের মেধা, শ্রম দিয়ে মাস শেষে একটা সীমিত বেতন পেলে তাতেই আমরা সন্তুষ্ট। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশংকাজনক। কেউ সাহস করে নিজের পাতে দাড়াতে চায় না। ব্যবসা করতে সবসময় বড় পুঁজির দরকার হয় না। দরকার হয়- মেধা, শ্রম, আইডিয়া, সততার।"

একেবারে আমার মনের কথাগুলো বলেছেন।।
অনেক আগে থেকেই কথাগুলো মনে-প্রানে বিশ্বাস করি।।

আর আইডিয়া সম্পর্কে আমার মতামত তো আগেই জানিয়েছি।।

পোস্টে প্লাস।।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ তন্ময়!!!

৮১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এম হুসাইন বলেছেন: অন্যরকম একটি চমৎকার আইডিয়া।

++++++



-------------------------
প্রো- পিকে কি আপনার ছেলে? অনেক কিউট।

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!


হুম আমার ছেলের ছবি। দোয়া করবেন!!!

৮২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আশিক মাসুম বলেছেন: কেন ভাই আই কিয়েচ্চি ???

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

শিপু ভাই বলেছেন:
গত রবিবার খেলার ইভেন্টের ১৪ টা বাজাইছেন!!! হুদাই কষ্ট কর্ছি!!!
আগে জানাইলেই হইত!!! :(

৮৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৮৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০

ফেলুদার চারমিনার বলেছেন: দারুন আইডিয়া শিপু ভাই :)

আশা করি ভিন্ন আরো কিছু ইউনিক আইডিয়া আপনার কাছ থেকে পাবো এবং তা কোনো না কোনো মানুষের কাজে লাগবে।

++++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ফেলুদা ভাই!!! :)

৮৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: শিপু ভাই, আপনার আইডিয়াটা দারুন। ছোট বেলার ফিরে গেলাম এই ধুন্দল দিয়ে গায়ের ময়লা পরিষ্কার করার কথা মনে করে।


হ্যা, আপনার সাথে একমত। যদি শুধু মাত্র ওরগানিক কথাটা লিখে ইউরোপ-আমেরিকার বাজারে ছাড়তে পারেন তবে আপনার ব্যবসার পোয়া বারো অবস্হা কয়েক বছরেই। আমি নিশ্চিত।


দেশে গিয়ে আপনার সাথে ব্যবসায় যোগ দিমু ভাবতাছি।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ পলাশ ভাই। আশা করি ভাল আছেন।

আপনার দেশে আসার অপেক্ষায় রইলাম!!!

৮৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭

ইলুসন বলেছেন: এর আগে একদিন টাইলসের একটা পোস্ট দিছিলেন মনে আছে আমার। ছোট ছোট এসব আইডিয়া অনেক কাজে লাগতে পারে। পোস্টের শিরোনাম দেখে মনে হচ্ছে এটা নিয়ে কোন সিরিজ লেখার ইচ্ছা আছে আপনার। পরবর্তীগুলো দেখার জন্য অপেক্ষা করছি।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

শিপু ভাই বলেছেন:
হুম, আরো কিছু আইডিয়া শেয়ার করতে চাই। শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির পিছনে পাগলা দৌড় আমাকে কষ্ট দেয়। মেধার কি নিদারুন অপচয়!!!


ধন্যবাদ ইলুশন ভাই।

অঃটঃ শাহবাগে আপনার সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। হল না। ইনকগনিটো ভাইয়ের সাথে দেখা হয়েছিল।

৮৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: দারুন।সবগুলো আইডিয়া নিয়ে সিরিজ আকারে লিখতে থাকুন।পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

আগামী মাসে নতুন পর্ব দিব।

৮৮| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

ইলুসন বলেছেন: আমি ব্লগের কারো কাছে নিজের পরিচয় দেই না ভাই। যা করি সব নিরবে নিভৃতে। আপনি আমাকে দেখা করার মত যোগ্য ভেবেছেন দেখে অনেক ভাল লাগল। শাহবাগে অনেক ব্লগারকে সামনা সামনি দেখেছি, সবাইকে এক হতে দেখে ভাল লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেশে এমন কিছু একটা হোক। জানিনা পরবর্তীতে কি হবে। তবে আমার জীবনের সেরা ঘটনাগুলোর মধ্যে শাহবাগের আন্দোলনে প্রথম দিন উপস্থিত থাকাটা অনেক বড়ো একটা জায়গা দখল করে রাখবে।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

শিপু ভাই বলেছেন:
একদিক দিয়ে ব্যাপারটা ভালই। অচেনা থাকলে কিছু অনাকাংখিত ঝামেলা এড়ানো যায়!!!

প্রিয় একজন সহব্লগারের সাথে আমি সাক্ষাত করতে চাইতেই পারি!!!

এই আন্দোলনের অর্জন অনেক। আমার জীবনেরও অন্যতম একটি স্মরনীয় ঘটনা হয়ে থাকবে এই আন্দোলন।

৮৯| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

লেখোয়াড় বলেছেন:
নিজের পায়ে দাঁড়াই।
দারুন পোস্ট।
++++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ লেখোয়াড় ভাই!!!

৯০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

আনমনে বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: দারুন।সবগুলো আইডিয়া নিয়ে সিরিজ আকারে লিখতে থাকুন।পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম।

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

৯১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

লেখোয়াড় বলেছেন:
আমার নিকের বানানটি ভুল হয়ে গেল না শিপু ভাই?
দেকবেন কি?

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

শিপু ভাই বলেছেন:
ওপ্স!!! সর‍্যি মিয়া ভাই!!! ভুলে মিস্টেক হইয়া গেছে!!! সব অভ্র ব্যাটার দোষ!!!


ঠিক কইরা দিলাম!!!


থ্যাঙ্কু!!!

৯২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

গ্রামের মানুষ বলেছেন:
ওরে কত লুফ্ফা রে.........

Click This Link

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

শিপু ভাই বলেছেন:
এটাকে অনেকভাবে ব্যবহার করা যায়!!!

ধইন্যা!!!

৯৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

মো: আবু জাফর বলেছেন: দারুন । আমার ইচ্ছা ব্যাবসা করা চাকরি আমাকে দিয়ে হবে না এখন আমার হাতে টাকার পরিমান কম । তবে আমের ব্যাবসা ভাল হলে কিছু টাকা আসলে শুরু করা যায়, আমার আরও কিছু করার ইচ্ছা । যেমন রাজশাহী চাপাই এলাকার কালাই ডালের বড়ি । এটাও অরগানিক আর পুস্টিকর খাবার এখন নাকি বিদেশেও যায় রাখা যায় অনেক দিন । এই সকল চিন্তা থেকেই আমি একটি সাইট তৈরী করেছি আমার সাইট w.bdagromarket.com আমি গত বছর থেকে শুধু মাএ রাজশাহীর ফরমালিন মুক্ত আম বিক্রির চেস্টা করছি । ভবিষৎ এ ইচ্ছা আছে রাজশাহীর আমের জুস বা পাল্প বিদেশে রপ্তানী করা ।

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

শিপু ভাই বলেছেন:
আপনার জন্য শুভকামনা।

গতবছর আপনার আমের ব্যবসার কথা আমার মনে আছে।

ব্যবসা কেমন হয়েছিল???

৯৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

মো: আবু জাফর বলেছেন: খারাপ না তবে নতুন কিছু শুরু তো করতে পারছি এই বার রাজনৈতীক অবস্থা খারপ না হলে ৫-১০ লাখের ব্যাবসা হতো ;) ;)

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শিপু ভাই বলেছেন:
যাক তাহলে!!! শুভকামনা রইল!!!

৯৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ঢাকা আসবো এপ্রিলের এক তারিখ।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

শিপু ভাই বলেছেন:
:)

৯৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০২

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আপনার আইডিয়াটা দারুন।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৯৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: যেই শহরে এই মাল চলবো না ! হেই শহরের লুকেরা খবিশ বইলা ধইরা নিতে হইবো ! তারা ভালো কইরা গুসল করে না ।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহ

বিজ্ঞাপনের জন্য ভালো একটি আইডিয়া!!!

৯৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ময়নামতি বলেছেন: ধুন্দুল বিজ্ঞানী শিপু ভাই কেমন আছেন।
একেবারে সহজ ব্যবসা। +++++++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!! :)

আমি ভাল আছি। আপনি কেমন আছেন??? বাসার সবাই কেমন আছে??

৯৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ৪৩ তম + আমার অথচ অনেক আগে একবার লাইক বাটনে ক্লিক করে কাজ হয় নাই...শিপু ভাই ঢাকা আসলে অপনার সঙ্গে দেখা হবে।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

শিপু ভাই বলেছেন:
ইনশাল্লাহ দেখা হবে, আড্ডা হবে!!! :D

১০০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: শিপু ভাই কাণনচামালের ব্যাপারে সোর্স পেয়েছেন কি?

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

শিপু ভাই বলেছেন:
হুম। অনেকদিন আগে এক ফেরিওয়ালার নাম্বার রেখেছিলাম। ওর সাথে যোগাযোগ করবো।

উপরে মোজাম ভাই যেই ছবিটা দিয়েছেন ওরকম প্রডাক্ট করতে ইচ্ছা করছে!!!

আমি চাই অন্য কোন ব্লগার এই বিজনেসটা করুক। আমি তাকে হেল্প করবো।

১০১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভালো আইডিয়া

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

কসমিক ট্রাভেলিং কেমন চলছে???

১০২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মেহেদী হাসান মানিক বলেছেন: চমৎকার।
কাজের কথা বলেছেন।
++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

শিপু ভাই বলেছেন:
এত দিন কোথায় ছিলে???

মিস্কর্ছি!!!

১০৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

আদৃতা হাসান বলেছেন: বাহ, দারুন আইডিয়া তো।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১০৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

রুদ্র মানব বলেছেন: ব্যাবসা করতে মুঞ্চাইতেছে =p~ =p~ =p~

পোস্টে পিলাস ++++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

শিপু ভাই বলেছেন:
শুরু করে দেন। হেল্প করুম্নে। ফ্রি সার্ভিস!!!

১০৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

সোহাগ সকাল বলেছেন: একসময় মন চাইতো, পড়া লেখা বাদ দিয়া এই টাইপ কামে লাইগা যাই।

সিরাম পোষ্ট!

শুভ কামনা।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

শিপু ভাই বলেছেন:
পড়ালেখাটা জরুরী মিয়া ভাই!!!

১০৬| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

বোকামন বলেছেন: শ্রদ্ধেয় শিপু ভাই,
আরো কিছু ব্যবসার আইডিয়ার জন্য অপেক্ষায় আছি ....

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

শিপু ভাই বলেছেন:
শ্রদ্ধেয় বোকামন ভাই, আগামী মাসে পোস্ট দিব। :)

১০৭| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

নাজির বলেছেন: ভালো আইডিয়া

৫০তম +

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

শিপু ভাই বলেছেন:
মেনি থ্যাংক্স!!! :)

১০৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই ..বিসিএস ভাইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন..জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে?

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শিপু ভাই বলেছেন:
জানি না ভাই!!! :(

আসলে ভুলে গেছি!!!

১০৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

শায়েরী বলেছেন: R o idea chai

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শিপু ভাই বলেছেন:
ইনশাল্লাহ দেয়ার চেষ্টা করবো!!!

১১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ব্যাবসা ছাগলে গিলে খাবে
এইসব তরকারি ওদের হজমি জুস
ভাল আইডিয়া ছাই
লাভের খাতায় জমবে শুধুই আফছুস ।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

শিপু ভাই বলেছেন:
আপ্নে ২/১ টা আইডিয়া দেন কল্লোলদা!!!

ভাল আইডিয়া আছে তয় ট্যাকা লাগবো বেশি।

১১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

আমি তুমি আমরা বলেছেন: জলদি পরের পরব দেন।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

শিপু ভাই বলেছেন:
দিতাছি ভাই!!! :)

১১২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভালো ধারনা শিপু ভাই।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ মজিবর ভাই!!!

১১৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

গ্যাম্বলার বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।

এমনি সাদামাটা ভাবে ছাড়লে বোধ করি হবে না। মোজাম ভাইয়ের স্যাম্পল অনুযায়ী শৈল্পিক রুপ দিলে ভালো চলবে, কনফার্ম।

আর জিনিসটা কিনে যেহেতু মহিলারা, তাই শৈল্পিক রুপে পেলে ৩০ টাকার বদলে ৫০ টাকায় কিনবে :););)

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

শিপু ভাই বলেছেন:
হ্যান্ডেলঅলা আর হ্যান্ডেল ছাড়া- এই ২ প্রকারে ছাড়বো!!! ;)

সুপরামর্শের জন্য থ্যাঙ্কু!!!

১১৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

মো: আবু জাফর বলেছেন: ভাই আপনার আইডিয়া কাজে লাগাইতে কাজে নাইমা পড়লাম আপনার অর্ডার চাই;) ;)

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

শিপু ভাই বলেছেন:
শাবাস!!!+++++++++++++++++
অভিনন্দন আপনাকে!!!

তয় এই জিনিস কেউ কুরিয়ারে করে কিনবে না। আপনি আপনার লোকাল মার্কেটে ট্রাই করুন!!!


শুভকামনা !!!

১১৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

ইকবাল পারভেজ বলেছেন: দুর্দান্ত ভাই :)

আর একটু খরুচে আইডিয়াগুলাও নিজের মাথার মধ্যে রেখে দিয়েন না, টাকা লাগব কিন্তু আইডিয়া ভাল ঐগুলাও একটু আমাদের সাথে শেয়ার করেন :)

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

শিপু ভাই বলেছেন:
আচ্ছা ভাই। ট্রাই করবো ইনশাল্লাহ!!!

১১৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

মো: আবু জাফর বলেছেন: ঢাকায় আনার চেস্ট করবো, তবে আগে মার্কেট টা তৈরী করে নিতে হবে এর মাঝেই কিছু লোকের সাথে যোগাযোগ করেছি । দোয়া করবেন

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

শিপু ভাই বলেছেন:
ঢাকায়ও কয়েকজন ট্রাই করছে!!! ২/৪ দিনের মধ্যেই বাজারে নামবে!!!



আর অর্ডারঃ হাতলঅলা টা ৩ পিস পাঠান আমার কাছে। টাকা পাঠাই দিতাছি।

১১৭| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

আল মামুনুর রশিদ বলেছেন: vallaglo

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১১৮| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

মো: আবু জাফর বলেছেন: টাকা পাঠানোর আগে আমারে ফোন দিয়েন । আপনি কোন পন্যটা চাইলেন বুঝতে পারি নাই । আর যদি কেউ ঢাকায় খুচরা বিক্রির জন্যে নেয় তবে আমি কম দামে তারে সাপ্লাই করতে আগ্রহী । আর আর্ডার পাইলে নিজেই চাষ করবো আমার কিছু জায়গা আছে । আপনাকে ধন্যবাদ । :) :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

শিপু ভাই বলেছেন:
আপ্নে যেই ছবি দিছেন তাতে একটা আছে হ্যান্ডেল লাগানো ছোবা। ঐটা ৩ পিস পাঠাইবেন। আমি ফোন দিমুনে!!!

১১৯| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

চেয়ারম্যান০০৭ বলেছেন: গুড+

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

শিপু ভাই বলেছেন:
সাইপ্রাসে এগুলা পাওয়া যায়???

১২০| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

শিপু ভাই বলেছেন: আমার এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট!!! :)

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শিপু ভাই বলেছেন:

১২১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

sumon3d বলেছেন:
খারান কিছু টেকাটুকা গুছাইয়া নিই। আপনার লগে বিজনেস করুম। :)

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

শিপু ভাই বলেছেন:
আইচ্ছা!!! তয় আগে কও তুমি কেমন আছ???

১২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

sumon3d বলেছেন:
ছিন্ন-ভিন্ন। :P

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

শিপু ভাই বলেছেন:
:(

১২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: গল্প নয় সত্যি ঘটনা । পড়ার দাওয়াত।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

শিপু ভাই বলেছেন:
দাওয়াত কবুল করলাম!!! :)

১২৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

মাথা ঠান্ডা বলেছেন: দারুন আইডিয়া =p~ =p~

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

শিপু ভাই বলেছেন: থ্যাঙ্কু!!!

১২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

রূপকথার রাজকন্যা বলেছেন: শিপু ভাই কেমন আছেন? ব্লগে কম বসা হয়। খুব খারাপ লাগে ব্লগের এি অবস্থা দেখে।
আগে কি সুন্দর দিন কাটাইতাম!!!
আপনার ছেলে কত বড় হয়েছে??

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

শিপু ভাই বলেছেন:
ভাল আছি আপু। আপনাকে ম্যালা দিন পর দেখলাম।
আপনি কেমন আছেন? ডিপ্রেশন কেটেছে???

আমারও খারাপ লাগে। লগ ইন হতে ইচ্ছা হয় না।

আমার ছেলে সাড়ে ৫ বছর হয়েছে। নার্সারিতে পড়ছে!!!

১২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

আমি নিক সুবিধার না বলেছেন:
উপকারী পোস্ট।



অঃটঃ আপনি কোন শিপু ভাই?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

শিপু ভাই বলেছেন:
আপনি কোন শিপু ভাইকে চিনেন???

১২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

আমি নিক সুবিধার না বলেছেন:
আমি যারে চিনি সে আপনি হইলে বরই সমস্যা হয়ে যাবে

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

শিপু ভাই বলেছেন:
তাইলে ঐটা আমি না!!!

১২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

আমি নিক সুবিধার না বলেছেন:
দাঁড়ান আগে কনফার্ম করে নি। আপনার কি দায়গ্রস্ত কোন কন্যা, ভগ্নি বা ভাগ্নি আছে?

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

শিপু ভাই বলেছেন:
ইউ হ্যাভ ডায়াল রং নাম্বার!!! :P

@নিক সুবিধার না

১২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

সমকালের গান বলেছেন: চমৎকার আইডিয়া। আপনি নতুন বাজারের মাধ্যমে এই ব্যবসা নিজেই শুরু করতে পারেন। আমাকে ফোন করলে (০১৭১৩০৯০৫১৩) কিছু সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করতে ইচ্ছুক। ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

শিপু ভাই বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!
আপনার সাথে যোগাযোগ করবো!!!

@সমকালের গান!!!

১৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

মাহিরাহি বলেছেন: রুশানের ব্যাপারে কিছু জানেন কি?

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

শিপু ভাই বলেছেন:
রুশান এখন ইন্ডিয়া আছে ভাই। ওর মা, নানি আর এক আত্মীয় সাথে আছে।

১৩১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

শিলা সুলতানা বলেছেন:
+++++

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১৩২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আমি নিক সুবিধার না বলেছেন:
আমার তো মনে হয় ঠিক নাম্বারেই ডায়াল করছি

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

শিপু ভাই বলেছেন:
আমার কোন দায়গ্রস্থ কন্যা, ভাগ্নি অথবা ভগ্নি নাই!!!

১৩৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: আমার তো ব্যাবসা দরকার

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

শিপু ভাই বলেছেন:
ব্যবসায় স্বনির্ভরতা- ব্যবসায় মুক্তি!!!

পছন্দমত কোন ব্যবসা শুরু করে দিন!!!

১৩৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

জুন বলেছেন: ছোবার মধ্যে লাঠি লাগানো জিনিসটা আমি বিদেশেও দেখেছি বিশেষ করে ব্যাংককে শিপু ভাই।
খুব ভালো যদি প্রচুর সরবরাহ থেকে থাকে ।
ধন্যবাদ ভালো একটা আইডিয়া শেয়ার করার জন্য :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

শিপু ভাই বলেছেন:
আপনার কথায় ভরসা পেলাম আপু!!!

থ্যাঙ্কু!!!

১৩৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

বোকামন বলেছেন:







আস সালামু আলাইকুম

শ্রদ্ধেয় শিপুভাই,
নতুন পোস্ট দেখতে আপনার ব্লগে আসলাম .......
হূম....

আপনার এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট দেখলাম..
উপকরন যোগাড় করতে হবে ..

আশাকরি ভালো আছেন ...

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

শিপু ভাই বলেছেন:
ওয়ালাইকুম আস সালাম সম্মানিত বোকামন ভাই!!!
আরো কিছু আইডিয়া নিয়ে ভাবছি।

পোস্ট দিব শিঘ্রই!!!

১৩৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

রিফাত হোসেন বলেছেন: আপ্নি পারবেন ;) ভাল
আইডিয়া নিয়ে

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

শিপু ভাই বলেছেন:
আমি চাই অন্য কেউ পারুক!!!

১৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

স্বপনবাজ বলেছেন: ভাল
আইডিয়া

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

জুন বলেছেন: কি ব্যাপার এখনো ছোবা নিয়ে আছেন শিপু ভাই :-*
নতুন কি করলেন ?? আমি না বল্লাম গাজী বা অস্ট্রিচ স্টীমারকে মিউজিয়াম বানিয়ে টু পাইস ইনকামের ব্যাবসা ;) B-)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

শিপু ভাই বলেছেন:
আপা, একটা কিনে দেন। বাকি দায়িত্ব আমার। লাভ ৫০-৫০!!!

১৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ শিপু ভাই কেমন আছেন? শুভনববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

শিপু ভাই বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ভাই!!!

১৪০| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

বাবুই পািখ বলেছেন: শুভনববর্ষ।

ভাল বিজনেস আইডিয়া ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

আপনাকেও নবর্ষের শুভেচ্ছা!!!

১৪১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

রাতুল_শাহ বলেছেন: আমাদের এলাকায় এটাকে তরই বলে।

বাসায় সাধারণত এটা ব্যবহার করা হয়।

সুন্দর পোষ্ট


পান্তা-পেয়াজ আর শুকনো পোড়া মরিচের বৈশাখী শুভেচ্ছা।

শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

শিপু ভাই বলেছেন:
আমার ভাল চেহারা দেখে ১০০০ পিস তরই লাগবো। কই পাই মিয়া ভাই???

১৪২| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: :(( :(( এইডা কুনু বুদ্ধি দিলেন :(( ধুন্দুল খুজতে খুতে ধুনু হইয়া যাইমু তোঁ । আমি চিন্তা করতাছি দেশের এসে বিশাল কোন বাড়ি নিয়ে যেখেন বর্ষা কালেও পানি উঠেনা এমন কোন জাগায় সবজি চাষাবাদ করুম , কম করে হলেও ১০০ লাউ এর ঝাঁকা দেওয়া যাবে , এমন ১০০ পেপে গাছ লাগানো যাবে
কিন্তু পাইতাছিনা , বহুত দিনের শখ এই ধরণের ব্যবসা করার , কিন্তু জমির অভাবে তায় হয়ে উঠছেনা , এক দুইজন কাজের লোক রাখুম , ৮-১০ টা অস্ত্রেলিয়ান গরু পালুম :P বাড়ির পাশে বিশাল পুকুরে মাছের চাষ করুম । কিন্তু জমি এবং বাজেট এর স্বল্পতার কারণে আমার এই শখ টি দিন দিন দূরে সড়ে যাচ্ছে । :(( :(( :((

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

শিপু ভাই বলেছেন:
এইটা আমারো শখ।

রাসায়নিক সার আর বিষাক্ত কিটনাশক মুক্ত খাবারের চাহিদা এখন তুঙ্গে!!!


ঢাকা থেকে দূরবর্তী কোন প্রতন্ত এলাকায় জমি কিনে এরকম খামার করা যায়।

আপনার শখ পূরণ হোক!!!

১৪৩| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

রাইসুল সাগর বলেছেন: চমৎকার ব্যাবসা এইটা। বিদেশে হাইজেনিক প্রডাক্ট হিসেবে এইগুলার অনেক চাহিদা।


পোষ্টে +। আর শুভকামনা সব সময়।

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

১৪৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

নেট পাগলা বলেছেন: ভাল বিজনেস আইডিয়া

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

শিপু ভাই বলেছেন:
সম্ভব হইলে এপ্লাই করেন!!!

১৪৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

হুপফূলফরইভার বলেছেন: আমারে একটা ছুডুখাডু ব্যাবসাপাতির লাইন দ্যাহান না মিয়া বাই? লেহাপড়া আর বাল্লাগে না। আমিউ ব্যাবসা কইত্তাম চাই :)



অ:ট: আমারে এক পিস লাফা দিবাইন?

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

শিপু ভাই বলেছেন:
আপ্নে আবার ব্লগে লগ ইন হইছেন এই উপলক্ষ্যে আগে পার্টি হবে!!!


আপনাগো বাড়ির নামায় আমি ধুন্দুলের চাষ করার চিন্তা করতাছি!!!

১৪৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:

কিরাম আছেন!

ব্যবসা করতে মুন্চায়..............

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

শিপু ভাই বলেছেন:
ব্যবসা বানিজ্য সব স্থবির হয়ে আছে!!! খুব পেরেশানিতে আছি!!!

১৪৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

কান্টি টুটুল বলেছেন:

মজার পোষ্ট,আইডিয়া সিরিজ চলুক।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ টুটুল ভাই!!!

১৪৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

চির বসন্ত বলেছেন: গুড+

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু

১৪৯| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: গুড পোস্ট

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১৫০| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: লাফার বিজনেছ করে এমন কিছু দোকান দেখলাম নিউমারকেটে ।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৫৪

শিপু ভাই বলেছেন:
হুম, আমিও দেখছি। ঐ একই দামে এটা আরো আকর্ষনীয় ভাবে ক্রেতার কাছে উপস্থাপন করা হবে।

তাকে বোঝানো হবে- "শিপু ভাই ছোবা" দিয়া গোছল কর নাই???- তোমার গোছলই হয় নাই!!! :P

১৫১| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আইডিয়ার চমৎকার শেয়ার !

১৯ শে মে, ২০১৩ রাত ১২:১৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

ম্যলা দিন পর আপনারে দেইখা খুশি হইলাম। ভাল আছেন আশা করি!!!

১৫২| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

ফেনম বলেছেন: খুব ভালো লাগলো পড়ে , কিন্তু একা কেমনে শুরু করুম এটা নি্যে টেনশন এ আসি পোষ্ট পড়ে যতটুকু বোঝার সেটা বুঝলাম এর বাইরে কোন আইডিয়া নাই

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯

শিপু ভাই বলেছেন:
কি জানতে চান বলুন। :)

১৫৩| ২৭ শে মে, ২০১৩ ভোর ৪:১৭

শাফ্‌ক্বাত বলেছেন: এটাও প্রিয়তে এবং ফেইসবুকে শেয়ার দিলাম।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!!

১৫৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:১২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হলুদ তাঁরা ।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

শিপু ভাই বলেছেন:
এই ছোবা কখনো ব্যবহার করেছেন আপু???

১৫৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

শেরজা তপন বলেছেন: ভাল একটা আইডিয়ার জন্য ধন্যবাদ...ভাল থাকুন।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭

শিপু ভাই বলেছেন:
আপনিও যেহেতু ব্যবসা করেন তাই আমাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করুন ভাই!!!

১৫৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ছোটবেলায় করেছি । একটু খসখসা । তবে উপকারী জানতাম । এখন আর হয় না ।

৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৫

শিপু ভাই বলেছেন:
আমিও ছোটবেলায় ব্যবহার করেছি। আম্মা পুকুরে গোসল করাতে নিয়ে যখন এইটা দিয়া ডলা দিত তখন চিক্কুর দিতাম!!! :P

১৫৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

বিষের বাঁশী বলেছেন: চমৎকার আইডিয়া। তবে এই ছোবা খুব খসখসে!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১

শিপু ভাই বলেছেন:
পানিতে ভেজালে বেশ সফট হয়ে যায়!!!

১৫৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫

সাসুম বলেছেন: ভাই ব্যবসা টা আমার মনে ধরেছে, আপনি কি উৎপাদন এর দিকে বা মার্কেটিং শুরু করেছেন? আমার মনে হয় আপনার সাথে কথা বলা দরকার। আমি কিছু প্ল্যান দাঁড় করাইছি। আপনি যদি ইন্টরেসটেড হন আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
অনেক খুশ হব ।.
মেইল- [email protected]

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

শিপু ভাই বলেছেন:
মেইল আইডিটা বাংলা অক্ষরে আসছে।

আপনি আমাকে কল করতে পারেন।- ০১৬৭১৩২৯৫১১

১৫৯| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১

মোজাহিদুর রহমান ব বলেছেন: অনেক দিন পর এই লেখাটা পড়লাম। আইডিয়াটা অনেক ভালো আসেন ২/৪ মিলে শুরু করি। অন্য আইডিয়া থাকলে বলেন ভাই বিরাডার মিলে করুমনে।

১৬০| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

সাসুম বলেছেন: আহা এই সেই পোস্ট !:#P , এই পোস্টের কথা জীবনেও ভূলব না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.