নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

"ভাগ্য বনাম কর্ম"- ৮ম পরীক্ষামূলক ব্লগ ফিল্ম

৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৩

উতসর্গঃ স্বচ্ছ চিন্তা ও শুদ্ধ মনের মানুষ, প্রিয় ছোট ভাই, ব্লগার মিরাজ ইজ!!!



ভাগ্য বনাম কর্ম



মিতা রিতা প্রতিবেশি

পাশাপাশি ফ্ল্যাটে থাকে।





রিতা সদাই মিতার উপর

কড়া নজর রাখে।





মিতা খুবই পরিশ্রমী

ক্লাসে ফার্ষ্ট হয়





রিতা ভিষন অলস মেয়ে

সব বিষয়ে ভয়।





কিন্তু তবু হিংসেপনা

রিতা সবই চায়

ভাল কাজের বিনিময়ে

মিতা যা যা পায়।





একদা মিতা নার্সারিতে

গেল বাবার সাথে





কিনে আনলো একটি ফুল গাছ

গন্ধ দিবে রাতে।







তাইনা দেখে রিতাও সেদিন

সে গাছ আনলো কিনে





দু'জনেই তাদের বারান্দাতে

লাগালো গাছ একদিনে।





প্রতিদিন সকাল বিকাল মিতা

গাছে দেয় পানি





মরা পাতা আর আগাছাও

উপড়ে ফেলে টানি।





কিন্তু রিতা যখন তখন

গাছটা শুধু দেখে





প্রতিদিনই গাছটা যেন

হয়ে যাচ্ছে ফিকে।





কয়েকদিন পর মিতার গাছে

ফুটলো কিছু ফুল





নিয়মিত যত্ন নেয়ায়

করেনিতো ভুল।





রিতা এসে বারান্দায়

দেখে তাহার গাছ





পাতা বিহীন গাছটা যেন

গাছের একটা লাশ।





মিতা খুশি পরিশ্রমের

মূল্য বুঝে পেয়ে

ভাবছে আরো কিনবে গাছ

নার্সারিতে গিয়ে।





রিতা ভাবে "ভাগ্য খারাপ!!!

গাছটা গেলো মরে।"

গাছটা তাহার বাচঁলো না

ফুল ফোটাতো দূরে।





কিন্তু বন্ধু মনে রেখো

ভাগ্যতো নয় কিছু

পরিশ্রম করলে ভাগ্য

ছুটবে পিছু পিছু!!!


-------------------------------সমাপ্ত------------------------------------

মূল ভাবনাঃ মেহেদী হাসান মিরাজ (ব্লগার মিরাজ ইজ)

চিত্রগ্রহন, পরিচালনাঃ শিপু ভাই

সহকারীঃ দিদার হোসেন, কামাল হোসেন, নিজাম উদ্দিন



বোনাস ফটুকঃ



একটা কুশ্চেনঃ কার উপ্রে ক্রাশ খাইছেন???

----------------------------------------------------------------------------

বিহাইন্ড দ্যা সিনঃ



মন্তব্য ১৭৯ টি রেটিং +৪৬/-০

মন্তব্য (১৭৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৮

বহুরুপি জীবন বলেছেন: অভিনব । ভাল লেগেছে ।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৫

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!! :)

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২২

সোর্বিয়ের বলেছেন: খুবই ভাল লাগলো বড় ভাই।

আপনারা কত ক্রিয়েটিভ, ভাবতেই ভাল লাগে।

শুভেচ্ছা রইলো।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৭

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!
আপনার প্রশংসা আমার কাছে বিশেষ কিছু!!! B-)

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৫

ময়নামতি বলেছেন: ছন্দময় ফিল্ম জগতে এটা একটা উদাহরন হতে পারে।++++++++++++

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ময়নামতি ভাই!!!

অনেকদিন পর আপনাকে নলগে দেখলাম। সব ঠিক আছে তো???

শুভকামনা সবসময়!!!

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৩

বোকামন বলেছেন:






অসাম সিনেমাটোগ্রাফী !!!
শ্রদ্ধেয় শিপু ভাই,
আপনার ক্রিয়েটিভিটি বেশ ভালো লাগলো ........

৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৬

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ সম্মানিত বোকামন ভাই!!! :)

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

রুপম শাহরিয়ার বলেছেন: ভাই জটিল হইছে। অন্নেক দিন পর ব্লগে ভালো কিছু দেখলাম। এটা স্টিকি করার দাবী জানাচ্ছি।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৯

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহ

অনেক ধন্যবাদ রুপম!!! :)

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

লিঙ্কনহুসাইন বলেছেন: অসাধারন ++++++্

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৫

শিপু ভাই বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ!!! :)

৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০০

কান্টি টুটুল বলেছেন:

প্রিয়তে নিলাম শিপু ভাই আমার মেয়েটার জন্য।
+++

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!

মামনিকে আমার আদর দিবেন!!!

৮| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: রিতা মিতার বাসার বারান্দা দেখতে ঠিক আমার বাসার বারান্দার মতো !!! :)

ব্লগ ফিল্ম ভালো লাগলো ।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩০

শিপু ভাই বলেছেন:
খাইছে!!! কঙ্কি!!!
আগে জানলে আমার কষ্ট কইরা বারান্দা বানাইতে হইতো না!!!

৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৪

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর পোষ্ট।ভালো লাগলো :)

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!

১০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চোখে পানি এসে গেলো তো :P আইডিয়া হ্যাজ !

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪০

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহা

এটা আপনার জন্য আপু---------------অবসরে দেখবেন আশা করি!!!

View this link

১১| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩২

পানকৌড়ি বলেছেন: থিমটা খুবই সুন্দর শিপু ভাই । অনেক ভালো লাগলো ।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪২

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!!
থীমটার জন্য ধন্যবাদ পাবে মিরাজ!!!

১২| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্টে ১০ ম ভাল লাগা ।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু মিয়া ভাই!!! :)

১৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ! বাহ!!
হাহা!! চমৎকার হয়েছে!!

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫০

শিপু ভাই বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ব্রাদার!!!

১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

লেখোয়াড় বলেছেন:
শিপু ভাই আমার একটা স্ক্রিপ্ট আছে আপনার নেক্সট সিনেমা সেটা দিয়ে করা যায় কিনা ভাববেন।

আর এই পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
মজা পাইছি।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫১

শিপু ভাই বলেছেন:
আমার সামর্থ্যে কুলাইলে একশোবার করমু!!! আপ্নে স্ক্রিপ্টটা দিয়েন।

১৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুণ স্টোরি, দারুণ মেকিং।
মানতেই হবে আমাদের শিপু ভাই একজন অসাধারন পরিচালক :)

অনেক অনেক ভালো লাগা।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৭

শিপু ভাই বলেছেন:
ওরে পামপট্টিরে!!! B-))

ভাল লাগলেই কষ্ট সার্থক!!! :)

থ্যাঙ্কু!!!

১৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ক্রিয়েটিভ পোস্ট!!!! অসাম লাগসে!

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩০

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু !!!

এইটা কিন্তু আমার ৮ম ফিল্ম!!! আগেরগুলো সময় করে দেখবেন আশা করি।


অঃটঃ আপ্নে প্রোফাইল নেম চেঞ্জ কর্ছেন বুঝি নাই। পরে জাঞ্ছি!!! :)
আমিওতো কই- তুক্ষার ফাইটার গেল কই!!!???!!!

১৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২২

নোমান নমি বলেছেন: ওয়াও শিপু ভাই। অভিনব।দারুন লাগছে। ব্লগ আবার জমে উঠকু।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩১

শিপু ভাই বলেছেন:
আমার বিশ্বাস আবারো জমবে।

থ্যাঙ্কু নোমান ভাইডি!!!

১৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন হয়েছে,

এইট পাশ ব্লগারের পক্ষ থেকে +++ রইল.... :)

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৪২

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহাহাহাহ

থ্যাঙ্কু!!!

দোয়া করি তুমি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হও!!!

১৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১:২০

এরিস বলেছেন: চমৎকার সিনেমাটোগ্রাফী!! শিপু ভাই, আপনার ভাবনাগুলো ঈর্ষার জন্ম দিলো। কিভাবে ভাবলেন !! দারুণ মজা লেগেছে। খুব সাধারণ কথাবার্তা। তবুও অসাধারণ উত্তেজনা নিয়ে ফিল্ম দেখে শেষ করলাম। জাতীয় ব্লগ ফিল্ম এওয়ারডের দাবীদার। প্লাস ++++++++++

৩১ শে মে, ২০১৩ রাত ১:২৫

শিপু ভাই বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই!!!

আপনার কমেন্টেই আমার এওয়ার্ড পাওয়া হয়ে গেছে!!! :)


শুভকামনা!!!

২০| ৩১ শে মে, ২০১৩ রাত ২:০২

রাতুল_শাহ বলেছেন: অনেকদিন পর ব্লগ ফিল্মের দেখা পাইলাম।

++++++++

৩১ শে মে, ২০১৩ রাত ২:১৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবার ব্রো!!!

কেমন আছেন???

২১| ৩১ শে মে, ২০১৩ রাত ২:২২

রাতুল_শাহ বলেছেন: এই তো শিপু ভাই, আল্লাহ ভাল রাখছেন।

আল্লাহ আপনাকে কেমন রাখছেন?

৩১ শে মে, ২০১৩ রাত ২:৪০

শিপু ভাই বলেছেন:
আলহামদুলিল্লাহ। আমিও ভাল আছি!!! :)

২২| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: ছড়া ছবি মোরাল এক কথায় অসাধারণা।

৩১ শে মে, ২০১৩ রাত ২:৪১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!! :)

২৩| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৪৯

রেজোওয়ানা বলেছেন: bah, darun!
Eomon kore bachader school e bisoy gulo dekhano jate parle khub valo hoto.

Nice job Shipu!

by the way, photo shoot hobar pore khalne gulor ki holo?

৩১ শে মে, ২০১৩ রাত ৩:০২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ।

গাড়িগুলো আমার ছেলের।

আর পুতুল কিনেছি ৫ টা। এগুলো দিয়ে আরো কিছু বানাবো ভাবছি।

২৪| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৫৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার !

৩১ শে মে, ২০১৩ রাত ৩:০২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কস ব্রো~ :)

২৫| ৩১ শে মে, ২০১৩ রাত ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনব । ভাল লেগেছে ।

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাইয়া!!!
:)

২৬| ৩১ শে মে, ২০১৩ রাত ৩:১৭

বাংলাদেশী দালাল বলেছেন:
৮ম?? বাকি ৭টাও পড়তে হবে । ভালো লাগছে। আমার মত অলস পাঠকের লাইগা তো অসাম। ++++++

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!! :)

২৭| ৩১ শে মে, ২০১৩ রাত ৩:২২

বাংলাদেশী দালাল বলেছেন:
শিপু ভাইই ই ই ফিল্ম জিরজির। আগের পোস্ট গুলার ছবি আসেনা। :((

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

শিপু ভাই বলেছেন:
হ ভাই, ঐ ছবিগুলো প্রথমে ফেবুতে আপ করে পোস্টে দিছিলাম। গত ৬ মাস যাবত ফিলিম ঝিরঝির!!! :( এখন ছবিগুলো সরাসরি ব্লগেই আপ করতে হবে। তয় আমিও আইলসা!!!

তবে এরকম হয়েছে আগের ৩ টা। বাকিগুলো ঠিক আছে।

দান-প্রতিদান- পরীক্ষামূলক ৩য় ব্লগ ফিল্ম ( Tit for Tat)

মানছুরা- পরীক্ষামূলক ২য় ব্লগ ফিল্ম( শেষ পর্ব)

আমি বখাটে- একটি পরীক্ষামূলক ছবিব্লগ অথবা কবিতা অথবা ছবিতা

২৮| ৩১ শে মে, ২০১৩ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: মোরাল নিয়ে চমৎকার সিনেমাটিক কাজের জন্য শিপু সাহেব এবং তার টীম কে জানাই শুভেচ্ছা ।

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৫

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই!!! :)

২৯| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরাই আনকমন পোস্ট

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ব্রাদার!!! :)

৩০| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬

অন্তহীন বালক বলেছেন: শিপু ভাই ও তার টিমকে শুভেচ্ছা জানাই।
খুব ভালো লেগেছে।।

৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

আপনার জন্যও শুভকামনা!!!

৩১| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!!!

এইটা প্রিয়তে নিয়ে যাচ্ছি!!!!!!!!!!!!



এই আইডিয়া যদিও আমি ইউজ করি কিন্তু তোমার কাব্যগল্পটা চুরি করে নিচ্ছি।:)

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু পরী!!! ;)

৩২| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ফাইন হইসে

+++++++

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাইয়া!!! :)

খুশি হইলাম!!!

৩৩| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৩

পাগলমন২০১১ বলেছেন: ++++++ দিলাম ভাই :)

চলুক গবেষনা মানবতার কল্যানে।
শুভকামনা থাকলো।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ দিলাম!!!

আপনার জন্যও শুভকামনা থাকলো ভাই!!!

৩৪| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

s r jony বলেছেন: একটা কুশ্চেনঃ কার উপ্রে ক্রাশ খাইছেন??
উত্তরঃ বেশী সুন্দরি যেটা সেটার উপরে


+++++++++++++++

(নেটের স্পিডের কারনে প্লাস অপশন দেখাচ্ছে না,)

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

শিপু ভাই বলেছেন:
মেনি থ্যাংকস!!!

যান ঐটা আপ্নেরে দিলাম!!!

৩৫| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃদৈর্ঘ্য ব্লগ ফিল্ম চমৎকার হইছে ।
ক্রিয়েটিভ পোস্টের জন্য শিপু ভাইকে অভিনন্দন ।

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ লিটু ভাই বরাবর উতসাহিত করার জন্য!!! :)

৩৬| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:১০

রোজেল০০৭ বলেছেন: ভাই, আপণি একটা ক্রিয়েটিভ মানুষ। ভালো লাগলো।

০১ লা জুন, ২০১৩ রাত ১:০৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু রোজেল ভাই!!! কেমন আছেন???
ব্লগে অনিয়মিত কেন???

৩৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
খাইছেরে ভাই +++++

০১ লা জুন, ২০১৩ রাত ১:০৭

শিপু ভাই বলেছেন:
কি হইছে মিয়া ভাই!!!

নায়িকা পোচোনড হৈছে???
হাহাহাহাহ

অনেক ধন্যবাদ!!!

৩৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১:৫১

মামুন হতভাগা বলেছেন: বাহ বাহ, সেইরাম হইছে।
দোয়া কইরেন,জোরেশোরে নামছি নির্বাচন নিয়ে

০১ লা জুন, ২০১৩ রাত ১:৫৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

কোন নির্বাচন??? আইসা পরুম নাকি???

৩৯| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২৬

মামুন হতভাগা বলেছেন: দশম জাতীয় সংসদ নির্বাচন।
জুম্মার নামাজ শেষে মসজিদে সকল মুরুব্বিদের আসর বাদ দাওয়াত দিছিলাম তাদের মতামত জানার জন্য এবং তাদের মতামত পজেটিভ হলে নির্বাচনী প্রচার অফিস উদ্ভোধন করার জন্য।ভাই,খুব খুব অবাক বিস্ময়ে আসরের নামাজের পর দেখি এলাকার কোন মুরুব্বী বা পুরুষ বাড়ী নাই, সবাই দলমতের বাইরে আমার অনুষ্ঠানে হাজির এবং আমার নির্বাচনে তারা আকুন্ঠ সমর্থন দিবে।আমার রাজনীতির খুব বেশী কিছু আর চাওয়ার নাই।আমার সমর্থনে এলাকার ছোট-বড় সবাই যে ভালবাসা আজ দেখাল তার থেকে বড় আর কিই আমি আশা করি।তাদের এই ভালাবাসার মূল্য দেবার সাধ্য আমার নাই।
ভাই,দোয়া কইরেন যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি বাকি জীবন। :)
আসবেন না মানে?শুধু আপনি না আমাদের ব্লগ পরিবারের সবার প্রতি বিনীত আবেদন থাকল,আপনারা দোয়া কইরেন এবং মূল্যবান সময় ব্যয় করে আমার এখানে আসতে চাইলে তার বা তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবরে ভাই :)

০১ লা জুন, ২০১৩ রাত ২:৫১

শিপু ভাই বলেছেন:
অনেক অনেক শুভকামনা ভাই!!!
আল্লাহ আপনার সৎ ইচ্ছাগুলো পূরণ করুন। আমিন।

আপনাকে দেখে আমি আশাবাদী হই- এদেশ নোংরা মুক্ত হবে!!!


আসবো!!! :)

৪০| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২৭

ফারজুল আরেফিন বলেছেন: ২১তম +++

০১ লা জুন, ২০১৩ রাত ২:৫২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

আপ্নে ব্লগে নাই
খুব দুঃখ পাই!!!

৪১| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হাহ!! চমৎকার!!! আগের পোস্ট গুলোর লিংক দেন নাই ক্যান??? বিশেষ করে ইভটিজিং নিয়ে করা অই পোস্টটা!!

চলুক+++++

০১ লা জুন, ২০১৩ রাত ২:৫৪

শিপু ভাই বলেছেন:
মেনি মেনি থ্যাংকস!!!

আমার তিনটা ফিলিম ঝিরঝির হইয়া গেছে গো!!! :(

লিংক দিয়া আর কি হইবো!!!


৪২| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৫২

হাছুইন্যা বলেছেন: সেরকম বেসম্ভব রকমের ভালো হয়েছে শিপু ভাই।

০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০২

শিপু ভাই বলেছেন:
ধইন্যা!!!

কি খবর তোমার???

৪৩| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

পছন্দ হইছে মানে সেইরাম

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!! :)

৪৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪০

কাকপাখী বলেছেন: আপাতত এইডাতে পিলাচ !আমার মতো আইলসা ব্লগারের কাছি দিয়া একটা কমেন্ট পাওয়া কিন্তু চাট্টিখানি কথা না ভাই ।হে হে হে হে ।অসাধারন ।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০৪

শিপু ভাই বলেছেন:
আট্টিখানি ধন্যবাদ দিলাম আপনারে!!! :)

৪৫| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:০৫

রোজেল০০৭ বলেছেন: ভালো, আপনি কেমন আছেন?

অনিয়মিত একটু বটে !!

০২ রা জুন, ২০১৩ রাত ৮:১৫

শিপু ভাই বলেছেন:
আমিও ভাল আছি!!! :)

নিয়মিত হবেন আশা করি!!!

৪৬| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৩৬

শিপু ভাই বলেছেন:
নতুন ছবিগুলো ঝির ঝির কেনু??????? :((

০২ রা জুন, ২০১৩ রাত ৮:৫২

শিপু ভাই বলেছেন: :( :((

৪৭| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আবারো দেইখ্যা গেলাম শিপু ভাই।
নতুন ছবিগুলা ঝির ঝির করতাসে ক্যান?

০২ রা জুন, ২০১৩ রাত ৮:৫১

শিপু ভাই বলেছেন:
বুঝতাছিনা। রিসাইজ করাগুলো বাদ দিয়া আবার অরিজিনালগুলো আপ করলাম। লাভ হইলো না তো!!! :(

৪৮| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:১৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্ট ভাল লাগল

পিলাচ

০২ রা জুন, ২০১৩ রাত ৯:৫৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

৪৯| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২১

তামিম ইবনে আমান বলেছেন: অস্থির হইছে!

প্লাসায়িত :)


স্যরি ভাই ;)

০২ রা জুন, ২০১৩ রাত ৯:৫৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!


তয় স্যরি কইয়া পার পাইবানা!!! ;)

৫০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: এক পোষ্টের মইদ্যে হওনে দুইটা ভালো লাগা দেয়া যাইতাছে না কিন্তু খুব ভালো লাগছে , ব্লগে একটা নতুন মাত্রা যোগ করছেন ব্লগ ফিল্ম আইডিয়া শুর কইরা ।

যে কোন ফিল্ম এর বিহাইন্ড দা সিন গুলান খুব মজার হয় !!! এটাও মজার হইছে , মাটিতে শুইয়া ছবি তুলা কষ্টকর ।

০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫৭

শিপু ভাই বলেছেন:
কিনু ম্যাভাই, ফিলিম তো ঝিরঝির!!! :(

৫১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩২

শ।মসীর বলেছেন: কিন্তু বন্ধু মনে রেখো
ভাগ্যতো নয় কিছু
পরিশ্রম করলে ভাগ্য
ছুটবে পিছু পিছু!!


রক্ত মাংসের মডেল বাদ দিয়া পুতুল মডেল :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৪

শিপু ভাই বলেছেন:
একটা এক্সপেরিমেন্ট করলাম আর কি!!!

স্পট এনিমেশন মুভিগুলো এরকম পুতুল দিয়ে করা হয়। মিলিয়ন ডলার খরচ হয়!!!

৫২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৮

আমি ইহতিব বলেছেন: আমার মেয়েটাকে দেখাবো অনেক মজা পাবে। আপনিতো দেখি ভাই মাল্টি ট্যালেন্টেড। ভালো লাগলো।

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:০৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!
:)

মামনিকে আমার আদর জানাবেন!!!

৫৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৪

না পারভীন বলেছেন: অদ্ভুত সুন্দর , ৩১ তম ভাল লাগা

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:০৮

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!! :)

৫৪| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আজমান আন্দালিব বলেছেন: ভাগ্য বনাম কর্ম...কর্মই আসল যা আপনার ব্লগ ফিল্ম এর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার সৃজনশীলতা আরও উদ্ভাসিত হোক। শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:১৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!
আপনার জন্যও শুভকামনা!!!

৫৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:১৭

মনে নাই বলেছেন: খুব সুন্দর হয়েছে শিপু ভাই।

আপনার ব্লগফিল্ম দেখে ঈশপের গল্পের কথা মনে পড়ে গেলো।

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:১৭

শিপু ভাই বলেছেন:
প্রতিনিয়ত উতসাহ দিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা ভাই!!!

৫৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২১

হানিফ রাশেদীন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। চমৎকার আইিডয়া।

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:২১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!! :)

৫৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

নীরব 009 বলেছেন: ৩২তম ভাললাগা। চমৎকার লাগল :)

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:২৩

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা!!!

৫৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৪১

শ্রাবণ জল বলেছেন: চমৎকার হয়েছে।

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৫৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!!! :)

৫৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

~মাইনাচ~ বলেছেন: valo hoyeche


ideata chomotkar

০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৬

শিপু ভাই বলেছেন:
আপনার পুনরাগমনও চমৎকার!!! ;)

৬০| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

নতুন বলেছেন: খুবই ভাল লাগলো +++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

শিপু ভাই বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই!!! :)

৬১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ফিল্ম ভালা হইছে...


থেংকু...

০৮ ই জুন, ২০১৩ রাত ২:১৭

শিপু ভাই বলেছেন:
ভালা কইছেন তাই আপ্নেরেও থ্যাঙ্কু!!! :)

৬২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:২১

তাসজিদ বলেছেন: কিছু বলার নেই। আপনার idea দেখে আমি বাকরুদ্ধ ।

idea র জন্য ১০০০+

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

শিপু ভাই বলেছেন:
আপনাকে ২০০০ ধন্যবাদ!!!

৬৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

শাহেদ খান বলেছেন: চমৎকার লাগল, শিপু ভাই ! অনেক অনেকদিন পর আপনার ব্লগ ফিল্ম দেখলাম !

সুন্দর আইডিয়া আর পরিচালনা ! +++

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু শাহেদ ভাই।
আপনাকেও অনেকদিন পর দেখে খুব ভাল লাগলো।

ভাল থাকবেন এই কামনা!!!

৬৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: খুব খুব সুন্দর হয়েছে।।

১১ ই জুন, ২০১৩ রাত ২:৪১

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!

৬৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:০৭

শাহেদ খান বলেছেন: আমি ভাল আছি, শিপু ভাই। কেমন আছেন আপনি, আপনারা? ছোট্ট পার্লিন?

অনেক শুভেচ্ছা।

১১ ই জুন, ২০১৩ রাত ২:৪২

শিপু ভাই বলেছেন:
আমরা আলহামদুলিল্লাহ ভাল আছি!!! :)

৬৬| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

ভূতাত্মা বলেছেন: ও মাই গড!!!! রিয়েলি অ্যা ভেরি গুড অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক!!! B:-)

এরপর যদি ভূতাত্মা কোন ক্যারেক্টার না পায় তাহলে সে ফিল্ম খেয়ে ফেলবে!!! হুম!!! B:-/

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

শিপু ভাই বলেছেন:
মেনি থ্যাংকস পেত্নি!!! :)



ডরাইছি!!! :-/

৬৭| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯

নোবিতা রিফু বলেছেন: পুরাই এনিমেটেড টেলিফিল্ম... !:#P !:#P

২১ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

শিপু ভাই বলেছেন:
একটু এক্সপেরিমেন্ট করলাম ব্রাদার!!! :)

৬৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

আমি তুমি আমরা বলেছেন:


কিন্তু বন্ধু মনে রেখো
ভাগ্যতো নয় কিছু
পরিশ্রম করলে ভাগ্য
ছুটবে পিছু পিছু!!!

ভাল লাগল :)

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ব্রো!!!

৬৯| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:২০

তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছেন? আপ্নেরে অনেকদিন ধৈরা দেখি না।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৬

শিপু ভাই বলেছেন:
কত বড় হাচা কথা!!! B-)

৭০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

~মাইনাচ~ বলেছেন: হ ;)

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শিপু ভাই বলেছেন:
:(

৭১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ইলেভেন্থ আওয়ার বলেছেন: আমান আপনার কথা বলল ।পোস্টটা খুব সুন্দর। প্রিয়তে রাখলাম। সাথে অনুসরনেও নিলাম।

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

কোন আমান???

৭২| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

জাহিদ হাসান বলেছেন: অসাধারন করেছেন । আপনাকে অনুসরনে রাখলাম শিপু ভাই -

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৭৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

এক্সপেরিয়া বলেছেন: পুতুল আর গাড়িরটা দেখতে সুন্দর :P

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহাহ

৭৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

একজন ঘূণপোকা বলেছেন: বরাবরের মত ভাল হয়েছে।

আ পরিক্ষামুলুক কথাটা এখন চেঞ্জ করেন।

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শিপু ভাই বলেছেন:
আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চলুক না!!!

৭৫| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কিরিটি রায় বলেছেন: দারুনস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


গ্রেট জব!!!

+++++++++++++++

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৭৬| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

খাটাস বলেছেন: ভিন্ন প্রকৃতির মেধা খুব কম দেখা যায়, যারা সাধারণ মেধা কে সংগঠিত করে। ভিন্ন প্রকৃতির মেধা বলতে কি বুঝাইছি তা আপনি বুঝবেন। প্লাস। সম্ভবত দেখা হবে কোন দিন। ভাল থাকবেন। শুভ কামনা।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!
আপনার জন্যও শুভকামনা!!! :)

৭৭| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫১

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট। চমৎকার লাগলো। অনেক শুভকামনা। ঈদমোবারক।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!


ঈদ মোবারক!!!

৭৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

ইলেভেন্থ আওয়ার বলেছেন: তামমি ইবনে আমানএর কথা বলেছিলাম :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

শিপু ভাই বলেছেন:
ওহ :)

৭৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

যাযাবর৮১ বলেছেন:
কিন্তু বন্ধু মনে রেখো
ভাগ্যতো নয় কিছু
পরিশ্রম করলে ভাগ্য
ছুটবে পিছু পিছু!!!
*+*+*+*+*+*+


ভাইজান আছেনতো ভাল? :D
দূর হোক আঁধার কালো। :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ কবি!!!

৮০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

শেরজা তপন বলেছেন: কি-হে ভাই আপনি এভাবে হারিয়ে গেলেন কেন?
আপনাকে চরম মিস করছি ... :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

শিপু ভাই বলেছেন:
ব্লগে আসতে ইচ্ছা করে না। :(
এম্নিতেও মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত আছি।

আপনি ভাল আছেন ভাই???

আমিও মিস করছি!!!

৮১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

আম্মানসুরা বলেছেন: ইউনিক আইডিয়া!!!!

আপনার ব্লগ ফিল্ম খুব উপভোগ্য হয়েছে। আপনি আসলেই অনেক ট্যালেন্ট!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৮২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

মাথা ঠান্ডা বলেছেন: ভাইয়া যেটাতেই হাত লাগাচ্ছেন সোনা ফলছে । এগিয়ে যান দোয়া করি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৮৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

বাসুরী বাসীয়ালা বলেছেন: একদম সত্যি কথা মানুষ হুদায় ভাগ্যের দোহায় দেখায়।
কিন্তু সে জানে না পরিশ্রম করলে তার উন্নতি নিশ্চিত।
একদম হাতে কলমে প্রমান দেখিয়ে দিলেন শিপু ভাই।

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

শিপু ভাই বলেছেন:
হুম!!! ধন্যবাদ!!!

৮৪| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

বাসুরী বাসীয়ালা বলেছেন: :(( ধন্যবাদ দিলেন শিপু ভাই...।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

শিপু ভাই বলেছেন:
এটা ব্লগীয় ভদ্রতা!!! হাহাহাহাহ

৮৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

ইলুসন বলেছেন: চমৎকার থিম। কাজ না করে শুধু ভাগ্যের আশায় বসে থাকলে কিছুই হবে না।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই।
অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগলো। :)

৮৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

মুদ্রা সংগ্রাহক বলেছেন: আরে এই পোস্ট এতদিন ক্যামনে আমার চোখ এড়িয়ে ছিল ! ! খুবই চমৎকার আইডিয়া। ধন্যবাদ শিপু ভাই।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাই।

৮৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫১

শিপন মোল্লা বলেছেন: বেস খাটা খাটনি করছেন দেখা যাচ্ছে ।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

শিপু ভাই বলেছেন:
হুম, একটু কষ্ট হয়েছে বৈকি!!!

কিন্তু যখন ফিলিম মুক্তি পাইছে তখন আনন্দ আনন্দ পাইছি!!!

৮৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

সায়েদা সোহেলী বলেছেন: আপনি দেখি অনেক মজার ও ধৈর্যবান একজন ব্যক্তি :)

পোস্টে +

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৮৯| ১৯ শে জুন, ২০১৪ ভোর ৪:৩৮

নাইমুল ইসলাম বলেছেন: চমৎকার :)

৯০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১১

নিয়াম বলেছেন: সামুতে পাঠ করা প্রথম লেখা পার্লিনের বাপের। ব্যতিক্রম সৃষ্টি, বহত খুব

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

শিপু ভাই বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.