![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
মা তুমি কেমন আছ
ঐ তারাদের ভীড়ে
ঝিকমিকিয়ে তাকিয়ে আছ
দেখছ ফিরে ফিরে?
আজও যখন মাথায় আমার
হাজারো পাগলামী
হঠাৎ করেই হয় যে মনে
তাকিয়ে আছ তুমি
বিরক্তিতে কুঁচকে কপাল
বকবে এখন আমায়
বলবে রেগে পাগল যে তুই
সাধ্য যে কার থামায়।
অথবা সেই খাবার টেবিল
মাছ দেখলেই আগে
খাবার ফেলেই যেতাম উঠে
মেজাজ খারাপ রাগে।
এখনো মা ভীষন বাজে
লাগে যে মাছ খেতে
তবুও আজ কেউ বলেনা
ডিম ভেজে দেই প্লেটে?
কেউ বলেনা আহা সোনা
কত কষ্ট করিস
অফিসটা তোর খারাপ ভীষন
শুধুই খেটে মরিস।
কেউ বলেনা সন্ধ্যা হলে
এবার বারি ফেরো
কেউ বলেনা ঘুম ভাঙ্গাতে
ওঠো সকাল হলো।
মেয়ের মুখে তাইতো চেয়ে
খুঁজি তোমার মুখ
কেউ জানেনা কত গভীর
মা হারানোর দুখ।
রাতে যখন আকাশজুড়ে
অনেক তারা আলো
মোদের ফেলে একলা হেথা
কেমনে আছ বলো?
শুভ জন্মদিন আম্মু।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
মাক্স বলেছেন: মেয়ের মুখে তাইতো চেয়ে
খুঁজি তোমার মুখ
কেউ জানেনা কত গভীর
মা হারানোর দুখ
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
shfikul বলেছেন: +++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন: অসাধারণ আবেগী ছড়া।
মায়ের জন্য ভালবাসা।
ভাললাগা দিয়ে গেলাম।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
এম এম কামাল ৭৭ বলেছেন: মায়ের মত কে আছে এমন আপন?
আমাদের যাদের মা আছে, আসুন এই অমূল্য সম্পদ টি পৃথিবীতে থাকতে যথাযথ শ্রদ্ধা করি।
মা যে কি জিনিস যার নাই সে-ই বুঝে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। তিনি নিশ্চয়ই একজন আনন্দিত মা এখন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
সানজিদা হোসেন বলেছেন: জানিনা ভাইয়া ।শুধু একটা জিনিস জানি যে বুকের একটা অংশ চিরতরে ফাঁকা হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার আম্মুর প্রতি অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই! খুবই ভাল লাগল। আমিও মাকে খুব মিস করছি জানেন। আপনার দুএক মিনিট আগেই লিখে পোস্ট করলাম একটু লেখা, আমার মায়ের জন্যে। আসলে মা বলতেই সেই অসাধারন মানুষটিকে বোঝায়, ফেরেশতার থেকে কিছু কম, মানুষের থেকে অনেক উপরে যার স্থান!
সময় পেলেঃ
♣"প্রিয় মায়ের প্রতি লেখা যে চিঠিটি কোনোদিনও পোস্ট করা হয়না....."♣