![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
আজকে একটা গল্প লিখবো। একটা ছন্নছাড়া মেয়ের গল্প।যে মেয়েটা ঝুমঝুমান্তি বৃষ্টি দেখলে নেচে উঠতো। কালবৈশাখী ঝড় দেখলে দুহাত উঠিয়ে বলতো আমাকে উড়িয়ে নিয়ে যা। রাস্তার ধারের ছোট্ট ছেলেটা যখন অনেক বড় একটা টিফিনক্যারিয়ার একপাশে কাত হয়ে টানতে টানতে নিয়ে যেত তখন সেও তার হাত আর বোঝাটা একসাথে ধরে তার সাথে মাথা দুলিয়ে গল্প করতে করতে যেত।রাস্তার লোকেরা দেখে মনে করতো এরা না জানি কত পুরোন বন্ধু।
নানারকম পাগলামি আর একটু আধটু পড়াশোনায় দিনগুলো বেশ কাটছিলো।প্রচন্ড পড়ার আর জানার নেশায় বাকি পৃথিবীটা কখোনো চোখ তুলে ঠিকমত দেখেওনি। নীল দেয়ালের ভুবনে তার অনেক বন্ধু ছিল। তাদের একজন হঠাৎ তাকে প্রশ্ন করলো ,
"একটা নীল পাহাড়ের ওপর মেঘের দেশে যদি তোমাকে নিয়ে যাই"
" আমি খুশিতে কাঁদতে শুরু করবো"
"যদি তোমার একফোঁটা চোখের পানিও মাটিতে পড়তে না দেই?"
মেয়েটি চুপ। চুপ করে থাকে আর ভাবে যোজন যোজন দুরে থাকা অদেখা মানুষটাকে বিশ্বাস করা কি ঠিক হবে? ভীষন তোলপাড় তার বুকে। এভাবেই একপা দুপা করে চলতে চলতে সে পেল এক নতুন আলোর খোঁজ।
দিন যায়, মাস যায়, নীল বন্ধুর পত্র আসা কমে যায়। কমে যায় কথা বলাও। মেয়েটি অনেক কিছু হারাতে শুরু করে। কলম, ব্যাগ, বই সাথে সাথে মানুষের ওপর বিশ্বাস। একটা সময় পেরোয় অনেক বিষন্নতায় ভর করে। ভেঙ্গেচুড়ে একাকার মেয়েটা একসময় সিদ্ধান্ত নেয় ঘুরে দাঁড়ানোর। তারপরের গল্পটা আর সবার মতই। সে না হয় অন্য আর একদিন শোনাব।
©somewhere in net ltd.