![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
লাল সবুজের বুকের ভেতর
বন্ধ ছিল দোর
আমার বুকে রক্তক্ষরণ
অমনি বুঝি তোর?
বন্ধ ছিল লজ্জা ,ঘৃনা
আরও অপমান
আরও ছিল কান্না অনেক
শহীদ হওয়ার গান।
হিংস্র শ্বাপদ হায়েনা যত
খোলা আকাশ তলে
তাদের দেখে মনে হত
অতীত গেছে ভূলে।
সেই লাজেতে মাথা নুয়ে
ছিলাম মোরা বেশ
হঠাৎ করেই খুললো আগল
রক্তক্ষরণ শেষ।
গর্জে ওঠে অগ্নিকন্যা
কন্ঠ হাতিয়ার
আরও আছে ছোট্ট শিশু
তারও চাই বিচার।
কন্ঠে সবার একই স্লোগান
সকল রাজাকার
ফাঁসির দড়ি গলায় পড়ে
ঝুলবে যে এবার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
সানজিদা হোসেন বলেছেন: ফাঁসি চাই
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
মিগ ২৯ বলেছেন: কন্ঠে সবার একই স্লোগান
সকল রাজাকার
ফাঁসির দড়ি গলায় পড়ে
ঝুলবে যে এবার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
সানজিদা হোসেন বলেছেন: ফাঁসি চাই
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: শাহবাগে মানুষগুলো করছে কেমন ভীড়
ক্ষোভে-দু:খে জ্বলে উঠে ছেড়ে এসে নীড়
কসাই কাদের করছে আকাম
আবদুল কাদের মোল্লাকে সাজায়
কাদের মোল্লার ফাসি চেয়ে ঢোল-তবলা বাজায়
আদালতের অবমাননা করছে তারাই করছে
ঘাতক দালাল নাস্তিকদেরই পীছন তারা ধরছে
তারাই ঘাতক তারাই দালাল, পর্দা ছেড়ে নগ্ন
ইসলাম তাদের ভাল লাগে না পাপাচারে মগ্ন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
সানজিদা হোসেন বলেছেন: তারাই দালাল। দালালদের ফাঁসি চাই।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
স্পাইসিস্পাই001 বলেছেন: বিচার হবে বাংলার মাটিতে .....
ফাসি চাই ফাসি....রাজাকারের ফাসি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
সানজিদা হোসেন বলেছেন: ফাঁসি চাই
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
সানজিদা হোসেন বলেছেন: ফাঁসি চাই
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
লিটল হামা বলেছেন: চমৎকার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: গর্জে ওঠে অগ্নিকন্যা
কন্ঠ হাতিয়ার
আরও আছে ছোট্ট শিশু
তারও চাই বিচার।
অবশ্যই বিচার চাই, ফাঁসি চাই।
কোবতে - প্লাস