![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
খোলা হাওয়ায় ঘুরছে দেখ
খুন পিয়াসী পা চাটা সব কুকুরগুলো
ওই যে ওরাই একাত্তরে
তোমার আমার শরীর ছিঁড়ে রক্ত খেলো।
ওইতো ওরাই, বোনকে আমার
ছিঁড়ে খুঁড়ে নোংরা হাতে হত্যা করে
ওরাই ছিল ,তোমার আমার
সোনার দেশের আঁচল ধরে।
তারপরেতে এক প্রভাতে
গর্জে ওঠে বীর বাঙ্গালী অস্ত্র ধরে
অনেক ত্যাগ আর তিতিক্ষাতে
রক্ত বুকের উজার করে স্বাধীন করে।
তারপরেতে কিযে হলো
নোংরা পশু ঘুরে বেড়ায় দিনদুপুরে
কেউ রোখেনা ,কেই বলেনা
বাঁধো তোমরা শক্ত হাতে ওই কুকুরে।
আবার তো তাই জেগে ওঠে
কলম নিয়ে যুদ্ধ করা বন্ধুগুলো
পাশে আসে ছাত্ররা সব
করতে বিকল রাজাকারের ফন্দিগুলো।
দ্রোহের আগুন ভীষন নতুন
জ্বলছে দেখ আজ আমাদের বুকটা জুড়ে
ঝুলবে ওরা ফাঁসি কাষ্ঠে
কলজে ওদের খাব আমরা ছিঁড়ে ক্ষুরে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: দ্রোহের আগুন ভীষন নতুন
জ্বলছে দেখ আজ আমাদের বুকটা জুড়ে
ঝুলবে ওরা ফাঁসি কাষ্ঠে
কলজে ওদের খাব আমরা ছিঁড়ে ক্ষুরে।
দারুণ+++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
অণুষ বলেছেন: আমি লজ্জিত আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
সানজিদা হোসেন বলেছেন: আমরা এ লজ্জা খুব শীঘ্রি মুছে ফেলবো
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
আদরেজহক বলেছেন: ওইতো ওরাই, বোনকে আমার
ছিঁড়ে খুঁড়ে নোংরা হাতে হত্যা করে
ওরাই ছিল ,তোমার আমার
সোনার দেশের আঁচল ধরে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সানজিদা হোসেন বলেছেন: কেমন আছ?
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা আপুনি!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপু
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
shfikul বলেছেন: অসাধারণ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
স্বদেশ হাসনাইন বলেছেন: পিশাচের গায়ে টকটকে খুনের দাগ। শুধুই পিঞ্জরে পাখি পুষে
তাদের সাজা রেয়াত হবে না
তামাদি হবে না আমাদের, সাড়ে তিন যুগ কতটুকু আর
লাল সবুজে মর্গে ঘুমিয়ে থাকা স্বজনে ইতিহাস
দ্রোহ জ্বলছে অস্থি সাদা চাঁদ
আমাদের হাতে, হাতে হাতে তার বিচার হবে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
সানজিদা হোসেন বলেছেন: khub sundor
৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫
জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -
মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দ্রোহের আগুন ভীষন নতুন
জ্বলছে দেখ আজ আমাদের বুকটা জুড়ে
ঝুলবে ওরা ফাঁসি কাষ্ঠে
কলজে ওদের খাব আমরা ছিঁড়ে ক্ষুরে।
++++++++++++++++++++++