নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

রোজই ভুলিস

১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

অনেক অনেক জনম আমি

প্রতিক্ষাতেই আছি

তোর প্রেমেতে মরতে গিয়েও

তোরই তরে বাঁচি।

ব্যস্ততাতে ,কাজে ডুবে

একলা থাকার ক্ষণে

তুই কি রোজই ভুলিস আমায়

পড়ে আমায় মনে?

আমি তো সেই সারাবেলা

তোর খেয়ালেই থাকি

ঝুম দুপুরে পুকুর পাড়ে

রোদের ছবি আঁকি

খুব সকালের মিঠেল রোদে

ঘুমটা ভেঙ্গেই ভাবি

তুই যে আমার এক জীবনেই

স্বপ্নলোকের চাবি

সকাল দুপুর গড়িয়ে যখন

সাঁঝটা আসে ঘরে

অনেক সাধের সাঁঝবাতিটা

জালাই তোরই তরে

অনেক দুঃখ আর অভিমান

মনের ঘরে পুষি

কেন ভালবাসি তোকে

তাই নিজেকেই দুষি



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১১

হাসান মুহিব বলেছেন: আমার একান্ত মনে কথা ; বলছেন

১২ ই জুন, ২০১৩ রাত ১০:২২

সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

শাহজাহান মুনির বলেছেন: আমি তো সেই সারাবেলা
তোর খেয়ালেই থাকি
ঝুম দুপুরে পুকুর পাড়ে
রোদের ছবি আঁকি


অনেক অনেক ভাল লাগা জানবেন।

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনের ঘওে পুষি
সম্ভবত মনের ঘরে পুষি হবে ।
সুন্দর কবিতায় প্লাস ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

মনের ঘওে পুষি- এই জায়গাটা ঠিক করেন।

শুভকামনা।

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ।ঠিক করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.