![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
বৃষ্টি তোমার প্রতিক্ষায়
আমি দিগন্তজোড়া ধূ ধূ প্রান্তর।
বৃষ্টি তোমার প্রতিক্ষায়
আমি পিচ ঢালা রাস্তায় জলের বিভ্রম।
বৃষ্টি তোমার প্রতিক্ষায়
আমি উদ্ধত চাতক।
বৃষ্টি তোমার প্রতিক্ষায়
আমি জানালায় চোখ রাখা চকিত কিশোরী।
বৃষ্টি তোমার প্রতিক্ষায়
আমি ফুটবল মাঠের বালক
কাদামাটিকে করতে আলিঙ্গন্।
বৃষ্টিরা আর আসেনা আমাদের আঙ্গিনায়।
আসে শুধু রক্ত।
প্রতি দুপুরের হিংস্র রোদে
আমরা খুন হই।
বৃষ্টিরা আর আসেনা আমাদের আঙ্গিনায়
সেখানে এখন শ্বাপদের আনাগোনা
মাঠের ফসল পুড়ে অঙ্গার
পুড়ে যায় শব,
পুড়তে থাকে সব,
আমাদের হাড়গোর,
বুকের পাজর,
কখোনোবা পাকস্থলী।
বৃষ্টিরা আর এসোনা আমাদের আঙ্গিনায়।
২০ শে জুন, ২০১৩ সকাল ১০:১৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। ছন্দকবিতার পাশাপাশি আপনি এমনও ভালো লেখেন। দুটোই চলুক!