![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ঝুলে থাকে শূন্য সিলিং
পরদার স্মৃতি নিয়ে গ্রিল
দেয়ালে লেখা তুমি নেই
ধূসরের বুকে ছবি নীল।
চলে গেছ ভুল বুঝে
ফেরাতে পারিনি তোমাকে
তুমি হীন শূন্য এ ঘর
কান্নার গল্প আঁকে।
মেঘহীন তীব্র বিকেল
কোন স্মৃতি নেইযে মধুর
শূণ্যতা জমে জমে
হয়েছে যে বেদনা বিধূর।
ফিরে এসো এ আকাশে
উড়বো তোমাকেই ধরে
বুনে নেব স্মৃতিটাও
কবিতার খাতাটা ভরে।
গড়ে নেব মাটির বুকে
প্রেমের সে কবিতা অমর
শুধু আজ একবার
এসো ফিরে তবে হলো ভোর।
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: গড়ে নেব মাটির বুকে
প্রেমের সে কবিতা অমর
শুধু আজ একবার
এসো ফিরে তবে হলো ভোর।
সুন্দর হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর হয়েছে। যে, টা, এগুলো যত কম ব্যবহার করা যায়।
আরেকবার পড়ুন, যেখানে ছন্দপতন হয়েছে দেখুন ঠিক করতে পারেন কিনা।
শূণ্যতা>শূন্যতা।
শুভ কামনা।
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সানজিদা হোসেন বলেছেন: একবসায় লিখতে পাড়লে ভাল হত। ভেঙ্গে ভেঙ্গে লিখেছি। তাই বেশি সুবিধার হয়নি
৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২০
ফালতু বালক বলেছেন: +++++
ভালো লাগছে।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ! ভালোই লাগল।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২
অনাহূত বলেছেন: কবিতার ভাব বুঝার চেষ্টা করতে গিয়ে দেখলাম -
ঝুলে থাকে শূন্য সিলিং
পরদার স্মৃতি নিয়ে গ্রিল
দেয়ালে লেখা তুমি নেই
ধূসরের বুকে ছবি নীল।
চলে গেছ ভুল বুঝে
ফেরাতে পারিনি তোমাকে
তুমি হীন শূন্য এ ঘর
কান্নার গল্প আঁকে।
এখানে একটা হাহাকার ভাব ফুটে উঠেছে। চলে গেছে ভুল বুঝে, যাকে ফেরানো যায়নি। শূন্যতা যেন প্রতিটি অনুভবে কান্নার গল্প আঁকে। আবার এই লাইনগুলোতে এসে খটকা লাগলো -
মেঘহীন তীব্র বিকেল
কোন স্মৃতি নেইযে মধুর
শূণ্যতা জমে জমে
হয়েছে যে বেদনা বিধূর।
যার সাথে কোন মধুর স্মৃতি নেই তবে কেন এতো হাহাকার ভাব এলো, শুন্যতা তৈরী হলো বুঝতে পারিনি। হয়তো আমার বুঝার ভুল।
ছন্দ কবিতা অনেক দিন পড়া হয়না। পড়তে ভালো লাগছে।
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সানজিদা হোসেন বলেছেন: এত কিছু চিন্তা করেতো লিখিনি? ধন্যবাদ
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর ছন্দ। ভাল লাগল কবিতা।
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
একজন আরমান বলেছেন:
বেশ চমৎকার।
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪
ধান শালিক বলেছেন: '' এসো এ আকাশে
উড়বো তোমাকেই ধরে
বুনে নেব স্মৃতিটাও
কবিতার খাতাটা ভরে। '' ভালো লাগলো লাইন গুলো ।