![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
আকাশটা আজ কাঁদুকনা খুব
একলা বুকের মাঝে
দিন গড়িয়ে হেলায় ফেলায়
গড়াক বেলা সাঁঝে।
সাঁঝবাতিকেই অপার মায়ায়
বুকেই চেপে রাখি
তুইতো রোজি এমনি করেই
যাস যে দিয়ে ফাঁকি।
তোর ফাঁকিতে দিন গড়িয়ে
রাতের আনাগোনা
একলা বনে সঙ্গোপনে
তারার মেয়ে গোনা।
একলা ছিলাম, একলা আছি
থাকবো একলাটাই
তুই আছিস চারপাশেতেই
আমার কাছেই নাই।
থাকিস না হয় এমনি দুরেই
কিবা আসে যায়
জড়িয়ে রব সাঁঝবাতিটাই
ক্লান্ত নীলিমায়।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ হামা ভাই
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে......
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪
সানজিদা হোসেন বলেছেন: তবে যাকে নিয়ে চলতে চাই তার কানটা ধরে টেনে নিয়ে আসতে হয়
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
একজন আরমান বলেছেন:
বেশ !