![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
কবিতারা আর আসেনা আমার ঘরে
আমাকে দেখিয়ে দুরের আকাশে ওড়ে।
কবিতারা আর বসেনা আমার ছাতে
রেলিং এর পরে ওড়াউড়ি দিন কাটে।
কবিতায় আর ঝরেনা বৃষ্টি কণা
কবিতারা আজ একা বসে দিন গোনা।
কবিতার বই একা বসে পাখি গোনে
কন্ঠে হারায়, থাকে শুধু মনে মনে।
তোমাকে এখন কবিতাতে তাই খুঁজি
বুঝিনা কবিতা, ভালবাসাটাই বুঝি।
কবিতার সব আঁকা বাঁকা পথ চিনে
লিখবো কবিতা নতুন আরেক দিনে।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ মামা
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার ছন্দের কবিতা !
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতারা আর আসেনা আমার ঘরে
আমাকে দেখিয়ে দুরের আকাশে ওড়ে।
কবিতারা আর বসেনা আমার ছাতে
রেলিং এর পরে ওড়াউড়ি দিন কাটে
লাইনগুলো অনেক ভালো লাগলো । শুভেচ্ছা আপু
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আরেকটু হলে তো চৌদ্দমাত্রার কবিতা হয়ে যেত একটুর জন্য হলো না। তবে মুগ্ধপাঠ +
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। মাত্রা বুঝিনা।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: ছন্দেরা দেখি লুটোপুটি খায়
তোমার কলমের ডগায়
দু:খবোধ লুকিয়ে থাকেনা
বললেই হল কবিতা বুঝিনা?
কবিতার পথ চেনা আছে আপনার কিন্তু সমস্যা মনে হয় অন্য কিছু খুলে বলুন পরামর্শ দেয়া যাবে।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
সানজিদা হোসেন বলেছেন: সমস্যা বড় কিছুনা। কাজের চাপে লেখার সময় পাচ্ছিলামনা। না লিখতে লিখতে এখন চাইলেও লিখতে পারছিনা। একটু সময় লাগবে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: আরেকদনের অপেক্ষায়।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!!
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯
খোলা বাতাস বলেছেন: ভাল লাগল....
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। প্লাস।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
রেজা সিদ্দিক বলেছেন: কবিতায় আর ঝরেনা বৃষ্টি কণা
কবিতারা আজ একা বসে দিন গোনা।