![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
যখন তখন ভূলের পাহাড়
ভাঙ্গতে যাওয়ার
দায় পড়েছে কার ?
মন পুকুরে টাপুর টুপুর
সকাল দুপুর
বন্ধ পারাপার।
চুপটি করে থাকবো বসে
হৃদমাঝারে দারুন রোষে
চাইনা তোকে আর।
ভুলেই যাব নীলচে আকাশ
অথবা সেই মাতাল বাতাস
রোজ হারানো সপ্তপারাবার।
ভুলেই যাব অন্ধ প্রেমে
রোজ বিকেলে আসতি নেমে
আমার বুকের কাছে।
ভুলেই যাব তোর ছবিটা
তোর লেখা ওই সব কবিতা
তুই বলে কেউ আছে?
ভুলতে গিয়ে তোরই কথা
তোর দেয়া ওই ক্লান্ত ব্যাথা
নীলচে খামের স্বপন।
নিজের কথা যাচ্ছি ভুলে
বারান্দাতে এলোচুলে
অশ্রু কণা গোপন।
২১ শে মে, ২০১৪ দুপুর ১:৫১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: বাহ আপুনি !!!
এমন ছড়া ছড়া কবিতা আমার বেশি ভালো লাগে!
২১ শে মে, ২০১৪ দুপুর ১:৫২
সানজিদা হোসেন বলেছেন: আমি এত গাধা কেন আপি? আপনিই যে বরুনাদি এটা বুঝতে আমার এত সময় লাগলো?
৩| ২১ শে মে, ২০১৪ দুপুর ২:০২
মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: ওয়াও খুব ভালোলগলো আপনার কবিতা টা
২১ শে মে, ২০১৪ দুপুর ২:০৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৬
শায়মা বলেছেন: আরে তুমি গাধা হবে কেনো?
বরুণার কথা কে বললো! আমি বলেছিলাম নাকি!
২২ শে মে, ২০১৪ সকাল ৯:৩৩
সানজিদা হোসেন বলেছেন: না। কিন্তু অামি বুঝে গেছি।
৫| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লাগলো।
যাই হোক, ফেইসবুকে আপনার জন্য একটা মেসেজ আছে। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।
শুভেচ্ছা।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৩১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৪৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈছে।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৭| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:১৩
মাহবু১৫৪ বলেছেন: সুন্দর
+++++
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:১২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ মাহবু
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৬
সোজা কথা বলেছেন: খুবই ভালো লাগছে! দুঃখ ভুলে যান! হাহাহা।