নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভুলের মায়ায়

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

আমার চোখে চোখটা রেখে

অন্য কারে খুঁজিস

মনটা আমার নাই বুঝলি

তোরটা কি তুই বুঝিস?



আমিতো সেই তোকেই ভাল

বাসছি দিবা রাতি

তুই যে আমার ঝুম বর্ষায়

বৃষ্টি ভেজার সাথী।



তোকে নিয়েই পুতুল খেলি

সাঁঝ বাতি তোর তরে

ছড়িয়ে আছে আধফোঁটা ফুল

মোর আঙ্গিনা ভরে।



মুঠোয় ভরে দিতে তোরে

যেই কুরোলাম ফুল

শূন্য ঘরে তাকিয়ে দেখি

সবটা আমার ভুল।



ভুলের মায়ায় অবাধ ছায়ায়

চাই যে তোকে শুধু

তোর বিহনে রাজপ্রাসাদও

আজ যে বিরান ধূ ধূ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯

িনয়ামুল কারীম মানসুর বলেছেন: ++++

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: +++

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৫

আরজু মুন জারিন বলেছেন: আমার চোখে চোখটা রেখে
অন্য কারে খুঁজিস
মনটা আমার নাই বুঝলি
তোরটা কি তুই বুঝিস?

কবিতায় অনেক শুভেচ্ছা রেখে গেলাম। ভাল থাকবেন।

অনেকক্ষণ খোজার পর একজন লেখিকা পেলাম নির্বাচিত পাতায়। ..সবাই দেখি লেখক (পুরুষ)

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

বাংলার পাই বলেছেন: চমৎকার!

২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন:




সামহোয়্যার ইন ব্লগটাকে যেমন দেখতে চাই... ... ... ... পোষ্টে আপনার মন্তব্য আশা করছি আর ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে তবে নাম সরিয়ে নিবো। জানাবেন প্লিজ।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

সানজিদা হোসেন বলেছেন: মন্তব্য করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.