![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
খুব অচেনা একলা স্রোতে
ভাসিয়েছিলাম ছোট্ট তরী
ডুব সাঁতারে ভাসতে গিয়ে
বললে তুমি" হাতটা ধরি"?
তোমায় নিয়েই তখন থেকেই
বাইছি তরী উজানস্রোতে
ঝড়ও আঘাত হেনেছে খুব
ভয়তো তাতে পাইনি মোটে।
এতটা পথ পেড়িয়ে তবু
তোমায় কেন অচীন লাগে
কই পালালো মুহূর্তরা
অনেক রাগে অনুরাগে।
আজকে কেন আমার কথা
তোমার কাছে নাটক লাগে
ঝগড়া আগেও করেছি খুব
এমনটাতো হয়নি আগে?
এখন থেকে এমনি বুঝি
একাই মনে গুমড়ে মরা
এমনি বুঝি প্রতিটাদিন
নিজের সাথেই যুদ্ধ করা?
এমনি বুঝি নীল জানালায়
উদাস বসে ইতিউতি
দেখবো তোমায় সেই পুরোন
অনেক আগের অলীক স্মৃতি?
খুব বেশি কি চাওয়া ছিল
একটা আকাশ উড়বো দুজন
ছোট্ট পাখির ছানার মত
শুনবো বসে মধূর কূজন।
এক সাগরে ভাসবো বলে
অনেকটা নীল সঙ্গী ছিল
সব ছড়িয়ে জলের বুকে
একমুঠো মেঘ আমার হলো।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯
সানজিদা হোসেন বলেছেন: ভালোবাসার শেষ পর্ব বলে কিছু নেই।
২| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০
উদদিন বলেছেন: শুধু একটা ইমাজ দিলাম ! আমি "ভালোবাসি" এ-কথা বলি"নি !
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১
সানজিদা হোসেন বলেছেন: বুঝেছি
৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
সুমন কর বলেছেন: ছন্দময় সুন্দর কবিতা।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ছন্দময় কবিতা সুখপাঠ্য ।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
তারার রাত বলেছেন: কবিতা পড়লাম। বেশ ভাল লাগল
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: এক সাগরে ভাসবো বলে
অনেকটা নীল সঙ্গী ছিল
সব ছড়িয়ে জলের বুকে
একমুঠো মেঘ আমার হলো। ++++++
অসাধারন ।
ভালো থাকবেন
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
উদদিন বলেছেন: ভালোবাসার শেষ পর্ব-বুঝি ?