![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
দামাল অবুঝ ইচ্ছেগুলো
সামলে চলিস তুই বেয়াড়া
হসনে এত অবাধ মাতাল
হসনে যে তুই সৃষ্টিছাড়া।
তোর পায়েতে জন্মবেড়ি
তোর মনেতে কবাট আঁটা
ভাবনাগুলো মেয়েলি খুব
চোখের তারায় আগল সাঁটা।
কই যাবি তুই দুরন্ত মেঘ
বৃষ্টি হয়েই ঝড়তে হবে
পার হতে চাস তুই দূর্বার
তোকে দেখে ফুঁসবে সবে।
তুই যে শুধু মায়ার কাজল
হাঁটিস কেন অন্য পথে
তুই যে শুধু শুধুই নারী
চাইলি কেন মানুষ হতে?
তুইতো হবি খুব অবলা
সব বাঁধনে বেধেই থাকিস
মাঝে মাঝে গলায় বেড়ি
পারলে শ্বাসও আটকে রাখিস।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭
সানজিদা হোসেন বলেছেন: আপনার বক্তব্য আরএকটু বুঝিয়ে বলুন
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪১
ব্লগ মাস্টার বলেছেন: ভালো
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬
হাসান মাহবুব বলেছেন: এক কথায় চমৎকার।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ হামা ভাই
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার প্রবল বুঝার ইচ্ছা থাকলে
এতো টুকুতেই বুঝতে পারবেন আশা রাখি।
দয়া করে নেগেটিভ কিছু বোঝার চেষ্টা করে
আমায় লজ্জিত করবেন না।
(আপনার কাব্যখানি খাঁচার পাখিকে একদিন উড়তে শিখাবে।
হয়তো আপনি খাঁচাতেই থেকে যাবেন।
মনে রাখবেন তাল গাছ যে লাগায় সে,
কিন্তু তাল ফল খেতে পারে না।)
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: কই যাবি তুই দুরন্ত মেঘ
বৃষ্টি হয়েই ঝড়তে হবে
পার হতে চাস তুই দূর্বার
তোকে দেখে ফুঁসবে সবে।
চমৎকার কবিতা ।
ভালো থাকবেন
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী ।
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: তুইতো হবি খুব অবলা
সব বাঁধনে বেধেই থাকিস
মাঝে মাঝে গলায় বেড়ি
পারলে শ্বাসও আটকে রাখিস।
বর্তমান যুগে নারীররা কি এতটাই পরাধীন ?
কবিতার ছন্দ ভাল লেগেছে?
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সানজিদা হোসেন বলেছেন: পরাধীনতা যুগের সাথে মরে যায়না খালি রং বদলায়। পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪
নুর ইসলাম রফিক বলেছেন: তুই যে শুধু শুধুই নারী
চাইলি কেন মানুষ হতে?
আপনার কাব্যখানি খাঁচার পাখিকে একদিন উড়তে শিখাবে।
হয়তো আপনি খাঁচাতেই থেকে যাবেন।
মনে রাখবেন তাল গাছ যে লাগায় সে,
কিন্তু তাল ফল খেতে পারে না।