নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় থাক দুঃখগুলো

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

চলে এসেছি
যেথায় মুঠোয় ভর্তি বাতাস
দিনমান পাক খেত ঘূর্ণি হয়ে।

ছেড়ে এসেছি
যেথায় অনাঘ্রাতা শিউলিরা
অপেক্ষায় থাকতো প্রতি ভোরে।

ফেলে এসেছি
সেইসব বর্ণিল দিন
আর অপেক্ষার তমসা রাতগুলি।

ভেবেছো কি
কি দুঃসহ আবেগ ধারন করেছিলাম
এই ক্ষুদ্র হৃদয়ে?

মনে পড়ে
কি যন্ত্রনাবিদ্ধ হয়েও
শুধু তোমাকেই চেয়েছি?

ভাবতে পার
কতটা ভালবাসলে
ভালবাসার মানুষকে ছেড়ে
দুরে চলে আসা যায়?

তাইতো দেখি আজ
আমাকে ছাড়া তুমি নিকষ আঁধারে

ডাকবোনা পিছনে ফিরে
পরে থাক শিউলির দল
বয়ে যাক ঘূর্ণি বাতাস
অপেক্ষায় থাক দুঃখগুলো।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

সানজিদা হোসেন বলেছেন:
ধন্যবাদ

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

নেক্সাস বলেছেন: ভাবতে পার
কতটা ভালবাসলে
ভালবাসার মানুষকে ছেড়ে
দুরে চলে আসা যায়?



অনেক সুন্দর কবিতা

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫০

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ছন্দের প্যাটার্নটা আপনার অন্য কবিতাগুলো থেকে ভিন্ন।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আজকাল নিজের লেখা পড়ে নিজেই বিরক্ত হচ্ছিলাম।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছান্দনিক কবিতায় ২য় ভাল লাগা।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক সুন্দর কবিতা ।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: কতদিন পর তোমাকে দেখলাম আপুনি।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

সানজিদা হোসেন বলেছেন: অনেক দিন পর

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অপেহ্মায় থাকা দুঃখগুলো কবিতার শব্দ বাক্য ছন্দে প্রাণ খুঁজে পেয়েছে।

ভাল লাগা রয়ে গেল।
:)

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আলোরিকা বলেছেন: 'প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস-
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ '......হায় ভালোবাসা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

সানজিদা হোসেন বলেছেন: ভালবাসা মানেই সর্বনাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.