![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
পড়ন্ত বেলায় লবঙ্গ লতিকার মত
হাতে হাতে জড়িয়ে ওরা চলে যায়।
অনেক ভোরে, যখন জাগেনি পাখ পাখালি
ভাঙ্গেনি সূর্যের ঘুম
সেইরকম অপার্থিব একটা সময়
বুকের মাঝে এলোচুলে
মাথা গুঁজে থাকে সে
কি ভীষন উষ্ণতায় জড়িয়ে থাকে তারা।
তারপর বেলা বাড়ে
সূর্যের হাসির সাথে সাথে
মুখরিত পৃথিবীতে
তারা ছড়িয়ে পড়ে দিনমান।
ছড়িয়ে কি যায়?
মনতো বড্ড গৃহী
সেতো ঘরেই থাকে বন্দী হয়ে।
যেখানে উঠানে সোনারূপো ছড়ায়
যেখানে খেলা করে আগামী
সেই তো সেখানেই।
তারপর দিন শেষে
ক্লান্ত শরীরগুলো ফিরে আসে ঘরে
আবার মনের সাথে এক হতে
আগামীর হাত ধরতে
আবার ভালবাসতে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। ছবি ক্রেডিট গুগল মামার
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো। ইদানিংকার লেখায় পরিবর্তনের ছোঁয়াটা উপভোগ্য।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া এই অভাজনকে এত উৎসাহ দেয়ার জন্য
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
নিলু বলেছেন: ভাল, লিখে যান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: সুন্দর কবিতা !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপুনি
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় সুন্দর ভালো লাগলো । +++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল কবিতা তবে সবচেয়ে বেশী ভাল লেগেছে ছবিটা ।