![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
নরম জীবনদায়ী স্বচ্ছ জল
বয়ে চলে জীবনের বাঁকে বাঁকে
কোথাএ নীল, কোথাও লাল
কোথাওবা অন্য কোন রঙ্গে।
ছাপ রেখে যায় নরম পলির বুকে
ছাপ ফেলে কর্কশ পাথরেও
পার্থক্য শুধুই সময়ের।
তোমাকেও আজকাল আমার জলের মত লাগে
কখনো কখনো তোমাকে আমার
মেঘ বলে ভ্রম হয়
চাতকের তৃষ্ণা নিয়ে
আমি আদিগন্ত খরায়
অপেক্ষায় থাকি।
কখনো তোমাকে দামাল বৃষ্টি মনে হয়
যখনি মন চায়
ভিজিয়ে যাও আমায়।
তারপর ঝড়ে পড়ো ফোঁটায় ফোঁটায়।
মাঝে মাঝে ভাবি তুমি নদী
চৈত্রের ক্ষরতাপে হাহাকার করা ফসলের মাঠের মত
বুকের মাঝে ক্ষয়াটে চিহ্ন এঁকে
তোমাকে অজস্র বানে ধেয়ে আসতে বলি।
মাঝে মাঝে তোমার নিঃশ্বাসে
আমি কালবৈশাখির গন্ধ পাই।
বড্ড বেয়াড়া আর একগুঁয়ে।
সেই তুমি যখন আমাকে কাঁদাও
তখন আমার বাষ্প হয়ে উড়ে যেতে ইচ্ছে হয়
এমন এক দিনে
ঠিক দেখবে উড়ে গেছি অশ্রু কনায় চেপে
মেঘেদের দেশে।
আর হাসবনা, ভালবাসবনা,
আর আসবনা তোমার আঙ্গিনায়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
হাসান মাহবুব বলেছেন: দারুণ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: ভালো লাগা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপুনি
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
রঙতুলি বলেছেন: দারুন লেগেছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: "আর হাসবনা, ভালবাসবনা,
আর আসবনা তোমার আঙ্গিনায়।"
অসাধারন !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯
আলোরিকা বলেছেন: চমৎকার .......জলের নানারূপের সাথে ভালবাসার নানারূপ ..... 'তোমাকেও আজকাল আমার জলের মত লাগে' +++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আলোরিকা।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
তুষার কাব্য বলেছেন: দারুন কবিতায় ভালোলাগা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: অভিমানী কবিতায় ভাললাগা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর কবিতা।++++
অভিমান ভূলে হাসুন এবং ভালবাসুন।