নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

মেঘ সাজিয়ে

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

ভালবাসা বৃষ্টি হয়ে
ঝড়ুক আজ এই বন্দরে
মন আঙ্গিনায় উথাল পাতাল
মেঘ সাজিয়ে অন্তরে।

ভালবাসা জলের কনায়
অাঁকুক তোমার মুখছবি
ভিজতে গিয়ে ঘোর বরষায়
হটাৎ আমি তাই কবি।

ভালসাসা সাঁঝবেলাতে
ভালবাসা রোদ্রছায়ায়
ভালবাসা থাকুক বেঁচে
মোদের মনের অপার মায়ায়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো। +

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

শায়মা বলেছেন: আরেকটা সুন্দর কবিতা আপুনি!!!!!!:)

২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপু

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ছন্দময়। ভালো।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। কমেন্ট দুবার হয়ে গেছিল। একটা ডিলিট করে দিচ্ছি

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতায় ভাললাগা ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪০

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.