নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

লাঞ্ছিতা

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০

আমরা সবাই বীর বাঙ্গালী
লালন করি সংস্কৃতি
ভিড়ের মাঝে একটু না হয়
আঁচল টানি , কি ক্ষতি?

কি আসে যায় একটু যদি
খেলার ছলে উল্লাসে
কাওকে করি আজ নিপিড়ন
কারো চোখে জল ভাসে।

কি আসে যায় আবোল তাবোল
যা করি আজ ইচ্ছা মোর
তোমরা সবাই থাক বসে
ঘরের মাঝে আগলে দোর।

একটু না হয় ভুল করেছি
শিক্ষিকাকে ছাত্রী ভেবে
তাই বলে কি এমনিতর
আমার নামে নালিশ দেবে?

যোগ্যতাতে ছাড়িয়ে গেলে
বুকটা জ্বলে বোঝ কি তা
তোমরা হলে ঘরের শোভা
বাইরে এলেই লাঞ্ছিতা ।

দেখতে পারি মানসচোখে
পৃথ্বী তোমার পদানত
তাইতো করি আজ প্রতিরোধ
মানবতা হোক আহত।

রুখবে তবু, জ্বলবে তবু
মানবেনা হার তোমরা আজ
নিত্ত নতুন নিপীড়নের
আবিষ্কার তাই মোদের কাজ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০

ময়না বঙ্গাল বলেছেন: বাজুক প্রেমের মায়ামন্ত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরে অভিবন্দনা...

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৪

সানজিদা হোসেন বলেছেন: এত কঠিন কথা বুঝিনা

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। আপনার সেরা লেখাগুলোর একটি। রোমান্টিক পদ্য বাদ দিয়ে এমন বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখুন।

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪

সানজিদা হোসেন বলেছেন: এমন বিষয় নিয়ে লেখতে চাইনা। এমন বিষয় ঘটুক তাও চাইনা

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

আলোরিকা বলেছেন: দ্রোহের আগুন উঠুক জ্বলে ...... সুন্দর ..... বানানগুলো - নিপিড়ন, ভূল,মানষচোখে,আবিস্কার > নিপীড়ন, ভুল,মানসচোখে,আবিষ্কার হবে ..... :)

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

সানজিদা হোসেন বলেছেন: ঠিক করে দেব স্যার :)

৪| ১৩ ই মে, ২০১৫ সকাল ৯:৩৬

নাঈম বলেছেন: দুর্দান্ত!!!

১৮ ই মে, ২০১৫ দুপুর ১:৩১

সানজিদা হোসেন বলেছেন:
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.