![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ভেবেছিলাম আমি পাথরে ফুল ফোটাব
আমার ভালবাসায়,
তোমার বুকজুড়ে ছুটবে চঞ্চল ঝর্না।
ভেবেছিলাম তোমার বুকজুড়ে
খেলবে দখিনা বাতাস
পাখিরা তোমায় করবে আলিঙ্গন.
ভালবাসার চোরাবালির মরণফাঁদ থেকে
ফিরে এসেছি খুব সাবধানে
আজ দেখি,
তোমাকে ভালবেসে
আমার হৃদয়ও পাথর হয়ে গেছে।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
সানজিদা হোসেন বলেছেন:
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর আপুনি!!!!!!!
পাথর হৃদয় ইজ ভেরি গুড!!!!!!!!!!
তাই কবিতাও এত সুন্দর হলো।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপু
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: বাহ! বেশ।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল হইছে, ভাল লাগা রইল।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ সুজন
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
ডার্ক ম্যান বলেছেন: এত পাষাণ কবিতা আর লিখবেন না
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
সানজিদা হোসেন বলেছেন: গহীন মানব পাষান কবিতা দেখে ভয় পায় নাকি?
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
অগ্নি সারথি বলেছেন: খ্রাপ না। ভালই।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর লিখেছেন। পাথর হৃদয় সব আঘাত সহ্য করে নিবে।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
সায়েম মুন বলেছেন: বেশতো!
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
বনমহুয়া বলেছেন: আপনার লেখাও দারুন আপা।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
আহমেদ জী এস বলেছেন: সানজিদা হোসেন ,
ভালোবাসা কিম্বা ঘৃনা ; যুদ্ধ কিম্বা শান্তি যেটাই হোকনা কেন আগে থেকে হৃদয়টাকে পাথর বানানোই বুদ্ধিমানের কাজ । এই পাথরের উপরে মাটি ফেলে ভালোবাসার ফুল ফোটানো বা শান্তির কবুতরের ডিম পারার কাজটি সেরে ফেলা যেতে পারে ।
এতে দুটো লাভ । এক - ফুল ফুঁটলে তো ভালোই বা শান্তির কবুতরের ডিমটি ফুঁটলে , স্বস্তি । ভালোলাগা ।
আর নম্বর দুই - কিছুই না ফুঁটলে পাথরের হৃদয় ফেটে যাবার কোনও চান্স নেই । সে পাথর ফাঁটাতে পারবেনা কেউ । তাই দুঃখ ও নেই
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
সানজিদা হোসেন বলেছেন: ভাল বুদ্ধি
১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
খালেদ সাইফুল্লা বলেছেন: আমি পাথরে ফুল ফোটাব
তোমার ভালবাসায়---------------------
lol na ?
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
সানজিদা হোসেন বলেছেন: চেষ্টা করে দেখেন । চেষ্টায় ক্ষতি কি !
১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
খালেদ সাইফুল্লা বলেছেন: আমি বলতে চেয়েছিলাম মানুষের কৌতুহলেই এই পরম সভ্যতার বিনির্মান; আমি দ্রাঘিমা পেরিয়ে কোন এক শস্যক্ষেতে চলে গিয়েছিলাম, জানো! যেখানে জীবনানন্দ আর কুবরিক একই আইলে গা এলিয়ে নভোকভ পড়ে। আহা! তোমাকে যদি দেখাতে পারতাম ফ্লেমিং এর ধমকে কতটা বিহ্বল ব্রুসনান সবসময়, যদিও তার ঈগল চোখ কখনও বা চিল হয়ে যায়!
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
সানজিদা হোসেন বলেছেন: ভাই এত ভাবের কথা বইলেন না। আমার ছোটো মস্তিস্ক নিজ কক্ষপথে ঘুরপাক খাইতে শুরু করে :p
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
খালেদ সাইফুল্লা বলেছেন: হা হা হা ! মজা পাইলাম ।
আপনার বিগত পোষ্ট গুলা দেখে তো মনে হয় না যে আপনার মস্তিস্ক ছোট ।
ভাই এত ভাবের কথা বইলেন না
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
সানজিদা হোসেন বলেছেন: মস্তিষ্ক জিনিসটা কারোরই খুব একটা বড় না। আমার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ ।
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
খালেদ সাইফুল্লা বলেছেন: ভালবাসার চোরাবালির মরণফাঁদ থেকে
ফিরে এসেছি খুব সাবধানে
আজ দেখি,
তোমাকে ভালবেসে
আমার হৃদয়ও পাথর হয়ে গেছে।[/su
জিবনে কি এমন কষ্ট পেয়েছেন ঝানতে পারি ?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১১
সানজিদা হোসেন বলেছেন: কবিতার উৎস আবেগ। সে আবেগ কোথায় থেকে এল তা গুরুত্বপূর্ণ না।
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
খালেদ সাইফুল্লা বলেছেন:
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
সানজিদা হোসেন বলেছেন:
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
রুদ্র জাহেদ বলেছেন:
ভালবাসার চোরাবালির মরণফাঁদ থেকে
ফিরে এসেছি খুব সাবধানে
আজ দেখি,
তোমাকে ভালবেসে
আমার হৃদয়ও পাথর হয়ে গেছে।
দারুণ কাব্য
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: "ফিরে এসেছি খুব সাবধানে
আজ দেখি,
তোমাকে ভালবেসে
আমার হৃদয়ও পাথর হয়ে গেছে।" নাওযুবিল্লাহ! পাথর হলে তো হবে না, ফুল ফুটাতে হবে!