![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
এসো সখা
আজকে আবার কাব্য লিখি
চারদুপুরের নির্জনতার
উদাস মাতাল চিত্র দেখি।
আজ এখানে উড়ুক শকুন
যাক পঁচে যাক সব মৃত লাশ,
গন্ধ ছড়াক বিকট ভীষন
রাংতা মোড়া গলাতে ফাঁস।
আজ এখানে কাব্য হবে
তোমায় আমায় মাল্যবদল,
আজ এখানে বর্ষা ঝরুক
আকাশ মাটির অদল বদল।
আজকে দেখ কাঁপছে পাহাড়
স্পর্শে তোমার আমার এ প্রেম
মুখ লুকিয়ে ভ্যাঙ্গাচ্ছে জল
কি বেহায়া , চোখ লুকোলেম।
আজকে এসো শীতল পাটি
বিছিয়ে বসি ঝর্না ধারে,
জল কলকল কাব্য দুজন
গাইবে কুহু আদর করে।
ঢাকবে আকাশ ধূলায় ভীষণ
বইবে বাতাস ঘূর্ণি বেগে,
লাগবে না ছাই তোর কবিতা
বলবো আমি ভীষন রেগে।
মান ভাংগাতে অাঁজলা ভরে
ফুল কুড়োবি শিউলি তলে
কাব্য বাঁচুক প্রেমে ,গানে
কাব্য ভুলুক প্রেমের ছলে।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
সানজিদা হোসেন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
সুলতানা রহমান বলেছেন: শব্দ টা মনে হয় রেগে হবে।
কবিতা ভাল লেগেছে।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ । ঠিক করে দিয়েছি
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
অতঃপর হৃদয় বলেছেন: বেশ ভাল হয়েছে, শুভেচ্ছা নিয়েন
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
সানজিদা হোসেন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: খুব ভাল লাগল।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় সুন্দর ছন্দ আছে । পড়তে ভাল লেগেছে । দারুণ ।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুব ভাল লাগল।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ ভালো লাগলো
শুভেচ্ছা লেখক
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকেও
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
তাশফিয়া নওরিন বলেছেন: খুব ভাল লাগল।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ নওরিন
১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
আহমেদ জী এস বলেছেন: সানজিদা হোসেন ,
ছন্দময় ।
তবে কবিতার পুরোটা গা জুড়ে যেখানে কাব্য লেখার চিত্র , যেখানে প্রেমের মাল্যবদল হয়, আবেগে পাহাড় কাঁপে সেখানে দ্বিতীয় স্তবকটি কেমন বেমানান লাগছে ।
শুভেচ্ছান্তে ।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
সানজিদা হোসেন বলেছেন: আজ এখানে উড়ুক শকুন
যাক পঁচে যাক সব মৃত লাশ,
গন্ধ ছড়াক বিকট ভীষন
রাংতা মোড়া গলাতে ফাঁস।
সব মেকি, জীবন্মৃত , পঁচে যাওয়া অস্তিত্বকে মুছে দেয়ার চেষ্টা ।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজকে দেখ কাঁপছে পাহাড়
স্পর্শে তোমার আমার এ প্রেম
মুখ লুকিয়ে ভ্যাঙ্গাচ্ছে জল
কি বেহায়া , চোখ লুকোলেম।
চমৎকার ! জয়তু কাব্য ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ লিটন
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কবিকে ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
শুভেচ্ছা বোনাস..............
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
অনিক বলেছেন: আজকে তুমি অনেক দূরে
আছো তবু বুকটা জুড়ে
হারিয়ে যাওয়া গানের সুরে
তোমায় খুঁজি অচিনপুরে।
লিখতে থাকিস এমন করে
লুকিয়ে এসে যাবো পড়ে.....।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ অনিকদা
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
নেক্সাস বলেছেন: ভালো লাগলো কবিতায়
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
তুষার কাব্য বলেছেন: ভাললাগা কবিতায় ।
শুভেচ্ছা বিজয়ের ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ তুষার
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লাগলো ||
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক চমৎকার ছন্দময়।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
আদিম রাজা বলেছেন: কাব্যময়তা আছে /সুন্দর কবিতা । আরও চাই ।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
রুদ্র জাহেদ বলেছেন: মান ভাংগাতে অাঁজলা ভরে
ফুল কুড়োবি শিউলি তলে
কাব্য বাঁচুক প্রেমে ,গানে
কাব্য ভুলুক প্রেমের ছলে।
চমৎকার কবিতা।খুব ভালো লাগল
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
মঞ্জু রানী সরকার বলেছেন: ঢাকবে আকাশ ধূলায় ভীষণ
বইবে বাতাস ঘূর্ণি বেগে,
লাগবে না ছাই তোর কবিতা
বলবো আমি ভীষন রেগ। খুভ সুন্দর। পড়ে মনটা ভালো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ