![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
কোন সুদুরে মেঘ মেদুরে
কোন প্রেমেতে লীন
অজানা সেই মায়ার ছলেই
হচ্ছি রোজ বিলীন।
ভালবাসা ,প্রেমের রঙ্গে
রাঙ্গাই চুপি চুপি
তাকে নিয়েই স্বপ্ন চোখে
আঁকছি বহুরূপি।
ভাবছি মনে সঙ্গোপনে
সেও কি আমায় ভাবে
দিন গড়িয়ে সূয্যি যখন
জলের দেশে যাবে ।
সে ও কি আঁকে চোখ কাজলে
বাঁধে আজো বেনী
অমনি মুখে শিশুর হাসি
কন্ঠে রিনিঝিনি।
সেই যে সেদিন রাস্তা দুটো
দুদিক গেছে বেঁকে
ভেবেছিলাম দেখবনা আর
তোমায় পেছন থেকে।
অনেক দিনের পরেও আমি
তোকেই ভালবাসি
আজো হৃদয় উছলে ওঠে
নীল দেয়ালের হাসি।
চাইছি তোকে ভুলে যেতে
অনেকটা দিন ধরে
মনের জমীন শক্ত এখন
আর সবারই তরে।
ভুলতে তোকে প্রেম ভুলেছি
চোখেও মেকি হাসি
মিথ্যে করেও বলিনা আজ
কাউকে "ভালবাসি"।
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
হাসান মাহবুব বলেছেন: ভেরি স্যাড। চৌখে পানি আয়া পর্লো। কবিতা বরাবরের চেয়ে বেশিই ভালো হৈছে।
শুভকামনা রইলো।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ । (মন্তব্য পড়ে এতটাই কনফিউসড যে ভাষা খুঁজে পাচ্ছি না)
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে , বেশ সরল ভাষাবিন্যাস।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
আমি রুহুল বলেছেন: সুন্দর হয়েছে আপি,
প্রথম ভালোলাগা।