নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

অকপট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

কারো সাথে প্রতিযোগিতায়
তোমায় জিতিনি।
তোমাকে আমি তোমার মতই পেয়েছিলাম।
আমি সবাইকে দেখিয়ে বিজয়ের হাসি হাসিনি
আমি নিভৃতে তোমার হাত ধরে কেঁদেছিলাম।
অভিমানে মুখ ফুলিয়েছি,
দূরেও সরেছি বহুবার।
আমরা ঝাঁ চকচকে বিলাসী ছবিতে
ভরিয়ে দেই নি নীল দেয়াল।
আমাদের মাথার ওপর নীলাকাশ ছিল,
আমাদের পায়ের নিচে সবুজ ঘাসের খুনসুটি ছিল,
আমাদের চোখের সামনে দুরন্ত রৌদ্র ছিল,
আমাদের নাকে সোঁদামাটির আপন এক গন্ধ ছিল,
আমরা শুধুই ভালোবেসেছিলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার দৃশ্যপট।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ অগ্নি

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

ধার্মীক রাজপুত্র বলেছেন: Excellent writing....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

আলোরিকা বলেছেন: 'আমাদের মাথার ওপর নীলাকাশ,
আমাদের পায়ের নিচে সবুজ ঘাসের খুনসুটি ,
আমাদের চোখের সামনে দুরন্ত রৌদ্র ,
আমাদের নাকে সোঁদামাটির আপন এক গন্ধ ,
আমরা শুধুই ভালোবাসি , ভালবাসতেই থাকি------------- :D '

+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ স্যার

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

জ্যোস্নার ফুল বলেছেন: যান্ত্রিকতা ছিলনা, প্রতিযোগিতা ছিলনা, ভনিতা ছিলনা,
সরলতা ছিল প্রকৃতির রঙে
শুধুই ভালোবাসা ছিল

সুন্দর লিখেছেন কবি :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: কবিতাটি আসলেই অকপট।
++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমাদের মাথার ওপর নীলাকাশ ছিল,
আমাদের পায়ের নিচে সবুজ ঘাসের খুনসুটি ছিল,
আমাদের চোখের সামনে দুরন্ত রৌদ্র ছিল,
আমাদের নাকে সোঁদামাটির আপন এক গন্ধ ছিল,
আমরা শুধুই ভালোবেসেছিলাম।
কি অসাধারণ মায়াময় কথা।

অনেক অনেক ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.