নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

নজর সামলে

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

জী হ্যা জনাব সাব
আপনাকে বলছি
নজরটা রাখুন আজ সামলে

যেখোনে সেখানে চোখ
হায়েনার মত হেনে
পড়নাকো যেন আর হামলে

আমরা কোমরে আজ
পেঁচিয়ে ঢাকাই শাড়ি
যেথা পাব সেথা হতে রুখবো

শরীরে অনাকাঙ্খিত
সুযোগের হাত পেলে
দুমড়ে মুচড়ে ওটা খুলবো

তারপর যেন তুমি
নাকি কাঁন্না কেঁদনা
বোলনা ওরা যে বে আব্রু

আলকাতরা মেখে
মেলায় ঘোরাব আর
চামড়ায় বাজাব যে ডমরু

এলোচুলে শক্ত
খোঁপা রেধে আটসাট
তোমাকে সবার মাঝে পেটাব

রুখতে সাহস হয়
আয় কেকে সামনে
পুরুষত্বের সাধ মেটাব

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

ঝালমুড়ি আলা বলেছেন: ভালো লাগল কবিতা ।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

সোজোন বাদিয়া বলেছেন: ভাল বক্তব্য। কিন্তু এখনও যেন সেটা স্বপ্নের পর্যায়ের রয়ে গেছে। ওরা হয়তবা শুনে মুচকি হাসবে। আর একটা বিষয়, শুধু 'পুরুষত্বের' না বলে 'তোর পুরুষত্বের' বললে শেষ লাইনটা লিঙ্গবিদ্বেষের ভুল বোঝাবুঝি থেকে মুক্ত হবে। লিখে যান।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

সানজিদা হোসেন বলেছেন: আমার হাতে মার খা্ওয়ার সৌভাগ্য (!) যাদরে হয়েছে তারা হাসবেনা । আর শুরুর স্বপ্ন ই বাস্তবে সাফল্য হয়ে ধরা দেয়। আমরা নতুন দিনের স্বপ্ন দেখছি ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ঠিকি বলছেন....
রাস্ট্র নিজেই যেহেতু এটার প্রতিকার কিছুই করতেছে না।
সুতারাং আপনারা/ আমাদেরকেই এটার প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে।।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: দারুণ লিখসেন। আউট অফ দ্যা ট্র্যাক। এরকম আরো চাই।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ হামা ভাই :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

আলোরিকা বলেছেন: খোঁপা রেধে আটসাট -------------- হে নারী আগে রান্না - বান্না থেকে মুক্ত হউন ;)

মজা করলাম । কবিতা চমৎকার হয়েছে । কাঁন্না < কান্না , কেকে < কে কে ।

অনেক শুভকামনা দ্রোহী । দ্রোহের আগুন ছড়িয়ে যাক সবার মাঝে :)

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ স্যার

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

নকীব কম্পিউটার বলেছেন: ভাল লাগলো।

যেসব মেয়েরা অপেন চলাচল করে তাদের কারাতে শিখা অত্যন্ত জরুরী।
যাতে করে ইভটিজারদের শায়েস্তা করতে পারে।
বিশেষ করে- একাকী না থেকে দুই তিন জন করে দলবেঁধে বের হওয়া ভালো।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

সানজিদা হোসেন বলেছেন: অপেন চলাচল বলতে কি বুঝাতে চাচ্ছেন?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২

বার্তা বাহক বলেছেন: অতি আক্রমনাত্মক হয়ে গেল!

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

সানজিদা হোসেন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.