![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ভিখিরীর মত তোমার প্রেম চাইতে আসিনি
চোখে চোখ রেখে বলিষ্ঠ কন্ঠে
বলেছি ভালবাসি।
রাতের অন্ধকারকে সাক্ষী রেখে
গোলাপ হাতে ধর্না দেইনি তোমার জানালায়
গর্বিত সৈনিকের বেশে
মার্চপাষ্ট করে
এসেছি তোমার দূয়ারে।
যন্ত্রীরা বাজিয়েছে বিউগল উঁচুতারে
বলেছি, দেখ আজ থেকে আমি শুধুই তোমার।
তোমার চরনে রাখিনি হৃদয়
তোমার হাতে রাখিনি হাত
তোমার ঠোঁটকে আমি স্পর্শ করিনি।
ছুঁয়েছি তোমার আত্মাকে ।
সেটাই যথেষ্ট ছিল।
তুুমিও জেনেছো
আমি তোমাকে কতটা তীব্রভাবে চাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৯
সানজিদা হোসেন বলেছেন: এ ব্যাপারে প্রত্যেকের সংগা ভ্ন্নি ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথম দুটি স্তবক। কেমন আছেন?
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। ভাল আছি ভাইয়া । ব্লগের পাস্ওয়ার্ড পরিবর্তন সংক্রান্ত জটিলতায় ভুগছিলাম । তাই অনেকদিন আসিনি
৩| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০০
এম. দেলোয়ার হোসেন বলেছেন: কবিতায় প্রেমের প্রবিত্রতা ফুঁটে উটেছে, ভালোবাসাটা এমন হওয়া উচিত, ভালো লিখেছেন।
আপনাদের ভুবনে আমি নতুন।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬
সানজিদা হোসেন বলেছেন: কবিতা পরার জন্য ধন্যবাদ
৪| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪
এম. দেলোয়ার হোসেন বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৪
সানজিদা হোসেন বলেছেন:
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর লিখনি প্রশংসার দাবিদার আপনি । ভাল লাগার বহিপ্রকাশটুকু জানাতে আয়োজন মাত্র। তবে ভাল বাসার জন্য কখনো কখনো কাংগাল হওয়া লাগে, তা অাপনার চিন্তার এক্টু বাহিরে। ভাল থাকবেন সবসময়।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮
সানজিদা হোসেন বলেছেন: আমি কাঙ্গালপনায় বিশ্বাসী নই । ভালবাসায় আমি বলিষ্ঠ । ধন্যবাদ পড়ার জন্য
৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৫
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর একটি কবিতা। ভাল লাগল
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:২০
রক্তিম দিগন্ত বলেছেন:
সে যদি জেনেই যায় তার প্রতি চাওয়া কতটা তীব্র - তাহলে তার কাছে এই ভালবাসাটার কোন মূল্যই নেই।
এটাই বাস্তব।
ভালবাসা ইজ জাস্ট অ্যা মরিচীকা। যাদের ভাগ্য ভাল - তারাই ক্যালকুলেশন মিলিয়ে মরিচীকাকে ছুঁতে পারে।