![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ভীড়ের মাঝে বেড়াই খুঁজে
চেনা কোন মুখ
উথাল সাগর, হাল ছাড়া পাল
খুঁজছি অচিন সুখ।
জনসমুদ্রে হারাই যে রোজ
খুঁজে বেড়াই কারে
কোন সে সখা, কোন পারাবার
ডাকছে সুদুর পারে?
ঠিকানা নাই, খুঁজতে না চাই
অচিন পথচলা
মাঝ সাগরে, দিক ঠাহরে
বেসুরে ছেড়ে গলা ।
একা একাই চলতে পারি
মরবো তো সেই একা
মাঝের অথৈ শুধুই যেন
অদৃষ্টেরি লেখা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০
তারুবীর বলেছেন: ভালো
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
মোস্তফা সোহেল বলেছেন: ভালই লিখেছেন। ছবিটা প্রথমেই দিলে আরও ভাল হত পোষ্টটি দেখতে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
সানজিদা হোসেন বলেছেন: ঠিক করে দিয়েছি । ধন্যবাদ
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
সাহসী সন্তান বলেছেন: বাহঃ চমৎকার ছড়া! নিচের ছবিটা উপরে দিলে পোস্টটা সুন্দর হতো! জাস্ট এডিটে গিয়ে নিচে ছবির লিংকটা কাট/কপি করে উপরে পেস্ট করলেই হয়ে যাবে! সুন্দর ছড়া কবিতায় ভাল লাগা!
শুভ কামনা জানবেন!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ । আমার নিয়মটা জানা ছিল না
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: চমৎকার।
কিন্তু বানান!!
ঠিক করে দিন প্লিজ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
সানজিদা হোসেন বলেছেন: কোন গুলো?
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
বিজন রয় বলেছেন: ভীড়ের মাঝে বেড়াই খুঁজে
চেনা কোন মুখ
উথাল সাগড়, হাল ছাড়া পাল
খুঁজছি অচীন সুখ।
জনসমুদ্রে হারাই যে রোজ
খুঁজে বেড়াই কারে
কোন সে সখা, কোন পারাবার
ডাকছে সুদুর পাড়ে?
ঠিকানা নাই, খুঁজতে না চাই
অচিন পথচলা
মাঝ সাগরে, দিক ঠাহড়ে
বেসুরে ছেড়ে গলা ।
একা একাই চলতে পারি
মরবো তো সেই একা
মাঝের অথৈ শুধুই যেন
অদৃষ্টেরি লেখা।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬
টুনটুনি০৪ বলেছেন: কবিতাটি অনেক ভালো লেগেছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে।
জনসমুদ্রে হারাই যে রোজ
খুঁজে বেড়াই কারে
কোন সে সখা, কোন পারাবার
ডাকছে সুদুর পারে? - চমৎকার!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা; ভালো লাগলো।
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮
সানজিদা হোসেন বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।