নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিরা এখন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

স্মৃতিরা এখন ভীষন মারমুখী
স্মৃতিরা এখন নীল দেয়ালেই সুখী।
স্মৃতিরা এখন অনেক ভীড়েতে একা
স্মৃতিরা শুধুই মেকি জানালায় দেখা।
দলাদলি সব , গলাগলি করে ভাবে
কে কত শেয়ার, কতবা লাইক পাবে।
ঝুম দুপুরেতে নিশব্দের মাঝে
অথবা বিকেলে ফুরিয়ে সকল কাজে।
স্মৃতিরা এখন মানসপটের বাঁকে
অনুভূতি মোড়া নয়, খোলা পড়ে থাকে।
স্মৃতিরা এখন মেমোরী কার্ডে বাসা
মনে কিছু নেই, সব যন্ত্রেতে ঠাসা।
যত চেনা সূর, যত কোলাহল আছে
সব মিলেমিশে থাকবে হৃদয় কাছে।
স্মৃতিরা থাকুক স্মৃতিতেই ভাস্মর
স্মৃতিরা আপন, কখনো হবেনা পর।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

হাতুড়ে লেখক বলেছেন: স্মৃতিরা পর হয় না সত্যি। স্মৃতিগুলো সত্য বাকি সব মেকি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

সানজিদা হোসেন বলেছেন: ঠিক বলেছেন

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

নাগরিক কবি বলেছেন: স্মৃতিরা কখনো কখনো যন্ত্রনা দায়ক। ঐ টার কি হবে??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

সানজিদা হোসেন বলেছেন: হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন খানে । (অন্য কবিতায় আসবে )

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

নাগরিক কবি বলেছেন: অপেক্ষারত। দেখা যাক কি হয়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

সানজিদা হোসেন বলেছেন: :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: স্মৃতিরা সব *****
কবিতাটা সুন্দর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: হা হা হা ......
স্মৃতিরা এখন মেমোরি কার্ড!! ভালই বলেছেন।

সবার স্মৃতি ফুলে ফুলে ভরে উঠুক।

কবিতায় ভাললাগা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: অনেক তো লিখলেন। এবার গান বানান। ভালা গান হইবো।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬

সানজিদা হোসেন বলেছেন: আমার গান কে গাবে ভাই? লোক নাই। ঝামেলা আরও আছে। ব্লগ এ বলা যাবেনা

৮| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনি কি আমার ফেসবুকে আছেন?

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

সানজিদা হোসেন বলেছেন: না ভাইয়া আপনার আইডি বলেন। আমি এড রিকুয়েস্ট পাঠাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.