নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

এমন মৃত্যু তোমাকেই মানায়

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

সাহসিকার সন্তান
এমন বীরত্ব তোমাকেই মানায়।

যে সূর্যকে বুকে ধারণ করে,
সবুজকে শরীরে জড়িয়ে ধরে
পা রেখেছিলে সংগ্রামী সাজে,
এমন মৃত্যু তোমাকেই মানায়।

এ ধরণীর বুকে সূর্যরা লাল হয়
তোমাদের বুকের রক্তে রাঙ্গা হয়ে।
আলোক রশ্মিরা ছড়িয়ে পরে
উদগ্র চিতকারে।
বলে, " দেখ আমার সন্তানদের সাহস দেখ"।
হিংস্র শ্বাপদের বুকে
যারা দুঃসাহস দেখায় থাবা বসানোর
এমন যুদ্ধ তাকেই মানায় ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা , জ্বালাময়ী। +

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০

বিজন রয় বলেছেন: বিদ্রোহী কবিতা। সংগ্রামের কবিতা।
+++++

আলোক রশ্নিরা ছড়িয়ে পরে

জারা দুঃসাহস দেখায় থাবা বসানোর

বানানদুটি ঠিক করে দিয়েন।

শুভকামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ । ঠিক করে দিয়েছি

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা। কিন্তু কারে নিয়ে লেখা?

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৭

সানজিদা হোসেন বলেছেন: যারা প্রতি নিয়ত অসম যুদ্ধ লড়ে যাচ্ছে তাদের জন্য

৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: যে সূর্যকে বুকে ধারণ করে,
সবুজকে শরীরে জড়িয়ে ধরে
পা রেখেছিলে সংগ্রামী সাজে,
এমন মৃত্যু তোমাকেই মানায়
- প্রয়াত বীরের প্রতি এ শ্রদ্ধাঞ্জলি চমৎকার হয়েছে। + +

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.