![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
কাটখোট্টা অফিসের টেবিল থেকে
অনিমেষ চেয়ে থাকা বৃষ্টি তুমি।
কর্ম ব্যাস্ত দিনের খিটিমিটি
যখন আলগোছে গড়ায় সন্ধ্যায়,
ঠিক তখনি চমকে উঠি
পরিশ্রান্ত কপালের কালো টিপে
তোমায় অপ্সরী ভেবে ভ্রম হয়।
বছরের নিয়ম মেনে ঝড়ে বরষা।
পাথুড়ে এই শহরে , সে যে বড্ড অনাহূত।
জমে থাকা, স্যাঁতস্যাঁতে, পূতিগন্ধময়।
আমি তবু মুগ্ধ হয়ে দেখি
বর্ষাতি আগলে, জল থেকে পা বাঁচিয়ে
একটু খানি শ্যামলা এক অসম্ভবের ঝিলিক।
শাড়ির পাড় ঘেঁষে ওই পদ্মফুল
আমাকে চনমনে করে রাখে বৃষ্টি স্নাত এই দুপুরে।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন।
বৃষ্টির কিংবা প্রকৃতির অমায়িক কবিতা।
শিরোণামটি সুন্দর।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩
সানজিদা হোসেন বলেছেন: লিখতে পারছিনা আজকাল ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন সুন্দর আপনার কবিতা।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রান্ত কপালের কালো টিপে
তোমায় অপ্সরী ভেবে ভ্রম হয়।
ভ্রম হওয়াই স্বাভাবিক ।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪
সানজিদা হোসেন বলেছেন: আমাদের জীবনের সুখগুলো এরকম ভ্রমের সমষ্টি বইতো কিছু নয় !
৫| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭
হাসান মাহবুব বলেছেন: এভাবেই খুঁজে নিতে হয় আমাদের প্রাপ্য নান্দনিকতা এই গরাদ শহরে।
সুন্দর হয়েছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাথুড়ে এই শহরে , সে যে বড্ড অনাহূত।
জমে থাকা, স্যাঁতস্যাঁতে, পূতিগন্ধময়।
আমি তবু মুগ্ধ হয়ে দেখি
বর্ষাতি আগলে, জল থেকে পা বাঁচিয়ে
একটু খানি শ্যামলা এক অসম্ভবের ঝিলিক।
অসাধারণ নির্মাণ শৈলী কাব্য মুগ্ধতায় রেখে গেলাম কবির প্রতি শুভেচ্ছা।