নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

ফিনিক্স

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

আমি অঙ্গার, আমি বিভীষিকা
আমি আঁধারের চিৎকার
মরতে মরতে, গলে পচে যেতে
দিয়ে যাব ধিক্কার ।

পিষেছে চাকায়, মটকেছে ঘাড়
ছুঁড়েছে আস্তাকুঁড়ে
আমিত ফিনিক্স , আগুনে জ্বলেও
আসবো আবার উড়ে।

মাটিচাপা দেবে, উননে পোড়াবে
ডোবাবে গহীন জলে
সব বাঁধা ঠেলে , তবু আসি ফিরে
দুঃখিনী মায়ের কোলে।

খোলা আকাশের নিচেই ওরা যে
সানন্দে ঘোরে ফেরে
ধরছে শিকার হিংস্র থাবাতে
দাঁতাল পেশীতে ছিঁড়ে ।

সয়ে নয়, ক্ষয়ে পাথর হবো যে
দুর্গম , দুর্বার
এদেশের বুকে বীর কন্যারা
জন্মাবে আর বার।

ছিঁড়ে ফেলে সব রাতের শেকল
পরাব পশুর পায়
এমনি করে, প্রতিদিন মরে
কে আর বাঁচতে চায়?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

সনেট কবি বলেছেন:



বীর কন্যার মতই কথা বলেছেন
যা কাম্য প্রত্যেক কন্যা কন্ঠ থেকে নিত্য
দৃঢ় চিত্তে ক্ষুরধার বাণী ও বক্তব্যে
লেখনির কষাঘাতে পশুত্ব বিনাশে।
যারা শেকল পরায় তাদের দু’পদে
শেকল পরালে তারা বুঝবে শেকলে
বিকল জীবন কত দূর্বিসহ লেগে
জীবন কেমন করে করছে বিষাক্ত।

দূর্বলে মানুষ পাত্তা দেয়না কিছুতে
কোন কালে শক্তি নেই বলে প্রতিঘাতে
সেহেতু তাদের প্রতি অবিচার চলে।
সুবিচার পেতে হলে প্রতিঘাতে তৈরী
হয়ে পশুদের দলে তাড়িয়ে ফিরতে
কন্যাদের সাহসের বাস্তবতা চাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৮

সানজিদা হোসেন বলেছেন: সুন্দর কথন

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

সনেট কবি বলেছেন: মন্তব্যে উপস্থাপিত মন্তব্যটি আমার চলমান পোষ্টে উপস্থাপন করা হয়েছে। সময় পেলে দেখে আসবেন।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৫

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

সানজিদা হোসেন বলেছেন: কি হবেনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.