![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
দূরত্বরা লতার মতন
বাহুডোরেই বাঁধা
দূর আকাশের তারার আলোয়
অচিন সে রাগ সাধা।
তোমার আমার মনের মাঝে
যোজন যোজন ক্রোশ
পথ হারিয়ে , কূল মাড়িয়ে
বাড়াই বুকের রোষ।
সেই বুকেতেই দ্রোহে মাতাল
খাপছাড়া তুই একা
অনেক আঁধার , অনেক আলো
পেরোই পেতে দেখা।
তোকেই ভাবি, তোকেই বাঁধি
জড়াই এলোচুলে
তোর দেয়া সেই অচেনা ফুল
পরলো কোথায় খুলে?
এলো খোঁপা বাঁধতে বসে
আজকে দিশেহারা
খুঁজছি সে ফুল, খুজছি তোকেই
পথেই পাগলপারা ।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯
জাহিদ অনিক বলেছেন:
নজরুল সংগীতের কয়েকটা লাইন মাথায় আসলো,
মোর ফুলবনে ছিল যত ফুল.
ভরি ডালি দিনু ঢালি' দেবতা মোর.
হায় নিলে না সে ফুল, ছি ছি বেভুল,.
নিলে তুলি' খোঁপা খুলি' কুসুম–ডোর
এলো খোঁপার কাব্য ভাল লেগেছে। নামের মধ্যে একটা মাদকতা আছে।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
সানজিদা হোসেন বলেছেন: মাদকতা ! হবে হয়ত। পড়ার জন্য ধন্যবাদ
৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১
পার্থ তালুকদার বলেছেন: বাহ... !
সুন্দর লিখেছেন ।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪
আশরাফুল এষ বলেছেন: অসাধারন ছন্দ .।