নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টা ও সৃষ্টি

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

সৃষ্টি ঃ আমার একটা ডানা ঝাপটানো পাখি চাই
নরম , কোমল আর পেলব।
হাত লাগালেই খসে পরতে চায় ,
আমার হাতের উষ্ণতায় গলে যেতে যেতে
আদরে নরম হয় ,
এমন একটা পাখি।

স্রষ্টা ঃ কি করবে এমন পাখি দিয়ে?

সৃষ্টি ঃ প্রথমেই কেটে দেব পাখা,
তারপর খুদ কুঁড়ো দিয়ে বসিয়ে দিব খাঁচার ভেতর।

স্রষ্টা ঃ ওকি , পাখাই যদি কাটবে
তবে পাখা ছাড়াই চাইছোনা কেন?

সৃষ্টি ঃ পাখা ছাড়া পাখিকে পোষ মানানো?
সে যে বড্ড একঘেয়ে।
বীরত্ব জাহিরের সুযোগ নেই তাতে ।

স্রষ্টা ঃ তা ডানা যখন কেটেই দেবে,
তাহলে আর খাঁচার কি দরকার?

সৃষ্টি ঃ যদি পালিয়ে যায় হেঁটে হেঁটে ?
যার মুক্ত আকাশের লোভ আছে
সে আর কদিনিবা ভালোবাসবে আমাকে
খুদ কুঁড়ো খেয়ে?

স্রষ্টা ঃ তবে তাই হোক,
তোমাকে পুরুষ রূপে পাঠাই পৃথিবীতে ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগেনি।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো না লাগার অধিকার পাঠোকের আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.