![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
মেয়েঃ বাবা, আমায় একটা পুতুল দিও গড়ে ।
বাবাঃ ঘরভরা সব খেলনাগুলো আছেই থরে থরে।
মেয়েঃ নানা আলাদা এক পুতুল আমার চাই,
এমন পুতুল যেমনতর কারো কাছেই নাই।
ডাগর আঁখি ,গোলপানা মুখ, লম্বা গড়ন তার
কোঁকড়া চুলের রাজপুত্তুর , পুতুল যে আমার।
বাবাঃ গড়ি তবে তোর সে পুতুল, ছোট্ট রাজকুমার
যত্ন করে, মুঠোয় মাটি নিলাম যে এই বার।
তোর এ পুতুল একলা যদি মন খারাপে ভাসে
সঙ্গি হারা , পাগল পাড়া , আর যদি না হাসে?
মেয়েঃ তবে দাওনা গড়ে রাজকন্যে লম্বা দীঘল চুল,
গায়ের রঙ্গটা ফরসা গড়তে হয় না যেন ভুল।
বাবা তবে দিওনা তুমি রাজকুমারের পিঠে
মেরুদন্ডের হাড্ডিগুলো চাইনা আমি মোটে।
রাজকন্যার পক্ষ নেবে আমায় দূরে ঠেলে
কস্মিঙ্কালে চাইনে আমি এমনতর ছেলে।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন।
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
সানজিদা হোসেন বলেছেন: ঠিক আছে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
রাই্হান পাটওয়ারী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে।