![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
আজো আছিস দৃষ্টিসীমায়
সৃষ্টিছাড়ার হুহুঙ্কারে
ওই সুদুরে আলোর পাড়ে
ডাক দিয়ে যায় কে আমারে?
চারপাশেতে মায়ার বাঁধন
দায়িত্বরা শেকল আঁকে
পথ চিনিনা , কূল মানিনা
থেকে থেকে কে যে ডাকে?
বন্দি খাঁচা ভাংতে নারি
লোহার আগল বড্ড কঠিন
কুটছি মাথা সেই সে খাঁচায়
এক প্রহরে পালাবো ঠিক।
মায়ায় যতই বাঁধ আমারে
আমিত সেই ছন্নছাড়া
পালাবো ঠিক তুই দেখে নিস
হসনে তখন পাগলপাড়া।
ভালোবাসা বাঁধন তো নয়
নয় সে বুকের বন্দি পাখি
উড়তে তাকে দেনা আকাশ
দেখবি তোকে সুখেই রাখি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮
মোজাহিদ আলী বলেছেন: সুন্দর হইছে অনেক
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর কবিতা। আরো লিখুন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: সাজিদ ভাই ভালো হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪
সানজিদা হোসেন বলেছেন: সাজিদ ভাইটা কেরে ভাই?
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
কবিতায় ছন্দ আছে, পড়তে ভালো লেগেছে; কোন বক্তব্য আছে কবিতায়?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪
সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। বক্তব্য একটা অবশ্যই আছে
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
সানজিদা হোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।