নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

সং ষাঁড়

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

আমি তোমার গল্পের নায়ক হতে চেয়েছিলাম,
ঝুম বর্ষায় তীব্র দুহাত জড়িয়ে
বৃষ্টি দেখতে চেয়েছিলাম তোমায় নিয়ে ।

আসমুদ্র হিমাচলের মত মস্ত ঢেউয়ের বুকে
ছোট্ট ডিঙ্গি নৌকায় পাড় হওয়ার সাহস
আমার ছিল বইকি ।

তোমাকে সঙ্গী করে,
ছুঁতে চেয়েছি হিমালয়ের চূড়া,
এন্টার্কটিকার ধুসর বরফে
লিখতে চেয়েছি তোমার নাম,
আকন্ঠ ভালোবাসায় ডুবে
চোখের ভাষাও পরতে চেয়েছি প্রতি পল।

আমি পারিনি, আমি কিছুই পারিনি।
শুধু আটপৌরে সংসারী হয়ে বেঁচে আছি।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো! স্বপ্ন নিয়েও বেচে থাকা যায়।
শুভেচ্ছা রইল।

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩২

সৈয়দ তাজুল বলেছেন:
নায়িকা হওয়ার আশা করলে হয়ত কিছু পেতেন। ;) =p~
সংসারী হয়েছেন খারাপ না। সেখানে চাইলে আবার জেগে উঠতে পারেন নতুন ভাবে। প্রতিদিনকে নতুনভাবে ভাবতে চেষ্টা করুন, আপনার স্বপ্ন আবারো জেগে উঠবে হয়ত।

শুভকামনা আপনার জন্য।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

সৈয়দ তাজুল বলেছেন:
আসলে, জীবনটাই সং দিয়ে পূর্ণ। সেখানে সংসারে কেবল সং সীমাবদ্ধ বলে মনে হয় না।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮

সানজিদা হোসেন বলেছেন: ভালোই বলেছেন। তবে জিবনের বড় একটা অংশ সংসার।

৪| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ভালোবাসার প্রকাশ, আবার দুঃখটাও অনেক। মুগ্ধ করে দিলেন ভাই কবিতার কথামালায়।

শুভকামনা আপনার জন্য

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । আটপৌরে জীবনে লাগে যে কেমন !!!

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। আটপৌরে জীবন ভালো লাগে না

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: যাপিত জীবনের পৌনঃপুনিক দৃশ্যায়ন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.