![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
আমাদের হাতের মুঠোয় ফুল ছিল
আমাদের পথ চলাতেও ভুল ছিল
ফাগুন মাসে আগুন কোকিল গাইত গান
আমাদের রোজ হারানোর কূল ছিল।
আমরা একই সূরে গাইছি গান
আমাদের রঙের ছিল ঐকতান
আমরা আপন আবার পর হলাম
আমাদের খুব জমেছে অভিমান।
আমরা একলা ছিলেম সবার মাঝে
আমরা ব্যস্ত হতাম হাজার কাজে
সন্ধ্যা সূর্য যখন অস্তগামী
আমরা ঠিক ফিরেছি নীরেই সাঁঝে।
আমাদের ভালোবাসার ঘর ছিল
আমরাই আপন, সবাই পর ছিল
আমরা আর হাসিনা একসাথে
আমাদের স্বপ্নগুলোর রঙ ছিল।
ফাগুন আজ আগুন মাখা নেইত আর
জমে না কল্পলোকের পারাপাড়
ভালোবাসা রঙ হারিয়ে সেই কবেই
আমাদের মাঝে শুধুই অন্ধকার।
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ হামা ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।