নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঘুর্নি

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১৪

কান্না হাসির পাশাপাশি
ভালোবাসায় বাঁচি
ঠোটে হাসি, অশ্রু চোখে
খুব যে কাছাকাছি।

হাতটা হাতে, চোখ চোখেতেই
স্বপ্নলোকের মায়া
লাল নীল সেই স্বপ্নরা যে
রোজ বিকেলের ছায়া।

বাসতে গিয়ে ভাল তোকেই
ঘরের টানে আমি
ঘুর্নি জলে খুব ডুবেছি
হাজারো পাগলামি।

ভাসি ডুবি, দিনমানভর
ভালোবাসায় বেঁচে
তুই যে আমার রত্ন অমূল
হাজার সাগর সেঁচে ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: মানুষের একটাই তো মাত্র ছোট্র জীবন, যার যেটা ভালো লাগে সেটাই তো করা উচিত।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

সানজিদা হোসেন বলেছেন: সবসময় ভালো লাগার কাজ করার মত পরিস্থিতি থাকেনা। মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৬

মোঃ আল-আমিন৯৮ বলেছেন: সুন্দর কবিতা

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৬

মীর সাজ্জাদ বলেছেন:
পাড়ি দিয়ে সাত সমুদ্র
তবুও বেচে থাকি,
ইচ্ছে টাকে মনে রেখে
কান্না সুখে হাসি।

অনেক সুন্দরভাবে ছন্দের মিল রেখেছেন বিষয় গুলোর সাথে,
ভালো লাগলো এত সুন্দর কবিতা সাজিয়েছেন নিজ হাতে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০১

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৫| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবসময় ভালো লাগার কাজ করার মত পরিস্থিতি থাকেনা। মন্তব্যের জন্য ধন্যবাদ

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.