![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
দাবি দাওয়া ছেড়ে চল
দেই গলা দাবিয়ে
নচ্ছার , হুজ্জুতে
ছিঁড়ে ফেল চাবিয়ে।
খাচ্ছিস পড়ছিস
ফেসবুকে কচানি
ছিলি বেশ ভালো তবে
দিস কেন পচানি।
আমি রাঙ্গা আমলা
মামলাটা খাব কেন
বোকা হাঁদা ছেলেপেলে
এত করে প্যানপ্যান।
সিষ্টেমে লস আছে
তাতে কেন জ্বলুনি
তোদের করতে ঠিক
অভিযানে চিরুনি ।
ওমা একি হোল কিরে
চিরুনিরা ঢাকে মুখ
লাইসেন্স নেই তাই
বুক তার ধুকপুক।
আরো দেখি এই পথে
রাঘব আর বোয়াল যে
জি দাদা এই বেলা
লুকিয়ে চোয়াল যে ?
বাচ্চারা সিনলেস
তাই বুঝি এ বাঁকে
করেছে সিন ক্রিয়েট
কত শত বালকে ।
বালিকারা বসে নেই
ঘাড়ে ধরে শেখাবে
যা আছে পুস্তকে
তাই করে দেখাবে।
শুধু শুধু অপবাদ
ছাত্ররা পড়েনা
মগজেতে ধুলা নেই
তাই পথ ছাড়েনা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
বাকপ্রবাস বলেছেন: সুপার+++
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
টিয়া রহমান বলেছেন: আপু আমি ব্লগে নতুন, কবিতা তেমন একটা পড়ি না, তবে আপনার কবিতাটা পড়ে খুব ভালো লাগলো আপু
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।