নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

আঙ্গুল ছুঁয়ে থাকবোনা আর তোর
বন্ধ ঘরে আজকে না হোক ভোর

কাঁদবি বুঝি একলা থাকার ক্ষণে
আমায় বুঝি পড়বে যে খুব মনে

মায়ায় ছায়ায় ভালোবাসার ঘরে
আসবো আমি আসবো জানি ফিরে

থাকবো হয়ে কল্প তরুর ছায়া
একটু না হয় যাই বাড়িয়ে মায়া

সেই যে সে দেশ, যেথায় মরুর বুকে
এমনিতর চাঁদটা ওঠে সুখে

সেই যে সেথায় অনেক অনেক দূরে
নীল জানালায় তোকেই দুচোখ ভরে

আসবো ফিরে ঠিকি তোরই কাছে
তুই ছাড়া আর কে বা আমার আছে?

এমন করে কেই বা বকে আমায়
ঠান্ডা হলে জড়ায় গরম জামায়।

এমন করে বাসবেনা কেউ ভালো
তুই যে আমার রোজ সকালের আলো

আসবো জানিস আসবো আমি ফিরে
ক্ষণেক পরেই ভালোবাসার নীড়ে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

যোখার সারনায়েভ বলেছেন: আপনি বারবার ফিরে আসুন এই কামনাই করি!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: সব মানুষই কবি, কেউ লিখতে পারে, কেউ পারে না।
- শঙ্খনীল কারাগার
হুমায়ূন আহমেদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.