![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ঊষর এই মরুর বুকে
ঝুমঝুমান্তি বর্ষা ঝরে না,
ভালোবাসাহীন এই মাটিতে তাই
তুমিহীন আজ দারুন খরা ।
রৌদ্রে তপ্ত এ ধুসর কলেবর
সাজে না সবুজে তাই,
মায়াময়, ছায়াময় হয়ে
জড়ায় না আঁচল ।
সুতীব্র অপেক্ষায় আমি
চেয়ে থাকি
দূরে, বহুদুরে।
চাতকও বুঝি হয়নি কখনও এতটা একা।
একাকীত্বের কাঙ্গাল আমি
ভাবতেও পারিনি
তুমিহীন পৃথ্বী আমার
কি নিদারুন বিভিষীকা ।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
অবনি মণি বলেছেন: আপনার পিকচারটা আসেনি। আবার আপ দিন। ধন্যবাদ!!
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
সানজিদা হোসেন বলেছেন: ছবি সরিয়ে দিয়েছি। ধন্যবাদ পড়ার জন্য
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮
রাজীব নুর বলেছেন: অগোছালো।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
সানজিদা হোসেন বলেছেন: আমি নিজেই আদ্যোপান্ত আগোছালো একটা মানুষ
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
eajulhas বলেছেন: “একাকীত্বের কাঙ্গাল আমি” কথাটা খুব ভাল লেগেছে।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১
যোখার সারনায়েভ বলেছেন: সুন্দর লিখেছেন !