নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

মরিচিকার পিছে

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৩:১২

তুমি আমার ভালোবাসার রাজকন্যে,
বিয়ে কিন্তু করবো সম্পত্তির জন্যে।
শ্যামল বরন গালে যতই হারাই আমি,
বিয়ের সময় ফরসা রংটা বেশীই দামি।
ভালোবাসি, তোমায় ভেবে রাত ও জাগি
কিন্তু মায়ের মনটা বল কেমনে ভাঙ্গি।
খুব হয়েছে ভালোবাসার কাব্যি যত,
বিয়ে হবে বাবা মায়ের মনের মত।
ভিখারি তাই দুহাত ভরে দান পাত্র,
দেঁতো হেসে বলবো এসব উপহার মাত্র।

আজকে বলি তোমায় আমার গোপন কথা,
ছেড়ে তোমায় হয় এখোনো বুকের ব্যাথা।
যখন দেখি আমায় ছাড়া সুখেই আছো,
যখন দেখি প্রান টা ভরে আজো বাঁচো।
যখন দেখি ভালোবাসার ছড়াছড়ি,
তোমায় নিয়ে আজ কতনা কাড়াকাড়ি।
তখন জানো কোথায় একটা কাঁটা ফোটে,
মরিচিকার পিছেই কেন গেলাম ছুটে?
এখন আমার ধরা ছোয়ার বাইরে তুমি,
হারিয়ে তোমায় আজ বুঝেছি ছিলে দামি।
রোজ রাতে তাই খুব গহিনেই রক্তক্ষরণ,
অপেক্ষাতেই আছি কবে আসবে মরন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ ভোর ৪:২৬

রাফা বলেছেন: সময় মত মর্যাদা দিয়ে আটকে রাখলে ,
তখন আর হাহাকার করবেনা বুকের ভেতর।

কবিতা ভালো হইছে, সা.হোসেন।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২১

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৫৪

স্বপ্নের আগামী বলেছেন: প্রথম ১০ লাইনে যৌতুক প্রথা পুটে উঠেছে। দ্বিতীয় ১০ লাইনে বিরহ!

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৪

সানজিদা হোসেন বলেছেন: মানব চরিত্র বরই অদ্ভুত। যা চাই তা ভুল করে চাই

৩| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০৭

তীর্থক বলেছেন: পড়তে ভালো লেগেছে তবে কোথায় যেন কিছু একটা মিসিং আছে মনে হয়েছে, শুরুর সাথের শেষটার ঠিকভাবে যেন লিংকড হচ্ছে না!

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৫

সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪| ৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.