নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটা মেয়ে

৩১ শে মার্চ, ২০১৯ রাত ৩:০৪

একটা মেয়ে রোজ রাতেতে ছাদে,
একলা বসে খুব গোপনে কাঁদে।
একটা মেয়ে ভয়েই জড়সড়,
গল্প মনের খুব লুকিয়ে পড়।
একটা মেয়ে বৃষ্টি ভালোবাসে,
সেই মেয়েটিই দুঃখ ভুলে হাসে।
একটা মেয়ে মন বেঁধেছে মনে,
চোখ পড়লেই লুকায় ঘরের কোনে।
একটা মেয়ে লাজুকলতার ফুল,
সেই মেয়েটির সব কাজে হয় ভুল।
একটা মেয়ে একাই পথ চলে,
চলতে চলতে মনের কথা বলে।
একটা মেয়ে পাথর হতে শেখে,
বুকের মাঝে ঝরনা ধারা রেখে।
একটা মেয়ে খোলস মুড়ে সাজে,
ঢাল তলোয়ার ঝন ঝনিয়ে বাজে।
সেই মেয়েকে যায়না তো আর চেনা,
কই হারালো তারারই দিন গোনা?
সেই মেয়েটেই স্বপ্নডানায় চেপে,
ছিলো ভালোই, হটাত গেল ক্ষেপে ।
যে মেয়েটি বুনত মায়ার জাল,
সেই যে দাড়ায় সামনে হয়ে কাল।
ভুল করোনা কাঁদিয়ে সরল তাকে
পথ হারাবে পালানোর সেই বাকে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৯ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


আত্মকথা?

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

সানজিদা হোসেন বলেছেন: হতেপ পারে, নাও হতে পারে।

২| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৫

পদাতিক চৌধুরি বলেছেন:

সেই মেয়েটি বুঝলো একদিন,
কেঁদে-কেটে পথ হারানো ভুল।
ধুলো ঝেড়ে উঠলো হেসে- কেশে
ছুটতে লাগলো নতুন উদ্যমেতে।


৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২২

সানজিদা হোসেন বলেছেন: একদম সময় উপযোগী মন্তব্য। কাল সারারাত ধুলোঝড় হয়েছে এখানে ।

৩| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০২

হাবিব বলেছেন: সবই কি একটা মেয়ে? নাকি ভিন্ন ভিন্ন?

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩

সানজিদা হোসেন বলেছেন: সবই একটা মেয়ের ভিন্ন ভিন্ন রূপ

৪| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.