নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিষন্নতার ঘুড়ি

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৩:৩২

তুমি কি সেই আগের মতই
বৃষ্টি ভালোবাসো?
মনের কথা গহীন চেপে
নোনা জলেই ভাসো?

তুমি কি সেই আগের মতই
রাতটা কাটাও জেগে?
আঁধার পুড়ে ধোয়ার জোনাক
চাঁদের ছোঁয়া লেগে।

তুমি কি সেই আগের মতই
হারাও অন্য চোখে?
আগের মতই গান কোন গাও
হাতটা হাতে রেখে?

তুমি কি সেই আগের মতই
রোজ বিকেলে ছাদে,
ওড়াও ঘুড়ি বিষন্নতার
রঙ্গিন সুতায় বেঁধে ?

বয়স তোমার বাড়ছে রোজই
পাক ধরেছে চুলে,
এখনো কি বাসো ভালো
পৃথ্বী সারা ভুলে?

এখন তুমি ব্যস্ত ভীষন
যাচ্ছে সময় কাজে,
সারাদিনের ব্যাস্ততাতেও
হারানো সূর বাজে?

এখন তুমি স্বচ্ছ দীঘি
গৃহস্থ , সংসারী।
এখনো কি রাগচন্ডাল
কিছু হলেই আড়ি?

যে দিন গেছে সোনায় মোড়া
স্মৃতিতে উজ্জ্বল
মনের মাঝে সজতনে
পদ্ম পাতায় জল।

ছায়ায় মায়ায় থাকুক বুকে
ভালোবাসার মাঝে
দুরের থেকে অচেনা সূর
হটাত যেমন বাজে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৩

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: আবেগাপ্লুত হলাম

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিষন্নতার হলেও ঘুড়ির কবিতাটি বেশ সুন্দর ++

শুভকামনা জানবেন।

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভকামনা।

৪| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:২০

জাহিদ অনিক বলেছেন: সুন্দর, দৈনন্দিন হাজিরা খাতায় আগের মতই স্বাক্ষর খুঁজে পাওয়ার প্রচেষ্টা।

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২০

সানজিদা হোসেন বলেছেন: ঠিক ধরেছেন।

৫| ০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথামালায় চমৎকার কবিতা গড়েছেন, ভালো লাগলো খুব।

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.