![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
কখনো ভালোবাসি না শোনা মেয়েটাও
বছরের পর বছর
প্রতিক্ষায় থাকে।
তারপর একদিন অপেক্ষার পথ ছেড়ে
সেও হয়তো শক্ত হাতে জীবন গোছায়
বুকের গহীন তিরতিরে বয়ে চলা নদীটা
শুকায়না কখনো
লুকিয়ে থাকে গহীনে, গোপনে
রিমঝিম কাঁচের চুড়িগুলো হয়ত
আর হাতে পড়া হয়না
কিন্তু চুরি ভাঙ্গার যন্ত্রণাটা
মাথার ভেতরে ঠিকি গেঁথে থাকে।
সেই যে সেদিন ভিড়ের ছুতায়
আলতো ছুঁয়ে দিয়েছিলো কেউ
সেই গা ঘিনঘিনে অনুভুতিও
সে মাথায় সাজিয়ে রাখে যত্নে ।
আনমনা কোন বিকেলে
তার ঠিকি ইচ্ছে হয়
ঝুম বৃষ্টিতে ভিজতে।
ইচ্ছেগুলো সামনে আসার আগেই
চাপা দিয়ে দেয় খুব গোপনে।
মেয়েরা সব সাজিয়ে রাখে
মনের প্রকোষ্ঠে।
যে আঘাত আপনি মনেও রাখেননি
সে হয়তো এখনো কাঁদে সে কথা ভেবে,
যে হাত সে পায়নি কখনো
হয়তো এখনো হাতড়ে খোঁজে ,
রোজ বিকেলের চায়ের কাপে
হয়তো মিশে থাকে
একটুকরো দীর্ঘশ্বাসের ধোঁয়া ।
১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:০৯
অয়ন নাজমুল বলেছেন: অনেক পরিচিত মনে হল কবিতাটা। আনকোড়া লেখকের কবিতা মনেই হয় নয়া।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:২০
এম এ কাশেম বলেছেন: কিছু কষ্ট মাখা নষ্টালজিক এক কবিতা।
ভাল লেগেছে কবি।
শুভ কামনা।