![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ঘর হারানো পাখিগুলোও
নতুন সে ঘর বাঁধে
পুরনো সেই সুখের স্মৃতি
ভেবে কি সে কাঁদে ?
মনের খবর মনই জানে
কেউ রাখেনা খোঁজ
কার খেয়ালে, অনাদরে
বাড়ছে বোঝা রোজ।
ভালোবাসি, মুখেও হাসি
মনে বসত কার?
যখন তখন আনাগোনা
জমছে হাহাকার।
মানুষ গুলো অদ্ভুতুড়ে
পায়না চেয়ে যাকে
সেই পাখিটাও খুব গোপনে
গহীন কোনেই থাকে।
থেকে থেকে আরশী মাঝে
একঝলকের উঁকি ,
হটাত করে শুধিওনা
সুখেই আছো নাকি?
সুখ পাখিটা খুব অধরা
হাত ফস্কায় শুধু
সবই আছে তবুও মনে
খাঁ খাঁ মরুর ধূধূ ।
মন বেধোনা, গান সেধোনা
অচীন অলীক রাগে,
তোমার এ মন চায় যে কারে
চিনতে শেখো আগে।
ভুল পথেতে হাঁটার চেয়ে
একলা হেঁটো পথে ,
ঠাই দিয়োনা কাউকে মনে
হাতটা অন্য হাতে।
মনের জমিন নাজুক বড়
যার পোড়ে সেই জানে
ঘরকে তুমি পর করোনা
অন্য কারো টানে।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:৩০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মে, ২০১৯ দুপুর ২:৪১
সাহিনুর বলেছেন: খুবই সুন্দর ছন্দময়
১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৩৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৩:২৬
নজসু বলেছেন:
ছন্দময়
এবং
সুন্দর
১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৩৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ,কবির কবিতায় যেন হারিয়ে গেলাম,নিখোজ হয়ে গেলাম,আমি নিখোজ হওয়ার বিজ্ঞাপন দাও কেউ?
১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই মে, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ১৪ ই মে, ২০১৯ রাত ১০:১১
মাহমুদুর রহমান বলেছেন: দুর্দান্ত কবিতা!
১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৪৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৯ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার ছড়া
খুব সুন্দর
অসম্ভব ভালো লেগেছে