নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

মরুর বুকে বর্ষা

১৮ ই মে, ২০১৯ রাত ৩:০৯

বালিকার জিন্স টিশার্ট আর
কাঁচের চুড়ি রুমঝুমাঝুম
জোস্নার আল্পনাতে
বারান্দাতে রাত নির্ঘুম।

কোঁকড়া চুলে আনমনেতে
মুগ্ধ কিশোর
বুকে তার উথাল পাতাল
মৌতাতে যে স্বপ্ন বাসর।

বালিকা কাজল চোখে্র
দৃষ্টি অবাক খুব হেয়ালী
তারুন্য হটাত করেই দিল ছুঁয়ে
কোন খেয়ালে?

চোখে যেই চোখ পড়েছে
লাজুক লতা
কিশোরও লুকিয়ে ফেলে
মনের কথা।

দুজনেই স্বপ্ন চোখে
পথটা চলো
পারেনি বলতে তবু
বাসে ভালো।

তারপর উথাল পাতাল
চোরাবালি
ডুবতে ভাসতে শেখা
জীবন খালি।

তারপর অনেক রাতে
কান্না আঁকা
না বলা গল্প অনেক
জমতে থাকা।

থেকে থেকে মনের ঘরে
ঝলসে ওঠে
দিনমান পৃথ্বী বুকেই
যায় যে ছুটে।

হাতড়ে মনের গহীন
আলোর শিখা
লুকিয়ে রাখতে শেখে
খুব যে একা।

তবুও মরুর বুকে
বর্ষা আসে
বালিতে জলের কনা
প্রেমেই ভাসে।






মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ ভোর ৪:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: মোটামুটি লাগলো।

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:১৮

সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২| ১৮ ই মে, ২০১৯ ভোর ৬:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্ কি সুন্দর কবিতার কথামালা।

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:১৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে :)

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:২২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মে, ২০১৯ সকাল ১০:০৪

শায়মা বলেছেন: হুম!!!!!!!

এমনই হয়!!!!!!!

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৪

সানজিদা হোসেন বলেছেন: ঠিক বলেছেন আপুনি।এমনি হয়, অমনটা হয় না

৫| ১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.