| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানজিদা হোসেন
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
কাটফাটা এক মধ্য দুপুর
রিকশা শহর জুড়ে
হাতটা সেদিন ছুঁয়েই নিলো
হৃদয় মুঠোয় পুড়ে।
গালদুটো কি লাল হল তার
হটাত ভালোবেশে
যেন কোন রক্ত জবা
নদীর কূলে মেশে।
মনের মাঝেই মন যে বাঁধা
পড়েছে কেউ জানে?
একলা আকাশ সঙ্গী হল
নতুন কোন গানে।
মান করেনি অভিমানী
ছল করেনি কোন
মায়ার চোখে পথ হারিয়ে
নতুন সে দিন গোন।
হাতটা তেমনি ছুঁয়েই থেকো
বৃষ্টি ঝড়ার রাতে
ভালোবাসা ঝড়েই পড়ুক
মোদের বারান্দাতে।
হাতটা শুধু হাত বাঁধেনি
মন বেঁধেছি মনে
আজ যে শুধুই ভাবছি তোকেই
একলা থাকার ক্ষণে ।
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২|
২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৪১
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ হৃদয়ছোয়া কবিতা
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩|
২৯ শে মে, ২০১৯ সকাল ৯:৫৩
মোঃ শরিফুল ইসলাম বলেছেন: অনবদ্য রচনা,হ্যাপি ব্লগিং!
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৩
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪|
২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব আপি। কিন্তু বানানের দিকে নজর দিবেন প্লিজ
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। ভবিষ্যতে খেয়াল রাখবো
৫|
২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৩৫
এ.এস বাশার বলেছেন: সুন্দর কবিতা.......শুভকামনা রইল....
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬|
২৯ শে মে, ২০১৯ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৪
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৭|
২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৫
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৮|
২৯ শে মে, ২০১৯ রাত ৮:৪৫
লিসানুল হাঁসান বলেছেন: ভাল লাগল
৩০ শে মে, ২০১৯ রাত ১:৩২
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৯|
৩০ শে মে, ২০১৯ ভোর ৫:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর। তবে চতুর্থ স্তবক থেকে কবিতা ভাবের ধারা হারিয়েছে মনে হচ্ছে!
০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:১৪
সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
১০|
০৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: আপুনি কেমন আছো!!!
দারুন কবিতা।
প্রোপিকের বেবিটা কি তোমার?
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৬
সানজিদা হোসেন বলেছেন: ভালো আছি আপু। পড়ার জন্য ধন্যবাদ। ছবিটা আমার বড় মেয়ের। এখন অনেক বড় হয়ে গেছে। এটা ৬ বছর আগের ছবি।
১১|
১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। শেষের স্তবকটা বেশী সুন্দর।
কবিতায়ম প্লাস + +
২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৯ ভোর ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর। শুভ কামনা।