![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
ভালোবাসার আকাশ জুড়ে
জমছে মেঘের ভেলা
হরেক রঙ্গে খুব গোপনে
মনের ঘরেই খেলা।
মান অভিমান, রাগ অনুরাগ
সব গুলো দিন মেখে
ডুব সাঁতারে চোরাবালি
বাসতে ভালো শেখে।
মায়ায় ছায়ায়, অচীন কায়ায়
কিসের অমোঘ টানে
আজ পুরাতন সেই তোমাকেই
ডাকছি নতুন গানে।
ভালোবাসায় বসত তোমার
মনের আকাশ জুড়ে
আনন্দ আর বিষন্নতায়
আমার দুচোখ ভরে।
তুমি শুধুই তুমিই ছিলে
থাকবে অবিরত
কেন শুধুই খুঁচিয়ে দিয়ে
বাড়াও বুকের ক্ষত ।
আমার হৃদয় শুধুই তোমার
রক্ত যখন ঝড়ে
কষ্ট তো নয় একলা আমার
তোমারো মন পোড়ে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
ইসিয়াক বলেছেন: সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯
রোকনুজ্জামান খান বলেছেন: FalmBoyent
১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১২
সানজিদা হোসেন বলেছেন: এত কঠিন মন্তব্য যে গুগল করে অর্থ বের করতে হয়েছে।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০
রোকনুজ্জামান খান বলেছেন: এই মন্তব্যে সবাই ,, বিভ্রান্ত,, ।
প্রসংশা কেউ বুঝে না , সবাই বুঝে অন্যকিছু।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো